LPG – সামনের মাস থেকে অর্ধেক দামে পাবেন রান্নার গ্যাস, বড় ঘোষণা সরকারের।

LPG – একধাক্কায় দাম তলানিতে! মাত্র ৫০০ টাকায় মিলবে এলপিজি সিলিন্ডার।

রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG) কিনতে পারবেন মাত্র 500 টাকায়। সরকারের তরফে এই সুবিধা দেওয়া হচ্ছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে এই রাজ্য সরকার ৫০০ টাকা মূল্যে এলপিজি সিলিন্ডার (500 Rs.LPG Cylinder) দেওয়ার স্কিম চালু করেছে। বর্তমান সময়ে এলপিজি সিলিন্ডার মাত্র ৫০০ টাকায়? শুনেই বেশ কিছুটা অবাক লাগছে। তবে অবাক হওয়ার কিছু নেই। এটি মূলত রাজস্থান সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে ভর্তুকি সমেত এলপিজি সিলিন্ডার (LPG Cylinder With Subsidy) প্রদান করা হচ্ছে।

Advertisement

এলপিজি সিলিন্ডারের (LPG) দাম রাজস্থানে ১১০০ টাকা। গ্রাহককে সিলিন্ডার কেনার সময় পুরো ১১০০ টাকাই দিতে হবে। তারপরে রাজ্য সরকার ওই এলপিজি গ্রাহকের ব্যাংক একাউন্টে ৬০০ টাকা ভর্তুকি পৌঁছে দেবে। সেই হিসাব অনুযায়ী একজন রাজস্থানবাসী ৫০০ টাকায় বছরে ১২টি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন।

রেশন নিয়ে কঠোর ব্যবস্থা নিল সরকার, বাতিল হওয়ার মুখে বহু কার্ড, এমনটা কেউ ভাবতে পারেনি।

সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার (LPG) রাজস্থানবাসীকে দেওয়ার বিষয়টি টুইট করে জানিয়েছেন। রাজস্থানের 36 লক্ষ এলপিজি গ্রাহক এই সুবিধা পাবেন। ইতিমধ্যেই রাজ্য সরকার ১৫৫ কোটি টাকার অধিক ভর্তুকি দেওয়ার জন্য পরিকল্পনা করে ফেলেছে। তবে দারিদ্রসীমার নিচে (BPL) বসবাসকারী মানুষকেই রাজস্থান সরকারের তরফে এই আর্থিক সহায়তা করা হচ্ছে। ইন্দিরা গান্ধী গ্যাস সিলিন্ডার ভর্তুকি স্কিম এর অধীনেই রাজস্থান সরকার সেই রাজ্যের বাসিন্দাদের জন্য এই সুবিধা দিচ্ছে।

রাজস্থান সরকারের তরফে জানানো হয়েছে, এর মধ্যেই 36 লাখের বেশি এলপিজি গ্রাহকের ব্যাংক একাউন্টে ইন্দিরা গান্ধী গ্যাস সিলিন্ডার ভর্তুকি স্কিমের অধীনে ১৫৫ কোটি টাকার বেশি পৌঁছে দেওয়া হয়েছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার প্রদান করছে রাজস্থান সরকার। এই রাজ্যের ৭৬ লক্ষ দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে এলপিজি সিলিন্ডারের এই সুবিধা দেওয়ার টার্গেট করেছে সরকার।

তবে এর মধ্যে বহু গ্রাহকের ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি বলেই জানা গিয়েছে। এই বিষয়ে খোঁজখবর করতেই সরকারের তরফে বলা হয়েছে, যে সমস্ত গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকবে, সেই সমস্ত গ্রাহকের ব্যাংক একাউন্টে এই ভর্তুকির টাকা ঢুকবে। তাই গ্রাহকদের যত শীঘ্র সম্ভব ব্যাংক একাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক করতে (Aadhaar-Bank Account Link) হবে। প্রথমে পুরো টাকা দিয়ে এলপিজি সিলিন্ডার কেনার পরে রাজস্থান সরকার সেই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছে দেবে।

স্বাস্থ্য সাথী প্রকল্পের নতুন নিয়ম, বিরাট সুখবর, এবার সাধারন মানুষের সুবিধা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button