Credit Suisse স্কলারশিপ এর মাধ্যমে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যান।
Credit Suisse স্কলারশিপ দেশের সকল পড়ুয়াদের জন্য খুশির খবর নিয়ে হাজির হল। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে সফল আবেদনকারী পড়ুয়ারা ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে চলেছে। আমাদের যুব সমাজকে দেশের ভবিষ্যৎ বলা হয়ে থাকে। এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের তরফে নানাবিধ আর্থিক সাহায্য প্রদান করা হয়।
Credit Suisse স্কলারশিপে আবেদন পদ্ধতি দেখে নিন।
এই সাহায্য প্রদান করার মূল উদ্দেশ্য হচ্ছে সকল মেধাবী গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র – ছাত্রীদের পড়াশুনার পথে এগিয়ে দেওয়ার জন্য। আমাদের দেশে এখনও পর্যন্ত কয়েক কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় টাকার অভাবের জন্য ইচ্ছে ও মেধা থাকলেও অনেকেই নিজেদের পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হয়।
Keep India Smiling Scholarship এর মাধ্যমে পেয়ে যান ৫০ হাজার টাকা।
Credit Suisse এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই সকল বিদ্যার্থীদের কাছে নিজেদের সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। Credit Suisse স্কলারশিপের জন্য শুধুমাত্র MBA – Master Of Business Administration এবং MA – Masters Of Arts এর বিদ্যার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন Credit Suisse একটি ইনভেস্টমেন্ট ব্যাংক এর স্থাপনা আজ থেকে ১৬৭ বছর আগে ১৮৫৬ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।
সুইজারল্যান্ড এর রাজধানী জুরিখে এই সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত আছে। এই আলোচনাতে আমরা আবেদনের যোগ্যতা, নিয়ম ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি।
Credit Suisse স্কলারশিপে আবেদনের যোগ্যতা ও আর্থিক মূল্যঃ-
১. শুধুমাত্র MBA ও MA নিয়ে পড়াশুনা করতে ইচ্ছুক বিদ্যার্থীরা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্য।
২. স্নাতক স্তরে সকল আবেদনকারীকে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
৪. ২০২০ সালে করোনা মহামারীর জন্য যদি কোন শিক্ষার্থীর বিদ্যা ব্যথিত হয়ে থাকে তারাও এর জন্য আবেদন করতে পারবে।
৫. বার্ষিক সর্বচ্চো ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আপনি পেতে পারেন।
Credit Suisse স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
১. আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
২. পাসপোর্ট সাইজ এর রঙিন ফটো।
৩. পরিবারের আয়ের প্রমানপত্র।
৪. MBA বা MA কলেজে ভর্তি হওয়ার প্রমানপত্র।
৫. নিজের নামে ব্যাংক অ্যাকাউণ্ট থাকা বাধ্যতামূলক।
৬. স্নাতকে পাস করার প্রমানপত্র।
৭. মহামারীর কারণে কোন শিক্ষার্থী নিজের অভিভাবককে হারিয়ে থাকলে অভিভাবকের মৃত্যুর প্রমানপত্র।
Credit Suisse স্কলারশিপে কিভাবে আবেদন করবেনঃ-
১. www.buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
২. নিজের মোবাইল নাম্বার বা ই – মেল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
৩. এর পরে Credit Suisse স্কলারশিপ অপশনে ক্লিক করতে হবে।
৪. স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে।
৫. একটি অনলাইন ফর্ম খুলে যাবে। সেখানে নিজের সকল তথ্য দিয়ে দিতে হবে।
৬. নির্ভুলভাবে সকল তথ্য দিয়ে দিতে হবে। কোন ধরণের ভুল থাকলে আপনার আবেদন বাতিল হতে পারে।
হাতে মাত্র 9 দিন, এমাসেই আবেদন করা যাচ্ছে এই 3 টি নতুন স্কলারশিপে।
৭. সকল নথিপত্রের সফট কপি আপলোড করতে হবে।
৮. সকল শর্তাবলি ভালো করে পরে নিয়ে একসেপ্ট বাটনে ক্লিক করতে হবে।
৯. সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।