Kotak Kanya Scholarship 2022 – সব মেয়েরা পাবে 1 লক্ষ 50 হাজার টাকা স্কলারশিপ।

শিক্ষার্থীদের সাহায্যের জন্য বারবারই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারি এবং বেসরকারি সংস্থা। এর আগেও বহু বেসরকারি সংস্থা এগিয়ে এসেছে এবার কোটাক মাহিন্দ্রা গ্রুপ। কোটাক মাহেন্দ্রা গ্রুপ নিয়ে এসেছে কন্যা সন্তানদের জন্য Kotak Kanya Scholarship 2022। এই স্কলারশীপে উচ্চমাধ্যমিক থেকে কলেজের ছাত্রীরা পাবে 1লক্ষ 50 হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ।

Kotak Kanya Scholarship 2022 পেতে আবেদন পদ্ধতি জেনেনিন।

স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
আর এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক স্তরে ছাত্রীকে 85 শতাংশ নাম্বার পেতে হবে এবং ছাত্রীর পরিবারের আয় বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকতে হবে।

প্রয়োজনীয় নথি:
আবেদনকারীর উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট, শেষ পরীক্ষার রেজাল্ট, আধার কার্ড ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতা জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি, পরিবারের ইনকাম সার্টিফিকেট, যদি পিতা মাতা না থাকে তাহলে তার সার্টিফিকেট, কলেজে এডমিশনের রিসিট, বয়সে প্রমাণপত্র।

কিভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। Kotak Kanya Scholarship 2022 এর ওয়েবসাইটে যেতে হবে সেখানে মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগইন করে ফর্মে যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবে সেগুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে এরপর ফর্ম ফিলাপ হয়ে গেলে অবশ্যই এটি একটি প্রিন্ট আউট কবে বার করে রাখবেন। এছাড়া যদি আরো কিছু জানতে হয় তবে আপনি কোটাক মাহেন্দ্রা গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন।

Leave a Comment