Liquor Shop License – মদের লাইসেন্সে 50% ছাড়! কীভাবে পাবেন? জানুন।
Liquor Shop License – এই কাজটি করলে পাবেন মদের লাইসেন্সে 50% ছাড়।
আমাদের দেশে যেকোনো অনুষ্ঠানে মদ (Liquor Shop License) খাওয়ার প্রচলন রয়েছে। অবশ্য এটি কোন রীতি বা নিয়ম নয়। মানুষ নিজের ইচ্ছায় পান করে। ভারতবর্ষে বছরে কোটি কোটি টাকার মদ (Liquor) বিক্রি হয়। এই ব্যবসায় লাভ খুব ভালো। তাই অনেকেই চান মদের দোকান খুলতে। কিন্তু ব্যবসা করতে গেলে লাইসেন্স (License) তো লাগবেই। মদের (Alcohol) দোকানের লাইসেন্সের (Liquor Shop License) চাহিদা প্রথম থেকেই বেশি। সহজে পাওয়া যায় না। তবে আমাদের দেশে এমন ১৮ টি জায়গা রয়েছে যেখানে এখনও পর্যন্ত কেউ মদের দোকান খোলার জন্য আবেদন করেনি। আপনাদের মধ্যে থেকে কেউ আবেদন করতে চাইলে, করতে পারেন। কারণ সরকারের পক্ষ থেকে এইসব জায়গায় ৫০ শতাংশ ছাড় রয়েছে।
দেশের প্রতিটি প্রান্তে অন্তত একটি করে মদের দোকান পেয়ে যাবেন। কোথাও হাসপাতাল আর স্কুল, কলেজ থাকুক বা না থাকুক মদের দোকান তো থাকবেই। তবে এখনও পর্যন্ত দেশের এই ১৮ টি জায়গায় মদের দোকান (Liquor Shop) খোলার জন্য লাইসেন্সের কেউ আবেদন করেনি। প্রতিবছর লাখ লাখ আবেদন জমা পড়ে মদের দোকানের লাইসেন্স -এর জন্য। কিন্তু সরকারের তরফ থেকে খুব কম সংখ্যক লাইসেন্স প্রদান করা হয়। এই কারণে অনেকে ঘুষ দিতেও রাজি থাকে। মদের দোকানের লাইসেন্সের ক্ষেত্রে বিস্তর প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়।
মাত্র ২০ টাকায় ভরপেট খাবার দেবে রেল, মেনুতে থাকছে বাহারি সব পদ, জানুন কোন কোন স্টেশনে পাবেন।
মদের দোকানের (Liquor Shop) জন্য লাইসেন্স (Liquor Shop License) পেতে গেলে একাধিক ডকুমেন্ট (Documents) জমা করতে হয়। আর মানতে হয় প্রচুর নিয়ম। যেখানে মদের ব্যবসা খুলতে অনেকে অতিরিক্ত টাকা দিতেও রাজি, সেখানে এই ১৮ টি জায়গায় মদের দোকান খুলতে কেউ লাইসেন্সের জন্য আবেদন করেনি। সাধারণত প্রথম ও দ্বিতীয় রাউন্ডের নিলামের মধ্যেই সমস্ত জায়গা বুক হয়ে যায়। কিন্তু এই সব জায়গায় ১৮ টি নিলামের পরেও কেউ লাইসেন্স নিতে রাজি হয়নি।
১৫ ই মার্চ সংঘটিত হয়েছিল প্রথম নিলাম। সেখানেই হয়েছিল ৯৫ টি ভেন্ড বিডিং। ঘটনাটি ঘটেছে চন্ডিগড়ে (Chandigar)। ১৮ টি জায়গায় ১৮ রাউন্ড নিলামের পরেও যখন কেউ মদের দোকান খোলার লাইসেন্স নিতে রাজি হয়নি, তখন বাধ্য হয়ে সরকার এখানকার দর ৫০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তা সত্বেও কেউ আবেদন করেনি।
আসলে দেশের অন্যান্য জায়গায় মদের ব্যবসা রমরমিয়ে চললেও, চন্ডিগড়ে খুব একটা লাভ হয় না। এর জন্য অনেকেই একমুখি ট্যাক্স পরিকাঠামোকে দায়ী করে থাকে। ২০২২-২৩ সালে চন্ডিগড় আবগারি ও কর বিভাগ মদের দোকান বিক্রির জন্য নিলাম শুরু করে। এই নিলামে ৯৬ টি মদের দোকান বিক্রির কথা ছিল। কিন্তু নিলামের ৭ রাউন্ড পরে মাত্র ৯৩ টি দোকান বিক্রি হয়েছিল।
লটারি জিততে চাইলে আজই এই কৌশলে টিকিট কাটুন, আর নিশ্চিত পুরষ্কার জিতুন।