Dearness Allowance – পশ্চিমবঙ্গের DA নিয়ে বড় সিদ্ধান্ত। 14 লাখ সরকারি কর্মীর ভবিষ্যৎ।

রাজ্য সরকারি কর্মচারীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারের সাথে যে আন্দোলন চলছে বেশ বছরখানেক ধরে তার নিষ্পত্তি যেন হচ্ছেনা। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ থেকে এই আন্দোলন কোর্ট চত্বর অবধি পেরিয়েছে তবুও রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কথার সাথে একমত হতে এখনো পারেননি।

Advertisement

West Bengal Dearness Allowance for Govt Employees

যেখানে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেই চলেছেন সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সমতুল্য Dearness Allowance বা DA পাওয়ার দাবি জানায় কিন্তু রাজ্য সরকার মাত্র প্রথমে ২ শতাংশ ও পরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অসন্তোষের জন্য আরও ২ শতাংশ মোট ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেন।

Advertisement

যদিও রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন সামনেই লোকসভা ভোট তাই মাত্র ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বাড়ানোর হয়েছে যাতে তারা খুশি থাকে। কিন্ত এইটুকু DA বৃদ্ধি নিয়ে খুশি নন তারা সেটা জানিয়ে দিয়েছেন তারা। কারণ অনেকদিন ধরেই কেন্দ্রের হারে DA বাড়ানোর দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবি না মেটা অবধি তাদের আন্দোলন জারি থাকবে।

রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের DA ফারাক অনেক। যেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা পান ৪৬ শতাংশ। এবং এটিও খুব তারাতারি ৫০ শতাংশে পৌঁছবে। তখন রাজ্য ও কেন্দ্রের DA এর ফারাক হবে ৩৬ শতাংশ। অন্যদিকে রাজ্য সরকার এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।

তবে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি ভাস্কর ঘোষ বলেন “রাজ্য সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় হারে Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা দিতে হবে রাজ্যকে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ীই সেই ডিএ-র হার নির্ধারণ করতে হবে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিগত ১২ বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে। দুটো কমিশন বাবদ আমাদের বকেয়ার পরিমাণ ৮২ শতাংশ”।

ভলান্টিয়ারদের জন্য নতুন নিয়ম জারি করল সরকার। এখন নিজের প্রয়োজনে বদলি নিতে পারবে কর্মীরা।

কেন্দ্র ছাড়াও অন্যান্য রাজ্য Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা পরিমাণ প্রায় কেন্দ্রের সমান করেছে কিন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১০ শতাংশ DA দিয়ে থাকেন। যেটা ইতিমধ্যে আরও ৪ শতাংশ বেড়ে ১৪ শতাংশ। তবে এই বাড়ানো ৪ শতাংশ DA কার্যকর হবে মে মাস দিয়ে। এই মূল্য বৃদ্ধির বাজারে বাজার দরের সাথে এত কম DA নিয়ে পেরে ওঠা সত্যি কষ্টকর।

অন্যদিকে কেন্দ্রীয় সরকার মার্চেই আরও ৪ শতাংশ বাড়াবে তাই তাদের DA পরিমাণ হবে ৫০ শতাংশ। যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকদিন ধরেই আশা করেছিলেন। সেই আশা পূরণ হতে চলেছে তাদের। কিন্ত রাজ্য সরকারি কর্মচারীরা কবে তাদের স্বপ্ন স্বার্থক হতে দেখবেন সেটাই চিন্তার বিষয়।

Pension and Gratuity - পেনশন এবং গ্রাচুইটি

তাদের দাবি ৩৬ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে হবে সেখানে মাত্র ৪ শতাংশ বৃদ্ধি করে বরঞ্চ রাজ্যের অর্থনৈতিক ক্ষতি টেনে আনছেন মুখ্যমন্ত্রী এই কথাও বলেন সরকারি কর্মীরা। সাথে তাদের আন্দোলন আরও তীব্র হতে চলেছে সেইদিকে ইঙ্গিত দেন। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ সরকারি কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

কর্মচারীরা অফিসে যাবেন কিন্ত কোনো কাজ করবেন না। এছাড়া মার্চের ৩ তারিখ একটা মিছিলের কর্মসূচি নেওয়া চলছে বলে জানা যাচ্ছে। মিছিল চলবে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে। সেখানে সভার আয়োজন করবে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। মার্চের ৬ এবং ৭ তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকার কর্মসূচি নেওয়া হচ্ছে তারসাথে।

পশ্চিমবঙ্গে আরও একদফায় DA বাড়বে। সরকারি কর্মীরা কত টাকা বেশি বেতন পাবেন?

বিশেষ করে আন্দোলনের হুশিয়ারি আনা হচ্ছে সামনেই লোকসভা ভোট আর তার আগেই সরকারি কর্মীরা তাদের দাবি জানিয়ে আরোও একবার সরকারের কাছে বুঝিয়ে দিতে চান তারা থেমে থাকার নয়। মাত্র ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ্য ভাতা পেয়ে তাদের মন খুশি হওয়ার নয় যতক্ষণ কেন্দ্রের সমতুল্য DA তারা না পাচ্ছেন এই আন্দোলন বাড়বে বৈকি কমবেনা।

আর এমন তীব্র আন্দোলনের জন্য সরকার লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়বেন বলে মনে করা হচ্ছে। দেখা যাক আন্দোলন কতটা স্বার্থকতা এনে দিতে পারে সরকারি কর্মচারীদের। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button