রাশিফল অনুযায়ী আজ এবং আগামী দিন গুলি ভালো করতে এই জিনিস গুলি করুন।

রাশিফল অনুযায়ী কি করলে আমরা সকলে নিজেদের, পরিবার কিংবা ভালোবাসার মানুষদের ভালো হোক সুখে শান্তিতে সবাইকে নিয়ে ঘর করতে পারব জানেন? অনেক ক্ষেত্রেই কোন কিছু করার আগেই বাধা এসে হাজির হয়। সেই সময় অনেকেই জ্যোতিষ শাস্ত্রের শরণাপন্ন হন। তবে আবার অনেকেই মনে করেন সবটাই ভাওতা এবং বেশিরভাগটাই নির্ভর করে কর্মফলের উপর।

Advertisement

রাশিফল অনুযায়ী কাকে কি কাজ করতে হবে দেখেনিন।

তুমি পরিশ্রম করলে তুমি নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারবে রাশিফলে কিছুই হয়না। এই কথাটি ঠিক কিন্তু অনেকে যারা বিশ্বাস করেন তারা বলেন ভাগ্য বা রাশিফল বলে একটি বস্তু আছে। এই পুরো বিষয়টি বিতর্কের। তবে বাংলা একটি কথা আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি কোন কিছুকে বিশ্বাস করেন তবে তা খুব সহজেই রাজ্য হবে কিন্তু যদি বিশ্বাস না থাকে সেই বিষয় নিয়ে তর্ক করতে থাকেন সেটা তখন এগোতেই থাকবে।

Advertisement

যারা এই রাশিফলে বিশ্বাস করেন তাদের জন্যই আজকের আমাদের পোস্ট। আপনার রাশি অনুযায়ী দেখে নিন রাশিফল।
মেষ রাশি: এই রাশির জাতক বা জাতিকা স্বাস্থ্য মন্দ থাকবে না প্রেমের ক্ষেত্রে এটি একটি ভালো দিন টাকা-পয়সার আমদানি কম হবে বলেই আশঙ্কা কর্মক্ষেত্রের দিনটি ভালই যাবে এবং পরিবারের সাথেও মন্দ যাবে না। সারাদিন আপনার মেজাজ বেশ ভালোই থাকবে একটা সন্তান-সন্ততি থাকলে তারা আপনার থেকে খানিকটা সময় চাইবে। পরিবারের কোনো রকম আর্থিক ঝামেলা এড়িয়ে চলায় আপনার জন্য মঙ্গল কর হবে।

ভুলেও এই ধরনের নারীকে বিবাহ করবেন না।

বৃষ রাশি: আজকের রাশিফল অনুযায়ী এই রাশি জাতক বা জাতিকার জন্য দিনটি জন্মদিনটি বেশ ভালই। পরিবারের সময় যথেষ্ট সময় কাটান পরিবারের সবার সাথে সম্পর্ক ভালো হবে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে কাজের জায়গাতেও সামান্য সমস্যা হতে পারে তবে অর্থ আগমন এবং ব্যয় দুটোই সমানুপাতিক থাকবে। স্বাস্থ্য থাকবে একটু মন্দের দিকে।
এর থেকে প্রতিকার পেতে আপনি লাল রঙের গাছ বাড়িতে রাখতে পারেন।

মিথুন রাশি: এই রাশির জাতক বা জাতিকার আজ স্বাস্থ্য বেশ ভালই থাকবে অর্থ আগমন এবং ব্যয় সমানুপাটিক থাকবে কাজের জায়গায় বেশ ভালো যাবে দিনটি। কোন বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে যেতে পারে। বাড়িতে স্ত্রী এর সাথে কলহ যোগ রয়েছে। তবে তা বেশি দূর যাবে না। দিনের শেষ ভাগ বেশ সুখময় হবে।

কর্কট রাশি: এই রাশি জাতক বা জাতিকার বৈবাহিক জীবন বেশ ভালই কাটবে আজকে। কাজের জায়গায় বেশ ভালো দিন হতে চলেছে। তবে কারোর কোন কটু কথায় উত্তপ্ত না হয়ে নিজেকে ঠান্ডা রেখে জবাব দিন এতে আপনারই মঙ্গল হবে। অর্থ আগমন একটু কমই হবে তার তুলনায় ব্যয় বেশি হবে। শেষের দিকে পরিবারে সামান্য কলহ যোগ রয়েছে। তবে স্ত্রী এর সাথে সম্পর্ক বেশ ভালই হবে। খারাপ দোষগুলি কাটাবার জন্য আপনি আজকে মাছকে খাবার দিতে পারেন।

সিংহ রাশি: এই রাশির জাতক বা জাতিকার স্বাস্থ্য মন্দ যাবেনা ভালোবাসার মানুষের সাথে তিনটি বেশ ভালই যাবে বড়দের থেকে আশীর্বাদ এবং ভালোবাসা আপনার দিনটিকে আরো ভালো করে তুলবে। স্ত্রী বা স্বামীর সাথে তিনটি বেশ প্রেমময় হবে। অর্থ আগমন বেশ ভালই হবে সাথে সঞ্চয় হবে। খারাপ প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোনা বা ব্রোঞ্চের মালা পরতে পারেন।

