লাইনে না দাড়িয়ে, লোকাল ও রিজার্ভেশন ট্রেনের টিকিট কিভাবে কাটবেন।
যারা ট্রেনের নিত্যযাত্রী তাদেরকে প্রায় একটা জিনিস রোজই ভোগ করতে হয় সেটি হল লাইনে দাড়িয়ে, লোকাল ও রিজার্ভেশন ট্রেনের টিকিট সংগ্রহ। তাড়াহুড়োর সময় এই লম্বা লাইন আপনার অনেক সময় ট্রেন মিস করিয়েও দেয়। যদি হন আপনি নিত্যযাত্রী তাহলে আপনার নিশ্চয়ই মান্থলি রয়েছে সেক্ষেত্রে আপনাকে রোজ লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে হয় না। কিন্তু যদি আপনি মাঝে মাঝে যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টিকিট কেটে যেতে হয়।
কিভাবে কাটবেন ট্রেনের টিকিট?
তবে আর আপনাকে এই লম্বা লাইন পার করে টিকিট কাটতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি এখন আপনার সব থেকে বড় বন্ধু। সব সমাধানই এর কাছে আছে। তাহলে এই সামান্য সমস্যা সমাধান করতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারে। ইন্ডিয়ান রেলওয়ে এক বিশেষ সংস্থা। শুধুমাত্র রেল পরিবহন সুন্দরভাবে রোজ সম্পন্ন করে তাই নয় এছাড়াও তারা যথেষ্ট চিন্তা করে যাত্রীদের নিয়ে।
যাত্রীদের পরিষেবা আর উন্নত করতে, এবং প্রতিদিন দীর্ঘ লাইন যাতে এড়ানো যায়, এই জন্য রেল তরফে নিয়ে আসা হয়েছে একটি অ্যাপ্লিকেশন। যার মাধ্যমে আপনি দূরপাল্লার ট্রেন কিংবা লোকাল ট্রেনের টিকিট সংগ্রহ করা বা রিজার্ভেশন সবই করতে পারবেন। এই অ্যাপটির নাম দিয়েছে UTS. এই একটি অ্যাপ থেকেই আপনি সমস্ত ট্রেনের টিকিট কাটতে পারবেন, কোনও লাইন না দিয়েই।
কিভাবে ব্যবহার করবেন অ্যাপটি?
প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে আপনাকে UTS অ্যাপটি ডাউনলোড করে নিজের ফোনে ইন্সটল করে নিতে হবে। এরপর আপনার লোকেশন অন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করতে হবে। ব্যাস আপনার অর্ধেক কাজ এখানেই শেষ। এরপর আপনি যখন যেখানে যেতে চান যাত্রার স্টেশন থেকে গন্তব্য স্টেশন ইনপুট করলে আপনার সামনে চলে আসবে ভাড়ার মূল্য।
আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই যে কোন একটি ব্যবহার করে পে করে দিলেই ট্রেনের টিকিট কাটতে সক্ষম হবেন। আপনার কাছে যদি রেল ওয়ালেট থাকে আপনি সেটির মাধ্যমেও পে করতে পারবেন। শুধু লোকাল ট্রেন নয় আপনি দূরপাল্লার ট্রেনেও অনায়াসে রিজার্ভেশন বা ট্রেনের টিকিট কাটতে পারবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটলে যে আপনার কাছে কোন হার্ডকপি থাকবে না তা নয়। আপনি যদি চান একটি পেপার টিকেট তাহলে আপনি এটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে পারবেন। সাইবার ক্যাফে বা আপনার প্রিন্টার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তাহলে আর অপেক্ষা করছেন কেন সবকিছুর মতো ডিজিটাল হয়ে উঠুন রেল টিকিট কাটার ক্ষেত্রেও।