Aikyashree Scholarship – পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়ারা আবেদন করলেই পাবেন 16,000 টাকা পর্যন্ত। যোগ্যতা ও নিয়মাবলী জেনে নিন

পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়ারা ঐক্যশ্রী স্কলারশিপ তথা Aikyashree Scholarship এ আবেদন করলেই টাকা পাবেন। কারা যোগ্য?
মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য সরকারি, বেসরকারি বিভিন্ন স্কলারশিপ রয়েছে। স্কলারশিপ মূলত দেওয়া হয় মেধাবী ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। অনেক সময় দেখা যায় অনেক মেধাবী ছাত্র ছাত্রী অর্থের অভাবে বেশিদূর পড়াশুনা করতে পারেনা। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই এই স্কলারশিপ পদ্ধতি চালু করা হয়েছে।

Advertisement

Aikyashree Scholarship 2024 how to apply online

আজকে যে Scholarship কথা বলব তার নাম Aikashree Scholarship. মাধ্যমিক পাস করেই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারেন। মুখ্যমন্ত্রী পরিচালিত এই স্কলারশিপ মূলত দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম (WBMDFC) দ্বারা Aikyashree Scholarship শুরু করা হয়েছে।

Advertisement

ঐক্যশ্রী স্কলারশিপে কত টাকা করে বৃত্তি পাবেন

মাধ্যমিক পাস করেই পেয়ে যেতে পারেন 16,000 টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পাস করলেও রয়েছে 33,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তার সুবিধা।
কোর্সের ওপর নির্ভর করে টাকার পরিমাণ।

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ

আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ তারিখ 31 মে 2024।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাড়াও প্রথম শ্রেনী থেকে পি এইচ ডি পর্যন্ত আপনি Aikyashree Scholarship এ আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কোন শ্রেণীতে কেমন বৃত্তি পাবেন দেখে নিন একনজরে :-

1) প্রাক-ম্যাট্রিক বৃত্তি (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রদের জন্য)
ক্লাস 1 থেকে 5 পেয়ে যাবেন – 1000 টাকা
ক্লাস 6 থেকে 10- 5,500 টাকা আর যদি হোস্টেলে থাকা হয় তাহলে 11,000 টাকা।

2) পোস্ট-ম্যাট্রিক বৃত্তি (একাদশ শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য)
ক্লাস 11 থেকে 12- 10,200 আর হোস্টেলে থাকলে 11,900 টাকা। কারিগরি ও বৃত্তিমূলক কোনো কোর্সের জন্য 13,500 টাকা আর হোস্টেলে থাকলে 15,200 টাকা। ইউজি এবং পিজি- 6,600 আর হোস্টেলে থাকলে 9,600 টাকা।
পোস্ট ম্যাট্রিক (এম.ফিল/পিএইচডি)- 9,300 টাকা আর হোস্টেলে থাকলে 16,500 টাকা।

3) মেরিট কাম মিনস স্কলারশিপ (ইউজি এবং স্নাতকোত্তর স্তরে কারিগরি/প্রফেশনাল কোর্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন এবং সিএ- এইসবের জন্য 27,500 টাকা আর হোস্টেলে থাকলে 33,000 টাকা।

4) ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রামের অধীনে (টেকনিক্যাল/প্রফেশনাল কোর্স ব্যতীত একাদশ থেকে পিএইচডি)- 2,550 টাকা আর হোস্টেলে থাকলে 4,900 টাকা।

আরও পড়ুন: RBI এর নির্দেশে ভারতে চালু হচ্ছে নতুন ব্যাংক। গ্রাহকদের লাভ হবে? রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে নিন

Aikyashree Scholarship-এ আবেদন করতে কিছু যোগ্যতার পরিচয় দিতে হয়। সেগুলো হলো :-

প্রাক-ম্যাট্রিক বৃত্তি (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রদের জন্য)

১) আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
২) ছাত্রদের অবশ্যই প্রথম থেকে দশম শ্রেণীতে ভর্তি হতে হবে।
৩) আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী শ্রেনীর ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
৪) শিক্ষার্থীর পারিবারিক আয় অবশ্যই 2 LPA বা তার কম হতে হবে।
৫) শিক্ষার্থীকে অবশ্যই বাংলা মিডিয়াম পড়াশুনা করতে হবে।

পোস্ট-ম্যাট্রিক বৃত্তি (একাদশ শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য)

১) আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
২) একাদশ থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন।
৩) আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
৪) পারিবারিক আয় ₹2 LPA র কম হওয়া উচিত।

মেরিট কাম মিনস স্কলারশিপ (ইউজি এবং স্নাতকোত্তর স্তরে কারিগরি/প্রফেশনাল কোর্স)

১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
২) শিক্ষার্থীদের অবশ্যই একটি কারিগরি/পেশাগত কোর্সে (Aikyashree Scholarship) ভর্তি হতে হবে।
৩) আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
৪) ছাত্রের পারিবারিক আয় ₹2.5 LPA-এর বেশি হওয়া উচিত নয়।
৫) যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন কিন্তু পড়াশুনার জন্য রাজ্যের বাইরের প্রতিষ্ঠানে কারিগরি/প্রফেশনাল কোর্স করছেন তারা আবেদনের যোগ্য নন।

আবেদন পদ্ধতি

১) অনলাইনে আবেদন করতে হবে তারজন্য প্রথমে Aikyashree Scholarship এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
২) তারপর Student Area অপশনে ক্লিক করুন।
৩) এখন ‘Fresh Registration 2023-24’ এ ক্লিক করুন।
৪) তারপর আপনার ইনস্টিটিউটের জেলা নির্বাচন করুন।

৫) এরপর আপনার ডিটেইলস লিখুন যেমন শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ব্যাঙ্কের বিশদ বিবরণ ইত্যাদি।
৬) যে ক্লাসে বা কোর্সে ভর্তি হবেন সেই ইনস্টিটিউটের অবস্থান, বর্তমান ক্লাস/কোর্স, শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নম্বর এগুলো লিখুন।
৭) রেজিস্ট্রেশন করার পর, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৮) বর্তমান ঠিকানা, অন্যান্য বিশদ সহ বাংলার শিক্ষা পোর্টাল আইডি, আধার নম্বর লিখুন। প্রতিষ্ঠানের নাম, বোর্ডের নাম, কোর্সের সময়কাল লিখে Save and Proceed-এ ক্লিক করুন।
৯) এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লিখুন।
১০) সমস্ত তথ্য ঠিক আছে কিনা চেক করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করুন। তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে।

সময় বেশি নেই তাই আপনি যদি উপরের যোগ্যতা গুলো পূরণ করতে পারেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য নিয়মিত এই পেজ ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button