টানা দুইদিন দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, চলবে না ATM ও, দুর্ভোগে পরতে চলেছে গ্রাহকেরা।

ব্যাংক ধর্মঘটের জন্য কি কি সুবিধা পাবেন না গ্রাহকেরা, দেখে নিন।

জানুয়ারি মাসের শেষের দিকে দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হল। টানা তিন দিন ধরে ব্যাহত থাকবে এই পরিষেবা সমস্যায় পরতে চলেছেন দেশের কোটি কোটি গ্রাহকেরা। এক পরিসংখ্যান অনুসারে দেশের ১৫৭ কোটি নাগরিকের অ্যাকাউণ্ট আছে। শুধু বন্ধ তাই নয়, এর সঙ্গে ATM পরিষেবাও বন্ধ থাকার ইঙ্গিত মিলেছে।

Advertisement

ফের SBI এর নতুন নিয়মে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, বাড়তে চলেছে EMI রেট।

UFBU – United Foram Of Bank Union মুম্বাইতে এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতে সারা দেশব্যাপী দুই দিনের জন্য ব্যাংক ধর্মঘটের প্রস্তাব দেওয়া হয়েছে। মুলত কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার জন্য এবং নিজেদের দাবি পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কর্মচারীদের মূল দাবি গুলি জেনে নেওয়া যাক।

Advertisement

ধর্মঘট ডাকার মূল কারণঃ-
১. প্রতি সপ্তাহে ৫ দিন কাজ করতে হবে।
২. অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন বৃদ্ধি করতে হবে।
৩. NPS – National Pension System বাতিল করে বেতন বৃদ্ধি করতে হবে।
৪. সকল খালি পদে স্থায়ী পদে নিয়োগ করতে হবে।
৫. সরকারকে এই ইউনিয়ন গুলির সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে।

এই ধর্মঘটে ২৮ শে জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত এই ধর্মঘট হতে চলেছে। সাধারণত ৩০ ও ৩১ জানুয়ারি ধর্মঘটের দিন ঘোষণা করা হয়েছে। কিন্তু ২৮ তারিখ চতুর্থ শনিবার এবং ২৯ তারিখ রবিবার হওয়ার জন্য বন্ধ থাকবে। এই জন্য টানা চার দিন ধরে পুরো দেশ জুড়ে ব্যাংকিং পরিষেবা সহ ATM পরিষেবাও ব্যাহত হতে চলেছে।

 সারা দেশে ব্যাংক ধর্মঘট, মহাসংকটে দেশবাসী। কবে কবে ব্যাংক বন্ধ জেনে নিন।

এই ধর্মঘট এর জন্য শেষমেশ সমস্যার সম্মুখীন হতে চলেছে সাধারণ নাগরিকরা। এই পরিস্থিতি থেকে বাঁচতে ২৮ তারিখের আগে নিজের সকল বাঙ্কিং কাজ সম্পন্ন করে ফেলুন নইলে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button