Jio Laptop – Dell, HP, Apple-এর মাথায় হাত! জলের দরে ল‍্যাপটপ লঞ্চ করলো রিলায়েন্স জিও।

Jio Laptop – কত দাম? কি কনফিগারেশন সব কিছু জানতে হলে পড়ুন বিস্তারিত।

মাঝেমধ্যেই চমক দিতে দেখা যায় রিলায়েন্সকে (Jio Laptop). টেলিকম ক্ষেত্রে ব্যবসা শুরুর সময় তো একেবারে মোবাইল ফোনের বাজারে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। সবচেয়ে কম দামে মাসিক কিস্তির বিনিময়ে ইন্টারনেট সুবিধা সমেত মোবাইল ফোন দেশের প্রায় প্রতিটি স্তরের মানুষের হাতে তুলে দেওয়ার মত ব্যবস্থা করে দিয়েছিল রিলায়েন্স (Reliance) টেলিকম ক্ষেত্রের বহু কোম্পানি VI, Airtel,BSNL সহ অন্যান্যদের কড়া টক্করের মুখে একেবারে ব্যাকফুটে ফেলে দিয়েছিল।

Advertisement

এবার তারাও পরবর্তীতে লড়াই দেওয়া শুরু করেছে। তবে এবার রিলায়েন্স জিও-র (Jio Laptop) তরফে ফের বৃহৎ মাপের বেশ কিছু কোম্পানিকে প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হয়েছে। Dell, Apple, Lenovo, Asus,HP- এর মত বৃহৎ ল্যাপটপ নির্মাণকারি (Laptop Making Company) কোম্পানিগুলোকে কড়া টক্করের মুখে ফেলে দিল Reliance Jio লঞ্চ করতে চলেছে রিলায়েন্স জিও ল্যাপটপ (Reliance Jio Laptop)

Advertisement

কেন্দ্র সরকারের নতুন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন নগদ 9000 টাকা।

সবচেয়ে বড় বিষয়, যথেষ্ট কম দামের মধ্যে রিলায়েন্স জিওবুক এই ল্যাপটপ পাওয়া যাবে। এত কম দামে ল্যাপটপ পাওয়া দেশের বাজারে বিরাট সাড়া ফেলে দেবে। Reliance Jiobook Laptop এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে বলে যে সেখানে ফিচারগুলিতে কোনো পরিবর্তন হবে, তা কিন্তু নয়। যথেষ্ট উন্নত মানের ফিচারসহ Reliance Jiobook বাজারে লঞ্চ হতে চলেছে। আর এত কম দামের মধ্যে বাজারে ল্যাপটপ আসার ফলে বহু সাধারণ ব্যবহারকারীরাও যথেষ্ট সুবিধা পাবেন। একটি Apple iPhone-এর থেকে অনেক কম দামে বাজারে পাওয়া যাবে এই রিলায়েন্স জিও বুক ল্যাপটপ।

Reliance Jiobook Laptop Features একবার দেখে নেওয়া যাক। কি কি থাকছে এতে:
4G LTE Support
Welcome Snapdragon 665 Processor
১১.৬ ইঞ্চির HD Display
৫০০০ MAH ব্যাটারি, যা ৮ ঘণ্টা সাপোর্ট দেবে।
2GB RAM,32GB Storage, ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
WIFI Support
HDMI Port
Addreno 610GPU
৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং সিম সাপোর্ট।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, এই প্রথম এতো সুবিধা দেওয়া হলো।

রিলায়েন্স জিও বুক ল্যাপটপ আগের পুরনো সংস্করণের থেকে অনেক পোর্টেবল এবং হালকা হবে। এর ওজন হবে ৯৯০ গ্রাম। যা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট সুবিধাযুক্ত। এবার দাম কত হতে পারে, জেনে নেওয়া যাক:
Reliance Jio-র তরফে যে Jiobook Laptop লঞ্চ করা হচ্ছে, তার দাম ১৬ থেকে ১৭ হাজার টাকা কমবেশি হতে পারে বলেই জানা যাচ্ছে। আর শুধুমাত্র রিলায়েন্স জিও স্টোরে এই ল্যাপটপ পাওয়া যাবে না। Amazon-এর মত ই-কমার্স প্লাটফর্মেও উপলব্ধ  হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button