মহিলাদের জন্য LIC নিয়ে এলো এক অভিনব স্কীম, 87 টাকা বিনিয়োগে পান 11 লাখের রিটার্ন।
LIC হলো যার সম্পূর্ণ নাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি সবথেকে পুরনো ও নামকরা একটি অর্থৈতিক সংস্থা। আর সমস্ত ব্যক্তি পছন্দ করে কম সময়ে বিনিয়োগ করে বেশি সুদ সহ রিটার্ন পেতে। আর তাই এল আই সি কে বেছে নেয় অনেকেই। মানুষের অর্জিত উপার্জনের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার জন্য সবথেকে উল্লেখযোগ্য ও ভরসাযোগ্য যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান হয় সেটা এল আই সি। আর এখানে পুরুষ, মহিলা ও শিশু সবার জন্য টাকা ইনভেস্ট করা যায়। তবে এখন মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম চালু করেছে LIC.
LIC Aadhaar Shila Yojana.
সেই সমন্ধে বিশদে জানা যাকঃ
এই স্কিমের নাম হলো LIC আধার শিলা যোজনা। এটি শুধুমাত্র মহিলাদের জন্য একটি নন-লিঙ্কযুক্ত জীবন বীমা পণ্য। এই পরিকল্পনাটি ম্যাচিউরিটির পরে যিনি বীমা করেছেন সেই ব্যক্তিকে একটি গ্যারান্টিযুক্ত অর্থ রিটার্ন করে থাকে। একই সঙ্গে পলিসিহোল্ডার মারা গেলে সেই ব্যক্তির অর্থ পরিবারকে দেওয়া হবে।
এই স্কিমে আপনি কত রিটার্ন মানি পাবেনঃ
এলআইসি আধার শিলা যোজনার এই স্কিমে আপনি মাত্র ৮৭ টাকা দিনে বিনিয়োগ করতে পারেন। আর সেই অর্থের পরিবর্তে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ রিটার্ন পেতে পারেন। ধরা যাক, যদি কোনও ৫৫ বছর বয়সী ব্যক্তি পরবর্তী ১৫ বছরের জন্য প্রতিদিন ৮৭ টাকা বিনিয়োগ করেন তবে প্রথম বছর শেষে তার মোট অবদান হবে ৩১,৭৫৫ টাকা। ১০ বছরের মধ্যে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩,১৭,৫৫০ টাকায়। পরিশেষে, পলিসিহোল্ডার যখন ৭০ বছর বয়সে পৌঁছাবেন, তখন তিনি মোট ১১ লক্ষ টাকা পাবেন।
কপাল পুড়লো Jio-র! একদম ফ্রীতে 4G, 5G ইন্টারনেট দিচ্ছে নতুন কোম্পানী।
বয়সসীমা ও সময়সীমাঃ
এই স্কিম পেতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ৮ বছর এবং সর্বাধিক বয়সসীমা ৫৫ বছর। সবথেকে কম ১০ বছরের জন্য আপনি বিনিয়োগ করতে পারবেন। এটি সর্বাধিক ২০ বছর পর্যন্ত হতে পারে। আর এই স্কিমে সর্বোচ্চ ৭০ বছর অবধি আপনি সময় পাবেন। এবং বিনিয়োগকারীরা ন্যূনতম ৭৫,০০০ টাকা বিনিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন। আর সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা রয়েছে।
পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য নতুন নিয়ম ঘোষণা শিক্ষা দপ্তরের। না মানলে বেতন আটকে যাবে।
এই বিশেষ সুবিধা যুক্ত স্কিম মহিলাদের জন্য একটি অন্যতম বিশেষ সুবিধা প্রদান করবে। অল্প করে অর্থ জমিয়ে একবারে বেশি টাকা লাভের জন্য। আরও বিস্তৃত ভাবে জানতে সামনের LIC অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Written by Shampa Debnath.