PM Vishwakarma Yojana : বিশ্বকর্মা পূজো উপলক্ষে নতুন প্রকল্প ঘোষণা করলো সরকার, প্রত্যেক দিন মজুরেরা পাবেন 15000 টাকা করে।

PM Vishwakarma Yojana : কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে, জানুন বিস্তারিত।

কেন্দ্র ও রাজ্য থেকে বিভিন্ন রকম প্রকল্পের (PM Vishwakarma Yojana) ঘোষনা বারংবার হতেই থাকে। তেমনি স্বাধীনতা দিবসের দিন নরেন্দ্র মোদী ঘোষনা করেছিলেন একটি প্রকল্পের কথা যেটি পি এম বিশ্বকর্মা যোজনা নামে পরিচিত। এর মাধ্যমে উপকৃত হবেন নাপিত, মুচি, কর্মকার, কামার, ধোপা, রাজমিস্ত্রি, স্বর্ণকার, তাতি প্রভৃতি ওবিসি ক্যাটাগরির ব্যক্তিগণ। প্রধানত কারিগর ও শিল্পী স্তরের মানুষদের তাদের জীবিকার ওপর আগ্রহ বাড়িয়ে তোলার জন্য মোদীর এই নতুন পদক্ষেপ। আগামী ১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজোর দিন থেকে এই প্রকল্প চালু করবেন মোদী সরকার। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারে প্রথম এই প্রকল্পের চালু করবেন বলে জানা যায়।

Advertisement

সূত্র মারফত জানা যায়, পি এম বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) জন্য যে সমস্ত বিজ্ঞাপন, ব্যানার, আরোও অনেক সকল মার্কেটিং কাজের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র। এছাড়া ২০২৪ থেকে ২০২৮ সাল অবধি এই প্রকল্পের জন্য মোট কেন্দ্র তরফে খরচ হতে চলেছে ১৩ হাজার কোটি টাকা।

Advertisement

বিশ্বকর্মা প্রকল্পের (PM Vishwakarma Yojana) মাধ্যমে কারিগর ও শিল্পী সম্প্রদায়ের মানুষদের মোদী সরকার ১৫০০০ টাকা করে দেবেন সাথে তাদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। সেই প্রশিক্ষণ চলবে ৫ দিন ধরে। প্রশিক্ষণ শেষে এই প্রকল্পের যারা থাকবে সরকার থেকে সার্টিফিকেট দেওয়া হবে । https: //diupmsme.upsdc.gov.in/ এই লিংকে ক্লিক করে নাম নথিভুক্ত করা যাবে।

দারুণ খবর! পুজোর আগে কলকাতায় সোনার দামে ভারী পতন, আগামী 7 দিনে দাম আরও কমবে।

শুধু তাই নয় প্রশিক্ষণ চলা কালীন সবাই কে ৫০০ টাকা করে স্টসিফেন দেওয়া হবে। মূলত তাদের কাজ করার আগ্রহ কে বাড়ানোর জন্য সরকারের এই প্রকল্প। ৫ দিনের প্রশিক্ষণ শেষে আরেকটি কোর্স দেওয়া হবে যেটি ১৫ দিনের জন্য একটি অ্যাডভান্সড ট্রেনিং কোর্স।

প্রতিটি কারিগর ও শিল্পীদের কাজের জন্য সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান করা হবে। এই আইডি কার্ড এর মাধ্যমে তারা প্রথম ধাপে ১ লাখ টাকা ও দ্বিতীয় ধাপে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা পেতে পারেন সরকার থেকে । তবে এই আর্থিক অর্থের ওপর ৫ পার্সেন্ট সুদ কেটে নেওয়া হবে সরকার থেকে।
সেই সঙ্গে মোদী সরকারের ঘোষণা অনুযায়ী প্রকল্পের অধীনে থাকা সমস্ত কারিগরদের টুলকিট ভাতা ১৫০০০ টাকা করে পাচ্ছেন।

তবুও তারা যদি তাদের ব্যাবসার আরও প্রসারের জন্য সরকার থেকে ঋণ নিতে চান সেটাও নিতে পারেন তার জন্য কোনো কিছু বন্ধক রাখতে হবে না। অর্থাৎ বিনা জমানতে এই তারা ঋণ নিতে পারবেন। আরেকটি সুবিধাও তারা পাচ্ছেন সেটি হলো তাদের এই প্রতিটি আর্থিক লেনদেন পিছু ১ টাকা করে পাবেন।

আগামী ১৭ ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী কারিগর ও শিল্পী জনগোষ্ঠীর জন্য এমনই এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন বিশ্বকর্মা পূজোর (PM Vishwakarma Yojana) প্রাক্কালে। তাদের জন্য তাদের ব্যাবসার সমৃদ্ধি ঘটাতে ও তাদের কাজের প্রতি আরও আগ্রহ কে ত্বরান্বিত করতে নরেন্দ্র মোদীর নয়া উদ্যোগ এই পি এম বিশ্বকর্মা যোজনা প্রকল্প।
Written by Shampa Debnath

ব্যাংক একাউন্টের টাকা হচ্ছে গায়েব। আধার প্রতাড়নার হাত থেকে কিভাবে বাঁচবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button