KMDA Flat – মাত্র 9 লাখে সরকারী ফ্ল্যাট কিনুন। মধ্যবিত্তের স্বপ্ন পুরণ। কীভাবে বুক করবেন?
KMDA Flat In Barrackpore.
এখনকার যুগে জমি কিনে বাড়ি করা সে এক কঠিন ব্যাপার। তাই যদি অল্প মূল্যে বাড়ির মতনই ফ্ল্যাট (KMDA Flat) কিনতে পারা যায় তাহলেতো কথাই নেই। এখনকার যুগে ফ্ল্যাট কেনার ট্রেন্ড ভালই চলছে। নিজের টাকা দিয়ে কেনা একটা নিশ্চিন্ত ছাদ স্বপ্নের মতনই।
এমনই ফ্ল্যাট (KMDA Flat) কিনতে পারবেন আপনি বারাকপুরের মধ্যে। ব্যারাকপুরে সরকারি KMDA আবাসনের একটি প্রকল্প চলছে। তাতে এখনই আবেদন করা যাচ্ছে। খুব দ্রুত ফ্ল্যাট বিক্রির দ্বিতীয় দফায় বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, কিছুটা কম দামেই মিলতে পারে এই ফ্ল্যাট।
গ্রাহক টানতে অল্প দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো জনপ্রিয় এই ব্যাংক, জানুন নতুন রেট কত?
আর ৯৯ বছরের লিজে এই ফ্ল্যাট (KMDA Flat) মিলবে বলে জানা যাচ্ছে। তাই দেরি না করে স্বত্তর যোগাযোগ করুন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে। এখন থেকেই খোঁজখবর রাখতে পারেন। আর এখনকার ফ্ল্যাট কিনতে গেলে অনেক সময় প্রোমোটারের হাতে পড়তে হয়। এই ফ্ল্যাট কিনতে হলে সেই দিক থেকে বাঁচোয়া।
আর ব্যারাকপুর এমন একটি জায়গা যেখানে মাল্টিপ্লেক্স সিনেমাহল, শপিং মল থেকে শুরু করে হাসপাতাল, কলেজ সবই রয়েছে হাতের কাছে। আর স্টেশনের সামনেই হওয়ায় তো কথাই নেই। সবদিক থেকেই উত্তম।
তবে যেহেতু এটা সরকারি ফ্ল্যাট। তাই এই ফ্ল্যাট কেনার কিছু নিয়ম রয়েছে। তবে দাম কেমন আগে সেটা শুনে নেওয়া যাক।
ওয়ান বি এইচ কে ফ্ল্যাট (KMDA Flat) যদি নেন তার আয়তন থাকবে ৩১৫ বর্গফুট। আবেদন করতে হবে প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে। প্রভিশনাল লিজ প্রিমিয়াম থাকবে ৯ লাখ টাকা। আর টু বিএইচকের আয়তন থাকবে ৫৫৫ বর্গফুট। প্রথমে ৫০ হাজার দিয়ে আবেদন করতে হবে।
প্রভিশনাল লিজ প্রিমিয়াম থাকবে ১৫ লাখ ৬০ হাজার টাকা। গত বারের বিজ্ঞপ্তিতে একথা ছিল। চলতি বাজারদরের তুলনায় কিছুটা সস্তা বলেই মনে করছেন অনেকে। প্রসঙ্গত প্রথম দফায় একবার ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল। ফের দ্বিতীয় দফায় ফ্ল্যাট বিক্রির করা হবে।
ফ্ল্যাট কিনতে কিভাবে আবেদন করবেনঃ
প্রথমত, ফ্ল্যাট যিনি কিনবেন তাকে ভারতীয় নাগরিক হতে হবে।
দ্বিতীয়, তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে।
তৃতীয়, একজন ব্যক্তি একইসাথে দুটো ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারেন। তবে দুটো আবেদন আলাদা করে করতে হবে। তিনি ওয়ান বি এইচ কে ও টু বি এইচ কে দুটো ফ্ল্যাটের আলাদা আবেদন করতে পারবেন।
চতুর্থ, একই পরিবারের মানুষ হলে শুধু দুজন আবেদন করতে পারবেন। তার বেশি করা যাবে না।
পঞ্চমত, আবেদনকারী ব্যক্তির কলকাতা মেট্রোপলিটন এলাকায় তাঁর নিজস্ব কোনও বাড়ি, ফ্ল্যাট, হোম স্টে বা অ্যাপার্টমেন্ট থাকলে চলবে না। এগুলোর একটাও থাকলে তিনি আবেদন করতে পারবেন না।
ষষ্ঠ, আবেদনকারীর মাসিক আয় ৩০ হাজারের মধ্যে হতে হবে।
সপ্তমত, যদি কোনো ব্যক্তির দুটো ফ্ল্যাটের আবেদন করলে দুইটিই একইসাথে গ্রাহ্য হয় তবে তাকে প্রথমটি বেছে নিতে হবে। দ্বিতীয়টি ক্যানসেল করতে হবে। এই নিয়মগুলো মেনে খুব দ্রুত আবেদন করুন। এত ভালো জায়গায় এত কম দামে ফ্ল্যাট নইলে পূর্ণ হতে সময় লাগবেনা।
দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও চাকরির শুভযোগ।