কন্যা রাশি: আজকের রাশিফল অনুযায়ী এই রাশির জাতক বা জাতিকা অবিলম্বে ব্যায়াম আরম্ভ করতে পারেন এতে শরীর এবং মন দুই ভালো থাকবে। ডিপ্রেশন থেকে মুক্তি লাভও করতে পারেন। শরীর খুব একটা মন্দ থাকবে না, ভালোবাসার মানুষের সাথে তিনটি মোটামুটি ভালোই যাবে। অর্থ আগমনের সম্ভাবনা বেশি। কাজের জায়গায় তিনটি বেশ ভালো পরিবারের সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তবে স্ত্রী এর সাথে কোন রূপ অশান্তির যোগ নেই।

তুলা রাশি: এই রাশে জাতক বা জাতিকার সাথে স্বাস্থ্যের যোগ খুব ভালো রয়েছে। তবে অর্থ আগমন ভালো হলেও অর্থ বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে একটি নিরাপদ স্থানে অর্থ এবং মূল্যবান জিনিসপত্র রাখুন। বিবাহিত জীবন ভালোই যাবে তবে কাজের জায়গায় কিছু কলহ যোগ রয়েছে। নিজের স্ত্রীকে কিছু উপহার দিতে পারেন। খারাপ জিনিস থেকে প্রতিকার পেতে আপনি দুর্গা মন্দিরে প্রসাদ অর্পণ করে গরিবদের মধ্যে বিতরণ করতে পারেন।

বৃশ্চিক রাশি: স্বাস্থ্যের দিক থেকে তিনটি অত্যন্ত খারাপ যাবে বলেই সম্ভাবনা গর্ভবতী মহিলারা নিজেদের বিশেষ যত্ন নিন এবং ডাক্তারের পরামর্শ নিন। কাজে অত্যাধিক চাপ থাকার ফলে পরিবারের সাথে অশান্তি হতে পারে। স্ত্রী এর সাথে দিনটি ভালই যাবে এবং অর্থ উপার্জন মোটামুটি ভাবে হবে। খারাপ জিনিসের প্রকোপ দূর করতে সাধু-সন্ততের সাথে কথা বলুন বা গুরুর সাথে কথা বলুন। প্রয়োজনে গেরুয়া রঙের বস্ত্র তাদের দান করতে পারেন।

ধনু রাশি: আজকের রাশিফল অনুযায়ী এইস্বাস্থ্যের জন্য দিনটি খুবই খারাপ তবে অর্থ আয় হবে অনেক বেশি তুলনায় খরচা কম হবে। কাছে জায়গায় মোটামুটি দিনটি ভালো যাবে তবে কলহ থেকে নিজেকে দূরে রাখুন। কলহে জড়ালে অত্যন্ত খারাপ কিছু সম্মুখীন আপনি হতে পারেন। পরিবার এবং স্ত্রীয়ের সাথে তিনটি বেশ ভালই কাটবে কোন রকম কলহের যোগ নেই।
খারাপ প্রকার থেকে নিজেকে বাঁচাতে দুধের সাথে জল মিশিয়ে তা দিয়ে স্নান করতে পারেন।

মকর রাশি: এই রাশির জাতক বা জাতিকা স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে অর্থ আগমন ভালো হবে। ভালোবাসার মানুষ এবং পরিবার উভয়ের সাথে তিনটি বেশ ভালো কাটবে কাজের জায়গাও বেশ ভালো হবে। তবু আজকের দিনে আপনি সবুজ রঙের কোন পোশাক পড়তে পারেন খুব প্রভাব গুলি আপনার থেকে দূরে থাকবে। মেয়েটা যথেষ্ট ভালো থাকবে আপনি কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন সঙ্গীর সঙ্গে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক বা জাতিকার বিবাহিত জীবনে অত্যন্ত কলহ যোগ রয়েছে পরিবারের সাথে অশান্তির যোগ রয়েছে। স্বাস্থ্য অধিক ও যথেষ্ট খারাপ আজকের দিনটি মোটামুটি ভাবে আপনার খারাপই যেতে চলেছে। তবে অর্থের আগমন যথেষ্ট ভাল থাকবে। কু প্রভাব আপনার রাশি থেকে কাটাতে কুকুরকে খাদ্য দান করতে পারেন।

 প্রেমের জন্য শুভ দিন নয় এই 8 টি রাশির, দেখে নিন

মীন রাশি: আজকের দিনটি এই রাশি জাতক বা জাতিকার জন্য মোটামুটি ভালো তবে স্বামী বা স্ত্রীর সাথে কলহ যোগ রয়েছে, তবে পরিবারের সাথে কোনটুক কলহের যোগ নেই। কাজের জায়গাও যথেষ্ট ভালো থাকবে অর্থ আগমন বেশ ভালো হবে। আজ আপনি আপনার ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল দিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button