LIC Kanyadan Policy – বাড়িতে কন্যা সন্তান থাকলেই, পেতে পারেন 5 থেকে 10 লাখ টাকা। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প।

কন্যা সন্তান জন্ম গ্রহণ করা অর্থ বাড়িতে মা লক্ষীর প্রবেশ (LIC Kanyadan Policy) মনে করা হয়। যদিও আগেকার যুগে এই ধারণা ভিন্ন ছিল। বংশের প্রদীপ হিসেবে একজন পুত্র সন্তান কাম্য করতেন সবাই। এখন অনেকটাই যুগ পাল্টেছে। এখন মেয়েদেরকেও সঠিক আদর দিয়েই স্বাগত জানায় বাড়ির মানুষজন। কিন্ত মধ্যবিত্ত পরিবারে একজন মেয়ে সন্তান জন্ম গ্রহণ করার পরেই তার বিয়ে নিয়ে চিন্তা এসে যায় মা বাবার।

Advertisement

Get 5 Lakh In LIC Kanyadan Policy If You Have Daughter

যেহেতু বিয়ে একটি বড়ো আর্থিক খরচের জায়গা। কিভাবে এত টাকা জমাবে সেটা বুঝে উঠতে পারেন ন। তবে এক্ষেত্রে LIC দিচ্ছে বিশেষ সুযোগ আপনার কন্যা একদম শিশু থাকা অবস্থায় আপনি যদি একটু একটু করে টাকা জমান তাহলে তার বিয়ের বয়স আসা পর্যন্ত সেই টাকার পরিমাণ অনেক হয়ে যাবে।

Advertisement
  • পলিসি ডিটেলস
  • আবেদনের শর্ত
  • প্রয়োজনীয় ডকুমেন্ট
  • আবেদন পদ্ধতি

পলিসি ডিটেলস

আপনি LIC Kanyadan Policy তথা কন্যাদান পলিসিতে বিনিয়োগ করেও এই চিন্তা থেকে মুক্ত হতে পারেন। এই স্কিমে আপনি প্রতিদিন মাত্র ১৫১ টাকা করে বিনিয়োগ করলে, মেয়াদ পূর্ণ হবার পর ৩১ লাখ টাকা পাবেন। তাহলে দেরি না করে জেনেনিন এই স্কিমের ব্যাপারে। LIC অনেক রকম স্কিম রয়েছে। তারমধ্যে LIC Kanyadan Policy তথা কন্যাদান পলিসিকন্যা দান স্কিম উল্লেখযোগ্য।

আপনি যদি এই স্কিমে প্রতিদিন ১৫১ টাকা করে জমান তাহলে মাসে আপনি জমাচ্ছেন ৪৫৩০ টাকা। এইভাবে ২২ বছর যদি বিনিয়োগ চালিয়ে যেতে হবে। কারণ এই স্কিমের মেয়াদ ২২ বছর। এরপর আরও ৩ বছর যুক্ত করেন তাহলে আপনার বিনিয়োগ শেষে মোট লাভের পরিমাণ হবে ৩১ লাখ টাকা।

স্বল্প টাকা বিনিয়োগ করুন আর এককালীন পেয়ে যান 27 লাখ টাকা। মেয়ের বিয়ে নিয়ে আর থাকবে না চিন্তা।

আবেদনের শর্ত

  • এই LIC Kanyadan Policy তথা কন্যাদান পলিসি স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • আপনার বয়স সর্বনিম্ন ৩০ বছর এবং আপনার কন্যার বয়স সর্বনিম্ন ১ বছর হওয়া প্রয়োজন।
  • আপনার মাসিক আয় ১৫,০০০ টকা বা তার বেশি হতে হবে।
Lakshmir Bhandar - লক্ষ্মীর ভান্ডার

প্রয়োজনীয় ডকুমেন্ট

এই LIC Kanyadan Policy তথা এলআইসি কন্যাদান পলিসিতে আবেদন করার জন্য আপনার বা আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে কিছু নথিপত্রের প্রয়োজন হবে। যেমন –

  • শিশুর জন্ম শংসাপত্র,
  • পিতামাতার আধার কার্ড,
  • প্যান কার্ড,
  • মায়ের আধার কার্ড,
  • পাসপোর্ট সাইজ ছবি,
  • ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি।

ভোটের মুখে 50 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

আবেদন পদ্ধতি

নিকটবর্তী LIC অফিসে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে এই স্কিম সমন্ধে আরও বিস্তারিত জেনে এই LIC Kanyadan Policy তথা এলআইসি কন্যাদান পলিসির ফ্রম ফিলাপ করুন ও নথি জমা করুন। কোনো LIC এজেন্টের কাছেও আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। এই স্কিমে আবেদন করলে আপনার কন্যা সন্তানের বিয়ের জন্য খরচ নিয়ে কোনো চিন্তা থাকবে না।

যাদের বাজেট কম আছে, তারা 1 থেকে দেড় লাখ টাকা জমিয়ে মেয়াদ শেষে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। এবার আপনার সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button