Mahila Samman Savings Certificate – মহিলাদের নগদ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সঞ্চয় প্রকল্পের সুবিধা জেনে নিন।
কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম জনকল্যাণমুখী প্রকল্প সূচনা করেছেন তার মধ্যে অন্যতম এই প্রকল্প Mahila Samman Savings Certificate. এ সমস্ত প্রকল্পের মাধ্যমে দেশের জনসাধারণ অনেকটাই আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরই কেন্দ্রীয় সরকার আরো অনেক নতুন স্কিমের উদ্যোগ নিয়েছেন। তেমনই তিনি দেশের মেয়েদের জন্য নতুন একটি অভিনব স্কিমের সূচনা করেছেন।
Post Office Mahila Samman Savings Certificate
এই স্কিমের (Mahila Samman Savings Certificate) মাধ্যমে মেয়েরা কি কি সুবিধা পেয়ে থাকবে, এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্যতা কি আছে এ সমস্তই তথ্য জানতে এ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। প্রত্যেকটি ব্যক্তি ভবিষ্যতের জন্য নিজের উপার্জনের টাকা থেকে কিছুটা অংশ বিনিয়োগ করেন কোন প্রতিষ্ঠানে। তবে টাকা বিনিয়োগের ক্ষেত্রে সবার আগে দেখে নেন সেই প্রতিষ্ঠানটি বিশ্বস্ত ও সুরক্ষিত কিনা!
তাই যে কোন বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান বা অন্যান্য বিনিয়োগ প্রতিষ্ঠানের থেকে সরকারি অধিকৃত প্রতিষ্ঠান অনেকটাই বিশ্বস্ততার দিক থেকে প্রথম সারিতে থাকে। আর এমনই সরকারি অধিকৃত আর্থিক প্রতিষ্ঠান হল পোস্ট অফিস। অনেক বছর ধরেই এ পোস্ট অফিস বিভিন্ন স্কিম চালু করেছেন যেগুলোতে বিনিয়োগ করে মেয়াদ শেষে একটি নির্দিষ্ট লাভজনক রিটার্ন পাওয়া যায়।
পোস্ট অফিস শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই আলাদা আলাদা স্কিম নিয়ে এসেছে। আজকের প্রতিবেদনের যে স্কিমটি সম্পর্কে আলোচনা করব সেটি হল শুধুমাত্র মেয়েদের জন্য। পোস্ট অফিসের স্মল সেভিংস যোজনার বা Mahila Samman Savings Certificate অন্তর্গত এই নতুন স্কিমটির নাম হল মহিলা সেভিংস সম্মান স্কিম যোজনা। মাত্র দু বছরের মধ্যেই ম্যাচিউরিটির টাকা পেয়ে যাবেন। মহিলাদের জন্য এই স্কিমে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। আপনি এই স্কিমে সর্বাধিক ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
এই প্রকল্পের উদ্দেশ্যই হল প্রধানত মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলা। বর্তমানে মহিলারা অনেকেই নিজের পায়ে দাঁড়িয়েছেন। যেসব মহিলারা চাকরি করে অর্থ উপার্জন করেন সেই অর্থের কিছুটা অংশ যদি এই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে মাত্র দু বছরের মধ্যে তার টাকা পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। এছাড়া কোনো বাবা বা মা তার সন্তানের নামেও এই স্কিমে (Mahila Samman Savings Certificate) বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন, ইলেক্ট্রিক বিল নিয়ে চিন্তার দিন শেষ, সরকারে এই প্রকল্পে আবেদন করলে বিনামূল্যে বিদ্যুৎ পাবেন
এছাড়া এই স্কিমে (Mahila Samman Savings Certificate) উচ্চ সুদের হার ছাড়াও থাকছে, টিডিএসেও ছাড়। যেসব প্রবীর নাগরিকরা ভর্তুকির আওতায়, তাদের টিডিএসের টিডিএসের নিয়মে কোন পরিবর্তন হবে না। সুদের মাধ্যমে ৪০ থেকে ৫০ হাজার টাকা রোজগার করা যাবে। এই প্রকল্পে যদি কোন ভারতীয় মহিলা ২ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তার ৩২ হাজার ৪৪ টাকার সুদ হিসেবে মিলবে। ম্যাচিওরিটির পর হাতে পাবেন মোট ২,৩২,০৪৪ টাকা।
তাই এত সুবর্ণ সুযোগ হাতছাড়া না করাই ভালো। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন আর দু’বছর পরেই মোটা টাকা রিটার্ন পান। এই স্কিমে আবেদন করতে ইচ্ছুক হলে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করুন। সেখানেই আরো বিস্তারিতভাবে আবেদনের নিয়ম কানুন জেনে নিজ দায়িত্বে আবেদন করুন।
Written by Shampa Debnath.