CCRT Scholarship – কেন্দ্র সরকারের নতুন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন নগদ 9000 টাকা।

CCRT Scholarship – কীভাবে আবেদন করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।

প্রথাগত লেখাপড়ার বাইরেও স্কলারশিপ (CCRT Scholarship) দেওয়ার বন্দোবস্ত রয়েছে। তার অর্থ, শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেই নয়, যেভাবে কারিগরি কোর্সের জন্যও স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, ঠিক সেই ভাবেই সংস্কৃতি ক্ষেত্রে শিল্পকলা বিষয়ক শিক্ষার্থীদের স্কলারশিপ (Cultural Scholarship) দেওয়ার বন্দোবস্ত করেছে ভারত সরকার। সাধারণত উচ্চশিক্ষা গ্রহণের জন্য টাকার অভাব যাতে কোনো সমস্যা তৈরি না করে, সেই দিকে নজর দিয়েই কেন্দ্র এবং রাজ্য।

Advertisement

উভয় সরকারের তরফেই মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কলারশিপের (CCRT Scholarship) ব্যবস্থা করা হয়। সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি একাধিক সংস্থাও বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। এবার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সৃজনশীল বিষয়ের উপর শিক্ষার্থীদের প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে বৃত্তি দেওয়ার মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে।

Advertisement

নতুন প্রকল্প রাজ‍্যের, সবাইকে 2 লক্ষ টাকা দেবে সরকার, জানুন কীভাবে পাবেন?

দেশ জুড়ে বৈচিত্রপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের ভান্ডার রয়েছে। কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে বহু শিল্পকলা, লোকশিল্প অবলুপ্তির দিকে এগিয়ে চলেছে। যাতে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা যায় এবং সেই সমস্ত শিল্পকলার প্রচার ও প্রসার ঘটানো যায়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে।

নৃত্য, সঙ্গীত, লোকশিল্প, বিভিন্ন ধরনের শিল্পকলার ঐতিহ্য প্রচারের উদ্দেশ্যে শৈল্পিক প্রতিভার বিকাশ ঘটানোর জন্য শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতি বছর ৬৫০ জন শিক্ষার্থীকে এই সাংস্কৃতিক বৃত্তি দেওয়া হয়।সেক্ষেত্রে SC,ST,OBC, General Category এবং Performing Arts-এর সঙ্গে যুক্ত পরিবারের পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে আসন বরাদ্দ রয়েছে।

এই স্কলারশিপ এর নাম- সেন্ট্রাল কালচার ট্যালেন্ট সার্চ স্কলারশিপ (Central Culture Talent Search Scholarship) এই স্কলারশিপে আবেদনের জন্য মূল যোগ্যতা হল, আবেদনকারী শিক্ষার্থীকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, গুরু, ওস্তাদ বা শিক্ষকের কাছে শিল্পকলা সংক্রান্ত কোনো বিষয়ের ওপরে প্রশিক্ষণ নিতে হবে। পারিবারিক বার্ষিক আয় ৮ হাজার টাকার কম হতে হবে। আবেদনকারী শিক্ষার্থী স্কলারশিপ এর জন্য বিবেচিত হলে টিউশন ফি হিসেবে বছরে ৩০০০ টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে।

১০ থেকে ১৪ বছর বয়সী তরুণ-তরুণীরা এই স্কলারশিপ (CCRT Scholarship) এর জন্য আবেদন করতে পারবে।
সেন্ট্রাল কালচার ট্যালেন্ট সার্চ স্কলারশিপে (CCRT) আবেদন
করতে হলে indiaculture.nic.in এবং ccrtindia.gov.in এই ওয়েবসাইটে লগইন করে আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে দরকারি ডকুমেন্টসহ এই ঠিকানায় জমা দিতে হবে।
Centre for Cultural Resources and Training(CCRT), 15A, Block-D, Sector-7, Dwarka,New Delhi-110075.

প্রাথমিকে 2016 সালের পর নিয়োগ পাওয়া সমস্ত শিক্ষকদের তালিকা চাইলো আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button