Holiday – রাজ্যে আবারও নতুন ছুটির ঘোষণা করলো নবান্ন! পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকবে।

নতুন বছর পড়তে না পড়তেই একাধিক Holiday বা ছুটি পেয়েছে রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা। সেই ছুটি মিটতে না মিটতেই নতুন ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। এই বছরে নতুন করে নাকি এই ছুটি যুক্ত করা হয়েছে ছুটির নয়া লিস্টে। দেখতে গেলে নববর্ষের পরে এক নয়া উপহার সরকারের তরফ থেকে। খুশির খবর আসছে রাজ্যের সকল সরকারি কর্মচারি দের জন্য। বলে রাখী আগেই রাম নবমী উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে নবান্ন।

Advertisement

Holidays of Ram Nabhami 2024 Declear by Nabanna

লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রাম নবমীর Holiday বা ছুটি ঘোষণায় ট্যুইটে জোর খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু আধিকারী কে। এবার এই ছুটি নিয়ে নয়া বিজ্ঞপ্তি দিল মধ্য শিক্ষা পর্ষদ।
১৭ই এপ্রিল বুধবার বন্ধ থাকবে বলে নোটিশ দেওয়া হয়েছে রাজ্যর সকল স্কুলে। আগেই অর্থ দফতর এই ছুটি বিষয়ে নোটিশ দিয়েছিলেন।

Advertisement

আগামী মার্চ মাসে ৯ তারিখ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করেন। বলে রাখী, এই প্রথম বার রাম নবমীর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। রাজ্য সকারের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে। কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে বেশ বড় করে রাম নবমী উৎসব পালন করা হচ্ছে। তবে আগে এই দিন কোনো সরকারি ছুটি দেওয়া হত না।

তীব্র গরমে রাজ্যে আরো বাড়লো গরমের ছুটি। কবে স্কুল বন্ধ হবে জেনে নিন।

তবে এবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছেন, আগামী ১৭ই এপ্রিল মানে বুধবার রাম নবমী উপলক্ষ্যে জরুরি পরিষেবা বাদে রাজ্য সরকারি এবং সরকার পোষত সমস্ত প্রতিষ্ঠান গুলি ছুটি তথা Holiday থাকবে। আগামী ১৭ই এপ্রিল, বুধবার রাম নবমীর দিন রাজ্যে সমস্ত স্কুল, কলেজ, অফিস, সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এমন নির্দেশিকা সামনে এল।

Holiday - ছুটির দিন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় বিজ্ঞপ্তি নং ৬১১২-F(P২) তারিখ ০৯/১১/২০২৩ এর ধারা বাহিকতায়, গভর্নর ১৭ই এপ্রিল ২০২৪ (বুধবার) রাম নবমী উপলক্ষ্যে সরকারি ছুটি তথা Holiday দিন ঘোষণা করা হয়েছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ধারা ২৫ এর অধীনে রাজ্যে রাম নবমী ছুটি তথা Holiday দেওয়া হয়েছে।

দুর্গাপুজোর ছুটির নিয়ম বদল! কাদের কতদিন ছুটি থাকবে? আগেভাগে জেনে নিন।

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ছুটির তালিকা দেওয়া ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। গোটা বছর জুড়ে বিভিন্ন উৎসবে রাজ্য সরকারি কর্মীদের ছুটি তথা Holiday দিয়ে থাকে রাজ্য সরকার। এবার সেই তালিকাতে যোগ করেন রাম নবমী। লোকসভা নির্বাচনের আগেই ভোটমখী রাজ্যে রাম নবমী ছুটি ঘোষণা নিয়েও শুরু হয়েছে রাজনেতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button