প্যান কার্ড চালু নাকি বন্ধ, চেক করুন ঘরে বসে, জেনে নিন পদ্ধতি।

প্যান কার্ড আধার লিংক কাদের জন্য বাধ্যতামূলক নয়?

বর্তমান সময়ে প্যান কার্ড সাধারন মানুষের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র আয় করলেই হল না, প্রয়োজন হয় সঞ্চয়েরও। বর্তমানে সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি সঞ্চয়ের ক্ষেত্রে সাধারণ মানুষকে একাধিক সুবিধা প্রদান করে থাকে। পাশাপাশি অনলাইনের মাধ্যমেও আর্থিক লেনদেন সম্ভব। আর সব ক্ষেত্রেই প্রয়োজন হয় ব্যক্তির পরিচয়পত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র। তেমনি আধার ও প্যান আর্থিক লেনদেন বা সঞ্চয়ের জন্য প্রযোজ্য। আপনি কী ইতিমধ্যেই আধার ও প্যান লিংক করিয়েছেন? কিভাবে জানবেন লিংকের স্ট্যাটাস? অর্থাৎ এই দুটি কার্ড লিংকের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা?

গত 31 মার্চ, 2023 তারিখটি আধার ও প্যান লিংকের শেষ দিন ছিল। এই সময়ের মধ্যে অনেকেই লিংক সম্পন্ন করেছেন, আবার অনেকে করেননি। তবে আমরা সকলেই জানি, প্যান কার্ড ব্যাংক একাউন্টে টাকা জমা রাখতে প্রয়োজন হয়। তাছাড়া ই-ফাইলিং এও প্রয়োজন হয়। যদি কার্ড লিংক না করানো হয়, আর্থিক লেনদেন ও অন্যান্য ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। সেইমতো 31 মার্চ শেষ হওয়ার যাবে আয়কর দফতরের তরফে কার্ড লিংকের মেয়াদ আরো 3 মাস বাড়ানো হয়েছিল। অর্থাৎ গত 30 জুন, 2023 তারিখ ছিল আধার ও প্যান কার্ড লিংকের শেষ দিন। এরপর আর মেয়াদ বাড়ানো হবে না, এও জানানো হয়েছিল।

স্বল্প সঞ্চয় প্রকল্পে বাড়লো সুদের হার, জেনে নিন কোন ব্যাংকে কত সুদ দিচ্ছে।

জুলাই মাসের শুরু থেকে যাদের প্যান আধার লিংক করানো থাকবে না, তারা নানা সমস্যায় পড়তে লরেন। উল্লেখ্য, যাদের প্যান ও আধার লিংক করা বাধ্যতামূলক নয়, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
কিন্তু আপনার কী প্যান কার্ড লিংক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে? না বাতিল হয়েছে প্যান কার্ড? জানবেন কিভাবে?

বাড়িতে বসে মাত্র ছোট্ট একটি পদ্ধতিতেই জানতে পারবেন।
প্যান কার্ড Deactivate হয়েছে কিনা ভেরিফাই করার পদ্ধতি-
প্রথমে incometax এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। ‘Verify Your PAN’ অপশনে ক্লিক করতে হবে।

নতুন পেজ ওপেন হলে ব্যক্তির নাম, প্যান কার্ড নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে ‘Continue’ বাটনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। তা বসিয়ে ‘Validate’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই জানা যাবে প্যান কার্ড Active রয়েছে, না Deactivate হয়ে গেছে।
কাদের জন্য লিংক করা বাধ্যতামূলক নয়-

১) অসম, মেঘালয়, জম্মু ও কাশ্মীরের বসবাসকারী।
২) আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী প্রবাসী হলে।
৩) ভারতের নাগরিক নন।
৪) দেশের যেসকল নাগরিকের ৮০ বছর বা তার বেশি বয়স হলে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের বেতন আটকে গেল, কি কারনে জেনে নিন।

Leave a Comment