Share Market – শেয়ার বাজারে 1 লাখ টাকা ইনভেস্টে 5 বছরে রিটার্ন পান 3.81 কোটি। 1 বছরে কত রিটার্ন পাবেন?
শেয়ার বাজার বা Share Market নামটা খুবই শোনা যায়। শেয়ার মার্কেটে এমন অনেক শেয়ার সংস্থা আছে যারা ভালো রিটার্ন দেয়। আজকে তেমনি একটি সংস্থার রিটার্ন নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে। অনেকেই শেয়ার বাজারে ইনভেস্ট করেন। কিন্ত ভালো রিটার্ন দেখে ইনভেস্ট করাটা খুবই বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধরে অপেক্ষা করা এবং সঠিকটা তুলে নেওয়া শেয়ার বিনিয়োগকারীদের একটি প্রধান গুন হতে হয়। কারণ এই সমস্ত শেয়ার খুঁজে পাওয়া খুবই কঠিন।
Penny Stock Return 1 lakh in Share Market
বিনিয়োগকারীদের একাংশ সবসময় মাল্টিব্যাগার স্টকগুলিতে ফোকাস রাখেন। এই ধরনের স্টকে বিনিয়োগকারীদের অর্থ ন্যূনতম দ্বিগুণ হয়ে থাকে। অনেক সময় দেখা যায়, বিনিয়োগ করা অর্থ কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। স্বভাবতই বিনিয়োগকারীরা স্টক মার্কেটে সবসময় মাল্টিব্যাগারগুলির উপর নজর রাখেন।
জানা যাচ্ছে, শেয়ার বাজার বা Share Market এর স্মলক্যাপ কোম্পানির স্টকেই এমন বিপুল অঙ্কের মাল্টিব্যাগার রিটার্ন আসে, আর এই স্টকগুলির মধ্যে সম্প্রতি জানা গিয়েছে এমনই একটি মাল্টিব্যাগার স্টকের নাম যেখানে ৫ বছরের মধ্যে ৩৮০০ শতাংশ রিটার্ন এসেছে।
হজুর মাল্টি প্রজেক্ট
শেয়ার বাজার বা Share Market এ আপনি যদি ধৈর্য সহকারে লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে অবশ্যই ভালো রিটার্ন পাবেন। মার্কেটে এমন স্টক রয়েছে যেগুলিতে অনেক বিনিয়োগকারী অল্প টাকা বিনিয়োগ করেই কোটিপতি হয়েছেন।
আজকের এই প্রতিবেদনে আমরা যে শেয়ার বাজার বা Share Market এর স্টক সম্পর্কে আলোচনা করবো সেটি হল “হজুর মাল্টি প্রজেক্ট লিমিটেড” শেয়ার। এই শেয়ার বিগত কয়েক বছরেই বিনিয়োগকারীদের ১৬,০০০% রিটার্ন দিয়েছে। বিনিয়োগকারীদের বিপুল পরিমান রিটার্ন দিয়ে এটি এখন Multibagger Stock এ পরিণত হয়েছে।
কত বিনিয়োগ করলে কত টাকা পাবেন?
জানা যাচ্ছে, শেয়ার বাজার বা Share Market এর হাজুর মাল্টি প্রজেক্ট এর এই শেয়ারে কেউ যদি ১ লাখ টাকা ৫ বছর আগে বিনিয়োগ করতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হাতে হাতে ৩.৮১ কোটি টাকা পেতেন বিনিয়োগকারীরা। অর্থাৎ যা কিনা ৩৮০০ শতাংশ রিটার্ন। কারণ এই সংস্থা দিচ্ছে বিপুল পরিমাণে রিটার্ন।
রেশন কার্ড হোল্ডারদের জন্য সুখবর! 1 লাখ টাকা পর্যন্ত বিনা সুদে লোন ও 1 হাজার টাকা ভাতা দেবে সরকার।
৬ মাসের মধ্যে এই স্টকের দাম ১৩০ টাকা থেকে বেড়েছে হয়েছে ৩৮১ টাকা। অর্থাৎ যা কিনা প্রায় ১৯০ শতাংশ। শেষ এক বছরে ৯৯.৬০ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৮১ টাকা। হিসেব করলে দেখা যাবে ২৮০ শতাংশ রিটার্ন এসেছে এই শেয়ারের দামে।
৫ বছর ধরে একটু একটু করে দাম বেড়েছে যেমন ৬ মাস আগে এই শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে রিটার্ন আসত ২.০৯ লাখ টাকা। আর ১ বছর আগে এই হাজুর মাল্টি প্রজেক্টসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করলে আজকের দিনে আপনি ৩.৮০ লাখ টাকা পেতেন। আর ৫ বছর আগে থেকে যদি আজ পর্যন্ত কেউ এই শেয়ারে বিনিয়োগ করে তা ধরে রাখতেন তাহলে তিনি হাতে হাতেই ১ লাখ টাকার বিনিময়ে পেতেন ৩.৮১ কোটি টাকা।
ধীরে ধীরে আরও উদ্ধগতি হবে এই শেয়ারের দাম। তাই চাইলে আপনিও দেখে শুনে বিনিয়োগ করতে পারেন। তবে এখানে শুধু তথ্য তুলে ধরা হয়েছে। কোনো ব্যক্তিকে বিনিয়োগ করার জন্য প্ররোচনা বা উৎসাহিত করা হচ্ছেনা। শেয়ার বাজার বা Share Market এর বিনিয়োগ সর্বদা ঝুঁকিপূর্ণ তাই আপনি আপনার ঝুঁকি বুঝে তারপর নিজের দায়িত্বে বিনিয়োগ করুন।
Written by Shampa Debnath.