Gas Cylender – গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা গোপন কোডের মানে কি? 99% লোকই পারবেন না।

Know About Gas Cylender Code.

গ্যাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। রান্না করার জন্য গ্যাস (Gas Cylender) ব্যাবহার অপরিহার্য। কিন্ত এই গ্যাস সিলিন্ডারের গায়ে যে সংখ্যার অঙ্ক লেখা থাকে তার অর্থ কি জানেন? এর অর্থ না জানলে আপনি অনেক বিপদে পড়তে পারেন। এছাড়া গ্যাসে সিলিন্ডার বাস্ট, আরও কিছু ক্ষেত্রে গ্যাস থেকে আগুন ধরার সম্ভাবনা থাকে।

Advertisement

যেকোনো মুহূর্তে ফেটে যেতে পারে গ্যাস সিলিন্ডার। অনেকের কাছেই অজানা যে, যে সিলিন্ডারে (Gas Cylender) এমনই একটি অনন্য কোড বা নম্বর লেখা থাকে যা গ্রাহককে সিলিন্ডার সম্পর্কে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের জানান দেয়। তবে এটি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকা উচিত। নাহলেই যেকোনো সময় বিপদ হতে পারে। তাই গ্যাস সিলিন্ডার নেওয়ার সময়, হ্যান্ডেলবারের প্লেটের ভিতরে লেখা নম্বরটি সবসময় দেখে নেওয়া উচিত।

Advertisement

ভাইফোঁটার প্রাক্কালে ব্যাপক হারে সোনার দাম কমালো মোদী সরকার, ভেঙ্গে গেল আগের সব রেকর্ড।

ওই নম্বরটি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। মূলত সিলিন্ডারের (Gas Cylender) বডিকে উপরের রিং বা হ্যান্ডেলের সঙ্গে সংযুক্ত করে গ্যাস সিলিন্ডারের যে ধাতব স্ট্রিপগুলি তার ভিতরের দিকে এই নম্বর বা কোড লেখা থাকে। এটি A, B, C এবং D এর মধ্যে একটি বর্ণানুক্রমিক সংখ্যা। লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি অক্ষর এক বছরের এক চতুর্থাংশ নির্দেশ করে।

A – জানুয়ারি-মার্চ মাসের জন্য
B – এপ্রিল-জুন মাসের জন্য
C – জুলাই-সেপ্টেম্বর মাসের জন্য
D – অক্টোবর-ডিসেম্বর মাসের জন্য

নতুন আইডি কোডে লেখা বর্ণমালাটি সিলিন্ডার টেস্টিংয়ের সময়কে নির্দেশ করে। উদাহরণ স্বরূপ বলা যায়, যদি সিলিন্ডারে A25 লেখা থাকে, তাহলে এর মানে হল 2025 সালে জানুয়ারি-মার্চ মাসের মধ্যে এটির টেস্টিং করা হবে। একইভাবে, যদি সিলিন্ডারে C27 লেখা থাকে তবে এর অর্থ হল বাধ্যতামূলক ওই পরীক্ষাটি 2027 সালের জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে করা হবে।

অর্থাৎ, অক্টোবর মাসে কোনো গ্রাহক যদি B23 অক্ষর যুক্ত সিলিন্ডার পেয়ে থাকেন। তাহলে তাঁকে অবশ্যই ডেলিভারি বয়কে তা ফিরিয়ে দিতে হবে। নইলে বিপদের আশঙ্কা থাকবে। তবে এই ঘটনা খুব কম ঘটেছে এমন দেখা যায়। তবে আগের থেকে সতর্ক থাকা উচিত। তাহলেই বড়ো কোনো বিপদকে উপেক্ষা করা যায়। তাই এবার থেকে বাড়িতে গ্যাস সিলিন্ডার আসলে আগে সিলিন্ডারের গায়ে লেখা কোড দেখে তবেই গ্যাস সিলিন্ডার নেবেন।
Written by Shampa Debnath.

প্রকাশিত হলো ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার রেজাল্ট। কে কে চাকরি পেল ক্লিক করে জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button