এখন থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আপনার নতুন সিম কার্ড, সমস্যার মুখে গ্রাহকেরা।

এখন থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আপনার নতুন সিম কার্ড কিন্তু কেন বন্ধ থাকবে জানেন? আমাদের সবার কাছেই মোটামুটিভাবে মোবাইল আছে আর তার আত্মা হল সিম। সিম না থাকলে ফোন চলেই না বললে চলে। নতুন সিম কার্ড কেনার পর সেটা একটিভ দেখালেও ২৪ ঘণ্টা না পেরলে আপনি ব্যবহার করতে পারবেন না। এই নিয়মের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

কেন বন্ধ থাকবে সিম কার্ড জেনে নিন।

DOT বা Department Of Telecommunication এর পক্ষ থেকে নতুন নির্দেশ অনুসারে নতুন সিম কার্ড কেনার পরে আগামী ২৪ ঘণ্টা আপনার মোবাইলে কোন Incoming Call আসবে না তেমনই Outgoing Call এছাড়াও SMS আসা বন্ধ থাকবে। আপনি এখন থেকে BSNL, AIRTEL, VI বা JIO যে কোনো সিম কিনতে গেলে এই নতুন নিয়ম আপনাকে মানতে হবে।

DOT এর নিয়ম অনুসারে এখন থেকে আপনাকে দেশের যে কোনো প্রান্তের গ্রাহকেরা নতুন সিম কেনার পরে ২৪ ঘণ্টা সেই সিমে আপনি কোন ধরনের কাজে লাগাতে পারবেন না। এই নিয়মের ফলে আপনি নতুন SIM Card কেনার পরে আগামী ২৪ ঘণ্টা কোন কল, মেসেজ, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ডট কে এই নিয়ম চালুর উদ্দেশ্য নিয়ে জিজ্ঞাসা করলে জানা যায়।

সারা দেশে সিম নিয়ে প্রতারকদের মায়াজাল বৃদ্ধি পাচ্ছে। সেই মায়াজাল থেকে দেশবাসীকে সুরক্ষিত রাখতে এই নিয়ম আনা অতি প্রয়োজনীয় ছিল বলে জানা যাচ্ছে। এই নিয়ম ১৫ দিনের মধ্যে লাগু করার জন্য সকল টেলিকম কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে আসলে কী লাভ হবে দেখে নিনঃ-

এইবার মোবাইল রিচার্জ এ আমুল বদল আনল টেলিকম কোম্পানি গুলি।

১. DOT প্রথমে ২৪ ঘণ্টা নতুন সিম নিজের নজরে রাখবে। অনেক সময় দেখা যায় অন্য কোন ব্যক্তি আপনার আধার কার্ডের নাম্বারের মাধ্যমে সিম কিনে নিতে পারে। কিন্তু এরই মধ্যে আপনি যদি এই কার্ডটি চালু না করতে চান সেই বিষয়টি ডট(DOT) যাচাই করে নেবে। তার পরে সিম কার্ড একটিভ বা নন একটিভ করা হবে।

২. এখন ব্যাংক থেকে পোস্ট অফিস ই-ওয়ালেট। এছাড়াও সমস্ত সোশাল মিডিয়া সর্বত্র মোবাইল নাম্বার কাজে লাগবে। আর এই সুযোগ কে কাজে লাগিয়ে অনেক হ্যাকাররা নতুম নাম্বার কিনে ব্যাংক বা ই- ওয়ালেট হ্যাক করে নতুন নাম্বারে OTP(One Time Password) নতুন নাম্বারে নিয়ে টাকা তুলে নিচ্ছে প্রতারকেরা। এই ঘটনা রাশ টানতে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

৩. ২০২০ সালে করোনা মহামারীর আগে আমাদের দেশে ক্যাশ টাকার ব্যবহার ছিল সবচেয়ে বেশি। তার পর থেকে অনলাইন পেমেন্ট এর সূচনা হয়। এখন দেশে লেন দেনের এক অন্যতম মাধ্যম হল ডিজিটাল পেমেন্ট। এর মাধ্যমে অনলাইন ব্যাংক জালিয়াতি বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ সময়ে দেখা যায় সিম কার্ড একটিভের এক দিনের মধ্যে এই কাজ এই সকল জালিয়াতি হয়ে থাকে।

মাত্র 151 টাকা রিচার্জে ডেটার সাথে পুরো 3 মাস Hotstar ফ্রি! মহা চিন্তায় অন্য কোম্পানী।

এই সমস্যা থেকে নিদান পাওয়ার জন্য সকল টেলিকম কোম্পানিকে ২৪ ঘণ্টার পর চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সকল দিক বিচার করে Department Of Telecommunication এই নির্দেশ দিয়েছে। এবার অনেক বিশেষজ্ঞ মহল মনে করছে এর ফলে লাভ হতে চলেছে নাগরিকদের। তবে দেখা যাক বাস্তবে কি হয়, কীভাবে কাজ হবে।

Leave a Comment