LPG – রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, পুজোর আগেই পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাসের পরিষেবা।

LPG – পাইপ এর সংযোগে রান্নার গ্যাস পৌঁছে যাবে আপনার বাড়িতে, জেনে নিন কীভাবে।

কাঠকয়লার ব্যবহার এখন অতীত যেনো, রান্নার গ্যাসের (LPG) সহজলভ্যতা এখন দেশের প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে। গৃহবধূদের রোজকার রান্নায় ঝক্কিতে যেনো অনেক কষ্ট লাঘব করে দিয়েছে LPG এর সুব্যবস্থা। সেই জন্যই, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির পরও, এর ব্যবহারের কোনো প্রকার হ্রাস ঘটতে দেখা যাচ্ছে না। তবে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে এবার নতুন উদ্যোগ নিয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার কে। এই প্রকল্পে পাইপ লাইনের মাধ্যমেই প্রত্যেক গৃহস্থের ঘরে ঘরে এবার পৌঁছে যাবে রান্নার গ্যাস। ইতিমধ্যেই এই প্রকল্পের বাস্তবায়নের তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

কেনো এই উদ্যোগ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার?
পাইপ লাইনের দ্বারা রান্নার গ্যাসের (LPG) সরবরাহ পদ্ধতি তুলনামূলক ভাবে অধিক সুরক্ষিত এবং সুবিধাজনক বলে জানানো হয়েছে সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। যার ফলে গ্রাহক দের হঠাৎ রান্নার গ্যাস ফুরিয়ে গেলে বিপাকে পড়তে হবে না বা সিলিন্ডার পরিবর্তনের ঝক্কি থেকে মুক্তি পাওয়া যাবে। গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটার মত আশঙ্কার সম্ভাবনাও অনেক কমে যাবে বলে জানা যাচ্ছে। দিন দিন রান্নার গ্যাসের দ্রব্যমূল্যের কষ্টের থেকে বাঁচতে এই পদ্ধতি গ্রাহকদের জন্য অধিক সাশ্রয়ীও হবে।

ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনলো RBI! সবাইতো এটাই চাইছিল।

কোথায় প্রথম চালু হতে চলেছে এই পরিষেবা?
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে গ্যাসের সরবরাহ এর এই নতুন খবর। পশ্চিমবঙ্গের বেশির ভাগ মানুষেরই অনুমান কলকাতা বা তার পার্শ্ববর্তী কোনো এলাকায় এই পরিষেবা প্রথম শুরু হতে চলেছে। তবে না এই অনুমান সত্যিই নয় কারণ পাইপ লাইনের এর গ্যাস সরবরাহের প্রথম পরিষেবা চালু হতে চলেছে কোচবিহারে।

মোদীর নতুন প্রকল্প বিশ্বকর্মা যোজনা, কোটি কোটি মানুষ কি সুবিধা পাবেন?

ইতিমধ্যেই কোচবিহার মিউনিসিপ্যালিটি এই খবর টি নিয়ে সুপরিকল্পনা শুরু করে দিয়েছেন। খুব শীঘ্রই তাদের তরফ থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সম্পন্ন করছে কোচবিহার মিউনিসিপ্যালিটি , এই প্রকল্পের বাস্তবায়নের উদ্দেশ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button