PM Svanidhi Yojana – এই প্রকল্পের সুবিধা পেতে কীভাবে আবেদন করবেন জানুন।
করোনা মহামারীর প্রকোপে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি প্রায় শেষ হয়ে যায়। সেই জন্য প্রধানমন্ত্রী (PM Svanidhi Yojana) সেই সকল ব্যবসায়ীদের পুঁজি বৃদ্ধিতে শুরু করেন PM Svanidhi Yojana বা স্বনির্ভর তহবিল স্কিম। বিশেষ করে যেসব হকার ব্যবসায়ী এবং যাদের ব্যবসা মূলত রাস্তার ওপর ভিত্তি করে, তাদের সুবিধার্থে এই প্রকল্প চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই স্কিমের আওতাভুক্ত ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা করে দেওয়া হবে অতি অল্প সুদে।
তবে ব্যবসায়ীরা চাইলেই 20,000 টাকার কম 10,000 টাকা এবং সর্বাধিক 50,000 টাকা পর্যন্ত নিতে পারেন ব্যবসাসূত্রে তাদের অ্যাকাউন্টে। ক্ষুদ্র ব্যবসায়ীদের (PM Svanidhi Yojana) নিজের ব্যবসা বৃদ্ধিতে কোনো প্রকার গ্যারান্টি ছাড়াই এই লোন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কীভাবে এই প্রকল্পের আবেদন করতে পারবেন, জানতে বিস্তারিত প্রতিবেদনটি পড়তে থাকুন।
সোনার দামের বিরাট পতন, কম দাম থাকতে কিনে ফেলুন পছন্দের গয়না, জানুন আজকের রেট কত?
কত টাকা ঋণ পাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা?
স্বনির্ভর তহবিল স্কিম এর আওতায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী 50,000 টাকা পর্যন্ত loan পেতে পারবেন। প্রাথমিক ভাবে 10,000 টাকা এই স্কিমের অধীনে যেকোনো ব্যবসায়ী loan পেতে পারবেন যা শোধ করার পর আবার লোনের জন্য আবেদন করতে পারবে সেই ব্যবসায়ী। এর সঙ্গে ব্যবসায়ী অতিরিক্ত ভর্তুকিও পাবেন।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
এই স্কিমের আওতাভুক্ত হতে আবেদন করতে পারবেন ছোট সেলুন, পানের দোকান, ছোট জুতোর দোকান, ছোট সবজি বিক্রেতা, স্ট্রিট ফুড, রুটি তড়কা বিক্রেতা, ডিম বিক্রেতা, ফল বিক্রেতা, স্টেশনারি দোকানদার, ফেরিওয়ালা এই সকল শ্রেণীর ক্ষুদ্র ব্যবসায়ীরা।
কীভাবে আবেদন করতে হবে?
অনলাইনের মাধ্যমেই আপনাকে আবেদন করতে হবে এই স্কিমের জন্য। কেন্দ্রীয় সরকারের (PM Svanidhi Yojana) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে তিনটি অপশন আসবে। কতো টাকার loan গ্রাহক নেবে সেই অনুযায়ী টাকার অপশন সিলেক্ট করতে হবে তাকে। প্রথমে মোবাইল নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে এবং তারপর ক্যাপচা ফিল আপ করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম আসবে স্ক্রীনে যেটিকে গ্রাহককে সম্পূর্ণ ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তাহলেই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে।
Primary TET 2022 উত্তীর্ণদের সুখবর দিলেন WBBPE পর্ষদ সভাপতি। নিয়োগ শুরু হচ্ছে!