HS Result 2024 – মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কোনটির রেজাল্ট কবে বেরোচ্ছে? কী জানালো পর্ষদ?

ছাত্র-ছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তাই এই পরীক্ষার রেজাল্ট বা HS Result 2024 নিয়ে সকলেরই মনে একটা চিন্তা থাকে। কারণ রেজাল্ট কেমন হবে, কে কেমন নম্বর পাবে, তার ওপরেই নির্ভর করবে কার ভবিষ্যৎ কতটা ভালো হবে। তাই পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই রেজাল্টের অপেক্ষায় দিন গুনে চলেন পরীক্ষার্থীরা এমনকি তাদের অভিভাবকরাও। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোচ্ছে, সেই নিয়ে প্রশ্ন ঘুরছে অনেক পরীক্ষার্থীর মনে।

Advertisement

WBBSE Madhyamik & HS Result 2024 Check & Published Date

এরই মাঝে সবচেয়ে বড় যে আপডেটটি উঠে এসেছে সেটি হল এ বছর নাকি HS Result 2024 বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের আগেই বেরোতে পারে বলে শোনা যাচ্ছে। এই দুই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। দেখে নেওয়া যাক রেজাল্টের দিনক্ষণ। প্রতিবছর পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মাথায় বের হয় রেজাল্ট।

Advertisement

এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ই ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে ২৯ শে ফেব্রুয়ারি। তাই হিসাব মত মে মাসেই দুটি পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Result 2024) শেষ হওয়ার আগেই সংসদের কর্মকর্তাদের সঙ্গে একটি মিটিং করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মিটিং এর পর তিনি সংবাদ মাধ্যমে জানান এবছরও তিন মাসের মধ্যেই রেজাল্ট বেরোবে পরীক্ষার। আরো জানা যাচ্ছে, এবারে নাকি পরীক্ষকরা অনলাইনের মাধ্যমে নম্বর জমা দিয়েছেন পর্ষদ ও সংসদের কাছে। যার ফলে আরো কম সময়ের মধ্যে রেজাল্ট বেরোতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেই আপডেট নিয়ে আশঙ্কা শুরু হয়েছে বর্তমানে পরীক্ষার্থীদের মনে।

কারণ এর মাঝেই পড়ে গেছে লোকসভা নির্বাচন। নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে যা চলবে ১ জুন পর্যন্ত। ভোটের রেজাল্ট (HS Result 2024) বেরোবে ৪ জুলাই। তাই এর মাঝে কি আদৌ পরীক্ষার রেজাল্ট বেরোনো সম্ভব? এই নিয়ে সংশয়ে রয়েছেন পরীক্ষার্থীরা।

WBBSE & WBCHSE RESULT PUBLISH DATE

সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, এবছর মাধ্যমিকের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে। কখনো এমনটা হয়নি, তাই যদি সত্যি এ ঘটনা ঘটে তা ঐতিহাসিক নজির সৃষ্টি করবে বলে মনে করেছেন শিক্ষাবিদরা।
আরো জানা যাচ্ছে, ভোটের মরসুমেই নাকি প্রকাশ পেতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট। শুধু রোল নম্বর বসিয়ে রেজাল্ট দেখে নিন।

পর্ষদ ও সংসদ মারফত ইঙ্গিত মিলেছে এমনটাই। এপ্রিল মাসের শেষের দিক করে বেরোবে উচ্চমাধ্যমিকের (Higher Secondary) ফলাফল। ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট (HS Result 2024) চেক করতে পারবেন। 15 দিন পর রেজাল্টের হার্ডকপি বিতরণ করা হবে স্কুলে স্কুলে।

তারপর বেরোবে মাধ্যমিকের রেজাল্ট। সম্ভবত মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ করে প্রতিবছরের মতোই প্রকাশিত হতে পারে এই পরীক্ষার রেজাল্ট। ছাত্র-ছাত্রীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। তবে এক্ষেত্রে রেজাল্ট দিতে দেরি করবে না স্কুলগুলি। রেজাল্ট বেরোনোর দিনেই তা বিতরণ করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে।

SVMCM Scholarship - স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

WBBSE & WBCHSE RESULT CHECK

নির্দিষ্ট দিনে বেলা ১০ টার সময় দুই পরীক্ষার রেজাল্ট বেরোবে। তারপর থেকে পরীক্ষার্থীরা (HS Result 2024) অনলাইনে চেক করতে পারবেন রেজাল্ট। এজন্য,

  • https://www.indiaresults.com
  • https://www.exametc.com/
  • https://www.wbresults.nic.in/

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? সংসদ কি সিদ্ধান্ত নিলো?

এর মধ্যে কোন একটি ওয়েবসাইটে যেতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘Secondary Examination Result 2024’ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘Higher Secondary Examination Result 2024’ লিঙ্গের উপর ক্লিক করতে (HS Result 2024) হবে।

এরপর নতুন পেজ খুলবে। যেখানে রোল নম্বর এর বক্সে নিজের এডমিট কার্ডের রোল নম্বর, রেজিস্ট্রেশনের বক্সে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ এর জায়গায় নিজের সঠিক জন্ম তারিখ বসাতে হবে। সবশেষে ক্যাপচা কোড বসিয়ে Submit বাটানে ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে স্ক্রিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button