রাজ্য সরকারি কর্মী বা কেন্দ্র সরকারি কর্মী উভয়ই বেতন ছাড়াও বিভিন্ন রকম ভাতা পেয়ে থাকেন তারমধ্যে একটি বাড়ি ভাড়া বাবদ ভাতা বা House Rent Allowance সরকারের পক্ষ থেকে পায়। নির্দিষ্ট সময় অন্তর যেমন বেতন স্কেল পরিবর্তন হয় তেমনি এই বাড়ি ভাড়া বা অন্যান্য ভাতাও পরিবর্তন হয়। অর্থাৎ ভাতার পরিমাণ বৃদ্ধি পায়। তবে কখনো কী শুনেছেন সরকার ভাতা দেওয়ার পরিবর্তে সরকারি কর্মীর কাছ থেকে ভাতা উল্টে রিটার্ন চাইছেন?
House Rent Allowance will be taken by govt
হ্যাঁ এমনটাই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীর রাজ্যে। জম্মু কাশ্মীর রাজ্য সরকার এক রাজ্য সরকারি কর্মীর কাছ থেকে তার চাকরি জীবনের সম্পূর্ণ বাড়ি ভাড়া বাবদ ভাতার বা House Rent Allowance টাকা ফেরত চাইলো। কিন্ত কারণ কি? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। ১৯৯২ সালের জম্মু-কাশ্মীর সিভিল সার্ভিস অ্যাক্ট অনুযায়ী একই পরিবারের একাধিক সদস্য যদি রাজ্য সরকারি কর্মী হন এবং তারা যদি একই বাড়িতে থাকেন তাহলে বাড়ি ভাড়া ভাতা যে কোনো একজন কর্মী পেতে পারেন।
বাকি সরকারি কর্মীরা অন্যান্য ভাতা পেলেও বাড়ি ভাড়া ভাতা বা House Rent Allowance পাবেন না। কিন্ত এই নিয়ম অগ্রাহ্য করে একই বাড়িতে পিতা ও পুত্র দুজনেই রাজ্য সরকারি কর্মী হয়েও দুজনই বাড়ি ভাড়া ভাতা নিচ্ছিলেন। জানা যায়, পিতা ডিএসপি পদে যুক্ত ছিলেন। তবে তিনি কাজ থেকে অবসর গ্রহণ করেছিলেন। কিন্ত পেনশনের সাথে বাড়ি ভাড়া ভাতাও নিচ্ছিলেন। এদিকে তার পুত্র একই পদে নিযুক্ত হন। ফলে সেও বাড়ি ভাড়া পেতেন।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি। ১২ জুন বড় সিদ্ধান্ত, কী জানালেন মুখ্যমন্ত্রী?
বিষয়টা জানাজানি হতেই সরকার সেই পুত্রের কাছে চিঠি পাঠায় এবং চিঠির মাধ্যমে তার কর্মজীবনের বাড়ি ভাড়া বাবদ সমস্ত টাকা রিটার্ন চায় সরকার। মোট বাড়ি ভাড়া ভাতার পরিমাণ ৩ লক্ষ ৯৬ হাজার ৮১৪ টাকা। অর্থাৎ প্রায় চার লক্ষ টাকা। এদিকে একসঙ্গে এতগুলো টাকা ফেরত চাওয়ায় ওই ব্যক্তি যথারীতি আদালতের দ্বারস্থ হন। কারণ একসঙ্গে এতগুলো টাকা ফেরত চায় সে ব্যক্তি খুবই হক চকিয়ে যায়।
কিন্তু সুপ্রিম কোর্ট সমস্ত কিছু খতিয়ে দেখে রাজ্য সরকারের পক্ষে রায় ঘোষণা করেন। কারণ আদালত একই কথা বলেন একই পরিবারের দুজন বা তিনজন যে কজনই সদস্য হোক যদি রাজ্য সরকারের কর্মী হয়ে থাকেন তারা যদি একই বাড়িতে বসবাস করেন তাহলে যে কোন একজন বাড়ি ভাড়া ভাতা নিতে পারেন। সে অনুযায়ী সেই ব্যক্তিকে তার কর্মজীবনের পাওয়া বাড়ি ভাড়া ভাতা বা House Rent Allowance বাবদ সমস্ত টাকা ফেরত দিতে হবে সরকারকে।
ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।
তাই এ বিষয়ে রাজ্য সরকার সতর্ক করেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মীকে। কারণ একই বাড়িতে যদি একজন বা দুজন বা তার অধিক সরকারি কর্মী থেকে থাকে তাহলে বাড়িভাড়া ভাতা বাবদ যে কোন একজনই টাকা পাবেন অন্যরা পাবেন না। তাই কেউ যদি একই বাড়িতে দুজন বাড়ি ভাড়া ভাতা বা House Rent Allowance নিয়ে থাকেন এখনই সতর্ক হয়ে যান নাহলে আপনাকেও দিতে হবে একসঙ্গে অনেকগুলো টাকার ক্ষতিপূরণ।
Written by Shampa debnath.