WBBSE – নভেম্বর মাসে আরও 1দিন অতিরিক্ত ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গে। কবে বন্ধ থাকবে জেনে নিন।
WBBSE New Notice for November.
নভেম্বরের আজ ১২ তারিখ। আজ দীপাবলি। এমনিতেই এই সপ্তাহ পুরো দিপাবলী থেকে শুরু করে ছট পূজা পর্যন্ত স্কুল, কলেজ ছুটি (WBBSE) আছেই। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নভেম্বরের ২৫ তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল বন্ধ থাকবে। হটাৎ এমন সিদ্ধান্তের কারণ হলো সেদিন সারা রাজ্য জুড়ে SAS ( স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে) অনুষ্ঠিত হবে। তাই স্কুল খোলার পরেই আবার স্কুল বন্ধ রাখতে হবে। কোনো পড়াশুনা এবং পরীক্ষা কোনো কিছুই করানো যাবেনা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE) এর আগেও পত্র মারফত নির্দেশিকা দিয়েছিল। গত বছরের মত এ বছরেও ২৫ নভেম্বর রাজ্যের প্রতিটি সার্কেলের দশটি প্রাইমারি স্কুল এবং পাঁচটি আপার প্রাইমারি/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে (SAS) ২০২৩ অনুষ্ঠিত হবে।
মাত্র 9 লাখে সরকারী ফ্ল্যাট কিনুন। মধ্যবিত্তের স্বপ্ন পুরণ। কীভাবে বুক করবেন?
আর বলা হয়েছিল, এই বিদ্যালয়গুলির তৃতীয়, পঞ্চম, সপ্তম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নির্ধারিত শিক্ষা প্রদানের মাধ্যমে সার্বিক মূল্যায়নের জন্য এবং প্রতিকার মূলক পদ্ধতি অনুধাবন করে রাজ্যজুড়ে পঠন পাঠন ব্যবস্থার আরও উন্নতি ঘটাতে হবে।
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ কে অনুরোধ করা হয়েছিল উক্ত দিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখতে হবে। কারণ অনেক বিদ্যালয়কে SAS এর গঠনের স্থান হিসাবে নেওয়া হবে। আর বাকি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের SAS এর ইনভেস্টিগেশন করার জন্য নির্বাচন করা হয়েছে।
SAS এর লক্ষ্য হলোঃ
নির্বাচিত বিদ্যালয়ে তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা কিভাবে হচ্ছে সেটা বিশ্লেষণ করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কর্মক্ষমতা বিশ্লেষণ করা এবং অর্জনের স্তর মূল্যায়ন করা। আরও উন্নতি অর্জনের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ। এইসমস্ত কারণে আগামী ২৫ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
Written by Shampa Debnath.
প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর। লিংক না করলে ফোনে নেটওয়ার্ক থাকবে না।