Gold Price – সোনার দামের বিরাট পতন, কম দাম থাকতে কিনে ফেলুন পছন্দের গয়না, জানুন আজকের রেট কত?

Gold Price – সোনা-রূপার বাজার দর কত? সোনা কেনার আগে অবশ্যই জেনে নিন বর্তমান বাজারদর।

বর্তমান দিনে মূল্যবৃদ্ধির বাজারে নিজের শখের জিনিস তা গহনা (Gold Price) হোক বা পছন্দের পোশাক কেনা বিলাসিতার সমান হয়ে দাঁড়িয়েছে। বলা হয়ে থাকে, সোনার গয়না মেয়েদের খুব প্রিয় গহনা। শুধু সাজার জন্য নয়, প্রয়োজনের সময় সোনার জিনিস কাজেও লাগে। শুধুমাত্র মেয়েদের নয় এই ধাতু সকলেরই প্রিয়। কিন্তু বর্তমানে এর দাম ক্রমাগত বেড়েই চলেছে। আর বাড়তে বাড়তে তা আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। উচ্চবিত্ত পরিবারের কাছেও সোনার জিনিস কেনা অসুবিধার হয়ে গেছে। সেখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষরা তো এই নিয়ে ভাবতেও পারেন না।

Advertisement

কিন্তু বাঙালি বিয়েতে একটু হলেও সোনার জিনিস (Gold Price) দেওয়ার রীতি রয়েছে। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের কাছে এই রীতি মানা প্রায় অসম্ভব। তাই খেটে খাওয়া মানুষদের সম্বল সিটি গোল্ড আর ইমিটেশনের গয়না। তবে এমন মানুষদের জন্য রয়েছে সুখবর। বেশ কয়েকটা সময় পর অবশেষে সোনার দাম বেশ কিছুটা কমেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সাধ্যের মধ্যেই এখন সোনার দাম‌। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

মাত্র 900 টাকায় কম কারেন্ট বিল আসার ফ্যান তৈরী পশ্চিমবঙ্গে। সারা মাসে 10 টাকা কারেন্ট বিল।

অন্যান্য দেশের তুলনায় ভারতীয় বাজারে সোনার (Gold Price) গয়নার চাহিদা বেশি। যে কোনো রকম আচার অনুষ্ঠানে মেয়েরা নিজেদের সোনার গয়নায় সাজাতেই বেশি পছন্দ করেন। এখন তো এই ব্যাপারে ছেলেরাও পিছিয়ে নেই। আর দেরি না করে যত দ্রুত সম্ভব সোনার গয়না বানিয়ে নিন। কারণ বর্তমানে এই দাম সাধ্যের মধ্যে থাকলেও, হঠাৎ কখন বেড়ে যায় তার ঠিক নেই।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেট বর্তমান আজ 21 আগস্ট, 2023। কেমন থাকবে আজকে সোনার বাজারমূল্য? আজ 21 আগস্ট বিশেষ কোনো দামের পরিবর্তন দেখা যাচ্ছেনা সোনা- রুপোর। গত 20 আগস্ট, রবিবার 1 কেজি রুপোর দাম 73300 টাকা ছিল। আজ 21 আগস্ট, 2023 এর নিরিখে 1 কেজি রুপোর দাম একই আছে অর্থাৎ 73300 টাকা।

22 ক্যারাট সোনার দাম 20 আগস্ট, রবিবার ছিল 10 গ্রাম 22 ক্যারাটে 54100 টাকা। আজ 21 আগস্ট, সোমবার সমপরিমাণ সোনার দাম একই আছে। 24 ক্যারেট সোনার ক্ষেত্রে, 10 গ্রাম 24 ক্যারাট সোনার মূল্য গত 20 আগস্ট ছিল 59020 টাকা। আজ 21 আগস্ট তারিখে সমপরিমাণ সোনার মূল্য 59020 অর্থাৎ একই আছে।

শত অভাবের মধ্যেও পশ্চিমবঙ্গে ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। কাদের কত বাড়ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button