Indian Railways – ট্রেনের ভীড় কমাতে আরও 200 টি স্পেশাল ট্রেন চালু ভারতীয় রেলের, কোন রুটে কটি ট্রেন বাড়লো?
দূরে ঘুরতে যাওয়ার জন্য সবথেকে কম খরচে যাওয়ার জন্য একমাত্র বাহন হলো ট্রেন। তবে এই ট্রেনের (Indian Railways) টিকিট পাওয়া নিয়ে ভোগান্তির শেষ নেই। বিশেষ করে এই উৎসবের মরশুমে দূর্গাপূজা, দীপাবলি ও ভাইফোঁটা মধ্যে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে চাহিদা ছিল তুঙ্গে। তবে সমস্ত অনুষ্ঠান চলে যাওয়ার পরও এখনো ছট পূজা রয়েছে।
Indian Railways Announce 200 New Train.
আর অনেকেই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে। এই উৎসবের জন্যই বাড়িতে ফেরে সমস্ত মানুষ। কারণ সারাবছর বাইরে থাকলেও উৎসবের সময়ে পরিবারের সাথে কাটাতে চান। আর এই কারণেই ট্রেনের টিকিটের (Indian Railways) চাহিদা বেড়ে যায়। অনেকে অনেক মাস আগে থেকেও টিকিট কেটে ও টিকিট কনফার্ম হয়না। তখন একপ্রকার নিরাশা নিয়েই বসে থাকতে হয়।
সেইজন্যই রেলের (Indian Railways) তরফে আরও ২০০ টি স্পেশাল ট্রেনের ঘোষনা করলেন। এবার ছট উপলক্ষ্যে উত্তর ও মধ্যভারতগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, হাওড়া ও শিয়ালদহ রুট মিলিয়ে প্রায় ১৮৫টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এছাড়া হাওড়া, আসানসোল, মালদহ এবং ভাগলপুর রুটে স্পেশাল ট্রেন চালানো হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যাত্রীদের যাত্রা সুরক্ষিত করতে এবং টিকিটের চাহিদা যাতে মেটানো যায় সেইদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। যাতে টিকিট বুক করার সাথে সাথেই টিকিট পেয়ে যান সেদিকেই চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ছট পুজো উপলক্ষে দেশের একাধিক স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে রেল কর্মীর সংখ্যাও।
পিছিয়ে যাবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা! টেস্ট পরীক্ষার মধ্যেই বড় খবর।
ফলে যারা ছট পূজায় নিজের বাড়ি ফিরতে চাইছেন কিংবা এই ছুটিতে দূরে কোথাও ভ্রমণ করতে চাইছেন তাদের আর টিকিট নিয়ে চিন্তায় থাকতে হবেনা। খুব সহজেই টিকিট বুক করে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। টিকিট নিয়ে অযথা ভয়ের আর কোনো কারণ নেই।
Written by Shampa Debnath.