LIC New Policy 2022 – এলআইসিতে টাকার বৃষ্টি, মাত্র 200 টাকা বিনিয়োগে হয়ে যান লাখপতি।

নতুন বছরে LIC New Policy দিচ্ছে দারুণ সুযোগ, ২০০ টাকা জমা করে পেয়ে যান লক্ষাধিক টাকা ফেরত। জেনে নিন এই প্রকল্প সম্বন্ধে। বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই চিন্তিত নিজের ও নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে। আর ভবিষ্যৎ সুরক্ষিত করার এক মাত্র উপাদান হল আর্থিক সুরক্ষা। আজকের দিনে অর্থের থেকে বেশি শক্তি আর কিছুতে নেই বলে মনে করেন অনেকে।

Advertisement

LIC New Policy 2022 -তে কীভাবে বিনিয়োগ করলে পাবেন এই টাকা, দেখেনিন।

বিচার করতে গেলে কথাটা খুব একটা ভুল বলা চলে না। তাই দেশের সকল নাগরিকদের ও তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য LIC New Policy– Life Insurance Corporation Of India র পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এমন এক প্রকল্প যার মধ্যে আপনি বিনিয়োগ করে এককালীন মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এই আলোচনায় শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

LIC যাকে আমরা বাংলায় “ভারতীয় জীবন বিমা নিগম” নামে জানি। ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই সংস্থার স্থাপনা করা হয়েছিল। এর মুল লক্ষ ছিল দেশের সকল প্রান্তের জনগনকে খুব অল্প খরচে জীবন বিমা পরিষেবার অন্তর্ভুক্ত করা। এরই সঙ্গে সঙ্গে বর্তমানে এল আই সি সকল নাগরিকের কাছে বিনিয়োগের এক বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে।

বছর শেষে সেরা অফার দিলো LIC, নাম মাত্র বিনিয়োগেই পান 36 হাজার টাকা।

এক পরিসংখ্যান অনুসারে গ্রাহক সংখ্যা প্রায় ২৯ কোটি ছাড়িয়ে গেছে। এই আলোচনাতে আমরা LIC New Policyর “জীবন প্রগতি প্ল্যান” নিয়ে আলোচনা করতে চলেছি। এটি একটি ডেথ বেনিফিট যোজনা। যার মাধ্যমে আপনি এককালীন ২৮ লক্ষ টাকা ফেরত পেতে পারেন। IRDAI – Insurance Regulatory And Development Authority Of India র স্বীকৃত এই পলিসি। তাই নিরাপদে আপনারা এখানে নিজের আমানত জমা রাখতে পারবেন।

এই পলিসিতে টাকা রাখার নিয়মঃ-
১. ১২ – ৪৫ বছরের মধ্যে সকল ভারতীয় নাগরিক এই প্ল্যানে টাকা রাখতে পারবেন। ৪৫ বছরের বেশি কেউ টাকা রাখতে পারবেন না।
২. পলিসি হোল্ডারকে নুন্যতম ১২ বছরের জন্য টাকা জমা রাখতে হবে। ২০ বছর অব্দি কেউ চাইলে টাকা জমা দিতে পারেন।
৩. চাকরিজীবী বা ব্যাবসায়ী সকলেই এই প্ল্যানের সুবিধা গ্রহন করতে পারেন।

LIC New Policyর জীবন প্রগতি প্ল্যানের সময় চলাকালীন আমানতকারির মৃত্যু হলে তার পরিবারের সদস্যকে এই জমা অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে। ৫ বছর বাদে বাদে এই পলিসির কভারেজের টাকা বৃদ্ধি পাবে। কত দিনের জন্য আপনি এই পলিসি নিয়েছেন তার ওপর অর্থের পরিমাণ নির্ভর করবে। এছাড়াও এই পলিসির ১৬ – ২০ বছরের মধ্যে আমানত কারির জীবনাবসান ঘটলে নমিনি জমা অর্থের ২০০% ফেরত পাবে।

LIC এর এই 3 টি পলিসিতে সন্তানের উচ্চশিক্ষা থেকে বিবাহ, সবেতেই মিলবে দারুন সুবিধা, কত টাকা বিনিয়োগ করতে হবে?

এল আই সির এই পলিসিতে আপনি এককালীন ২৮ লক্ষ টাকা পেতে চাইলে প্রতিদিন আপনাকে ২০০ টাকা অর্থাৎ মাসে ৬ হাজার টাকা জমা করতে হবে। তবেই আপনি ২৮ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। এই পলিসির মাধ্যমে আপনাদের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব হবে।
এই প্রকল্প নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট বক্সে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button