কিছুদিন আগেই রিলায়েন্স কোম্পানি এই বিজ্ঞপ্তি জারি করেছিল যে ৩ জুলাই থেকে সমস্ত রিচার্জ প্ল্যান (Jio Recharge) এর দাম অনেকটাই বেড়ে যাবে। আর এই খবরেই মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিদের পকেটে অনেক চাপ বাড়বে এই নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছিল সাধারণ মানুষজন। তবে এই মুহূর্তে জানা যাচ্ছে, রিলায়েন্স জিও তে এমন একটি প্ল্যান রয়েছে যেটাতে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন 23 দিনের আনলিমিটেড ডেটা ও কলের সুযোগ।
New Jio Recharge Plan 23 Days Free Call and Data
আজকের এই প্রতিবেদনে এই প্ল্যান সম্পর্কে জানাবো আপনাদের তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। রিলায়েন্স জিও এই বছরেই তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন একটি অফার চালু করেছে। আর সে প্ল্যানটি হলো আপনি যদি ২,৯৯৯ টাকার বার্ষিক রিচার্জ করেন তাহলেই পেয়ে যাবেন একসঙ্গে অনেক বেনিফিটস। এই ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানটিতে আপনি আনলিমিটেড কল ও ডেটা ছাড়াও অনলাইন শপিং, ট্রাভেল ফুড ডেলিভারি ইত্যাদি অনেক কিছুতেই অফার পাবেন। এই ভ্যালিডিটি থাকবে এক বছর।
কি কি সুবিধা থাকছে
১) এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২.৫ জিবি ডেটা অর্থাৎ মোট ৯১২.৫ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।
২) এছাড়াও এই রিচার্জ প্ল্যানটিতে ৫জি ডেটা স্পিড পেয়ে যাবেন।
৩) জিও-এর এই রিচার্জ বা Jio Recharge প্ল্যানটিতে Swiggy তে অর্ডার করলে ১০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা। এছাড়াও Ajio, Netmeds-তেও বাড়তি ডিসকাউন্ট ও অফার পেয়ে যাবেন গ্রাহকরা। রিলায়েন্স ডিজিটাল থেকে কেনা হোম অ্যাপ্লায়েন্সে এবং অডিও প্রোডাক্টসেও ১০ শতাংশ ছাড় পাবেন।
৪) সবচেয়ে যেটি সুবর্ণ সুযোগ পাচ্ছেন সেটা হলো কোম্পানির তরফ থেকে ২৩ দিনের ফ্রিতে অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ, একবছরের জন্য এই প্ল্যানটিতে রিচার্জ (Jio Recharge) করলে আপনি ভ্যালিডিটি শেষ হওয়ার পরেও পরবর্তী ২৩ দিন ফ্রিতে আনলিমিটেড ডেটা ও কলের সুযোগ পাবেন তাহলে আর দেরি না করে এখুনি করে ফেলুন।
আরও পড়ুন, রিচার্জের দাম বৃদ্ধির পর, লিমিটেড ও আনলিমিটেড নতুন রিচার্জ প্ল্যান এর তালিকা।
এই প্ল্যানটি রিচার্জ করতে হলে কি করবেন
(১) প্রথমে নিজেদের স্মার্টফোনে MyJio অ্যাপটি ডাউনলোড করতে হবে।
(২) এরপর সেখান থেকে রিচার্জ ট্যাবটি খুলতে হবে।
(৩) রিচার্জ ট্যাবে গিয়ে ২,৯৯৯ টাকার প্ল্যানের অফারটিতে ক্লিক করতে হবে।
(৪) এরপর আপনি যে জিও নম্বর দিয়ে রিচার্জ করবেন সেই নাম্বার ইনপুট করতে হবে।
(৫) এরপর নেট ব্যাঙ্কিং, ইউপিআই পদ্ধতি কিংবা কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। তাহলেই অ্যানুয়াল প্ল্যানটি এক্টিভেট হয়ে যাবে।
সম্প্রতি যে হারে জিও রিচার্জ বা Jio Recharge দাম বেড়েছে তাতে এই একবছরের ২,৯৯৯ টাকার জিও প্ল্যানটি রিচার্জ করলে আপনি অনেক বেনিফিটস্ এর সাথে অতিরিক্ত ২৩ দিনের ফ্রি সুবিধা পাচ্ছেন।
Written by Shampa Debnath.