Ayushman Bharat – রাতারাতি বদলে গেল জনপ্রিয় সরকারী প্রকল্পের নাম। সুবিধা পেতে নতুন করে আবেদন করুন।
কেন্দ্র বা রাজ্য সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন রকম প্রকল্পের (Ayushman Bharat) ব্যাবস্থা করেন। তার মধ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক একটি প্রকল্প হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। এটি ২০১৮ সালে ২৩ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী চালু করেন। আয়ুষ্মান ভারত এই নামকরণটি তারই করা। এই প্রকল্পের অধীনে অনেক সাধারণ মানুষ যুক্ত রয়েছেন। দেশের প্রায় ১০ কোটির বেশি মানুষ এই প্রকল্পের আওতায় যুক্ত রয়েছেন।
Ayushman Bharat Yojana new name and its benefits.
নিজেরই তৈরি প্রকল্পের (Ayushman Bharat) নাম বদল করল নরেন্দ্র মোদী সরকার। পরিবর্তন হল কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের নাম। নতুন রাখা হল ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’। শনিবার ওই প্রকল্পের নাম বদল কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ‘আয়ুষ্মান ভারত স্বাস্থ্য এবং কল্যাণ’ প্রকল্পের নাম বদল হচ্ছে। নতুন নাম ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’। ওই প্রকল্পের নাম বদলের কথা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছেন এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১.৬ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে বছরে ৫ লাখ টাকা অবধি ছাড় দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে অনেক স্বাস্থ্যকেন্দ্র গঠন করা হয়েছে। সেইসব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় সাধারণ মানুষকে। প্রকল্পের অধীনে গত পাঁচ বছরে দেশে ১.৬ লাখের বেশি স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। এই প্রকল্পের (Ayushman Bharat) অধীনে যাদের এই প্রকল্পের কার্ড রয়েছে তারা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা পেতে পারেন।
ব্যাংকিং নিয়ম অমান্য করায় জনপ্রিয় এই 3টি ব্যাংককে কড়া শাস্তি রিজার্ভ ব্যাংকের।
তবে শনিবার একটি সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী এই প্রকল্পের (Ayushman Bharat) নাম বদলিয়ে নতুন নামকরণ করেছেন। নাম পরিবর্তন করে নতুন রাখা হল ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’। আগের প্রকল্পের ট্যাগ লাইন ছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। নতুন করে ট্যাগলাইন ও পরিবর্তন করা হয়েছে। নতুন ট্যাগ লাইন হলো ‘আরোগ্য পরমম ধনম’।
গত ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পে (Ayushman Bharat) ৮ হাজার টাকার বেশি খরচ করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে রাজ্যগুলিকে ভারত-স্বাস্থ্য ও ওয়েলনেস সেন্টারের পোর্টালে পুনঃব্র্যান্ডেড স্বাস্থ্য সুবিধা গুলির ছবি ও নতুন ট্যাগলাইন যুক্ত করার কথা বলা হয়েছে।
Written by Shampa Debnath.