Jio Free Deta – 40 জিবি ফ্রী ডেটা দিচ্ছে জিও, কীভাবে পাবেন জানুন?
Jio Free Deta – বিনামূল্যে 40 জিবি ডাটা পাওয়া যাবে জিও নেটওয়ার্কে, গ্রাহকদের জন্য নতুন উদ্যোগ।
জিও নেটওয়ার্ক (Jio Free Deta) এর পরিষেবা গ্রহণ করছেন যেসব গ্রাহক, তাদের জন্য কতৃপক্ষ নিয়ে এসেছে এক দারুণ সুখবর। এক নতুন অফার চালু করেছে জিও কতৃপক্ষ যেখানে আপনি পেয়ে যেতে পারবেন 40 জিবি পর্যন্ত ডাটা বিনামূল্যে। BSNL এর পরে জিও এর এই নতুন প্ল্যান গ্রাহকদের জন্য অনেক সুবিধা নিয়ে আসছে।
জিও কোম্পানির (Jio Free Deta) কতৃপক্ষ মুকেশ আম্বানি সম্প্রতি একটি নতুন অফার সংযোগ করেছেন তাদের ডাটা অফারে। এই প্ল্যানটি জিও এর সকল সার্ভিস প্রোভাইডার কেন্দ্র থেকে দেওয়া হবে প্রিপেইড প্ল্যান এর সঙ্গে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে। এরজন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না গ্রাহকদের।
রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, পুজোর আগেই পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাসের পরিষেবা।
কোন্ প্ল্যানে বরাদ্দ হবে এই অতিরিক্ত ডেটা?
রিলায়েন্স জিও এর 999 টাকার আনলিমিটেড রিচার্জে এর প্ল্যানে আপনি পেয়ে যাবেন এই অতিরিক্ত ডেটা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। 999 টাকার এই প্ল্যানের মেয়াদ থাকবে 84 দিন। এই প্ল্যানে প্রতিদিন গ্রাহকরা পেয়ে যাবেন 3জিবি পর্যন্ত ডেটা। অর্থাৎ 84 দিনে গ্রাহকরা মোট 258 জিবি ডেটা পেয়ে যাবেন।
এবার বাকি 40 জিবি ডেটা (Jio Free Deta) প্ল্যানিং গ্রাহকদের ulimited planning এর সাথে যুক্ত হবে। অর্থাৎ গ্রাহকরা মাসে মোট 298 জিবি ডেটা পেয়ে যাবে। L এরসঙ্গে, প্রতিদিন গ্রাহকরা 100 টি নরমাল মেসেজ করতে পারবে। তাহলে, এখন আপনিও কি জিও নেটওয়ার্ক এ শিফট করতে চলছেন!
পশ্চিমবঙ্গের কর্মীদের ছুটির মেয়াদ বাড়লো। আরও বেশি পাবেন স্থায়ী ছুটি।