WBCHSE HS Result 2024 – উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট। শুধু রোল নম্বর বসিয়ে রেজাল্ট দেখে নিন।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অনেকদিনই হলো। রেজাল্ট তথা HS Result প্রকাশের সময়ও হয়ে এসেছে। রেজাল্ট নিয়ে সমস্ত পড়ুয়া থেকে অভিভাবক খুব চিন্তায় থাকে তাই স্কুলে গিয়ে মার্কশিট হাতে পাওয়ার আগেই ক্যাফেতে গিয়ে বা বাড়ির কম্পিউটারে রেজাল্ট দেখে নেয় সবাই। তবে আপনি চাইলেই এখন আপনার হাতের ফোনেই দেখে নিতে পারবেন রেজাল্ট। জেনে নিন কিভাবে বাড়িতে বসেই ফোনে রেজাল্ট দেখতে পারবেন।
How to Check WBCHSE HS Result 2024 Online
উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result সাধারণত পরীক্ষার ৯০ দিনের মাথায় প্রকাশ করা হয়। এবছরও তেমনটাই হবে। ইতিপূর্বে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে, উচ্চমাধ্যমিকের তিন মাসের মধ্যে অথবা তিন মাস সম্পূর্ণ হবার আগেই রেজাল্ট প্রকাশে আনা হবে।
হিসেব অনুযায়ী মে মাসেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে মে মাসের তৃতীয় সপ্তাহে নাকি একেবারে শেষে উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result প্রকাশ্যে আনা হবে তা এখনো স্পষ্ট বলা হয়নি। একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
এইদিন তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, মূলত অনলাইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নম্বর জমা করা হচ্ছে। অনলাইন পদ্ধতিতে করা হচ্ছে বলে খুব দ্রুত উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result প্রকাশ করা যাবে বলে মনে করছেন তিনি।
ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়া
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কতগুলো বিশেষ ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়েছে। আর এই ওয়েবসাইটগুলি হল- wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা এই ওয়েবসাইট গুলির মাধ্যমে বাড়িতে বসেই উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result দেখতে পারবেন।
সেইসাথে মার্কশিট ডাউনলোড করতে পারবেন বলেও জানিয়েছেন উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে। উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result চেক করতে হলে উপরের লেখা যে কোনো একটি ওয়েবসাইট গিয়ে West Bengal Higher Secondary Examination Result 2024 অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর একটি পেজ ওপেন হবে সেখানে কিছু তথ্য জানতে চাইবে।
যেমন পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই উচ্চমাধ্যমিকের মার্কশিট দেখা যাবে। এক্ষেত্রে পাশে লেখা থাকা ডাউনলোড অপশনে ক্লিক করলেই মার্কশিট ডাউনলোড করা যাবে।
শিক্ষার উন্নতির জন্য প্রতিটি ব্লকে ব্লকে তৈরি হবে VIP সরকারি স্কুল! কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প।
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়া
ওয়েবসাইট ছাড়াও আপনি SMS এর মাধ্যমে উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result দেখতে পারবেন। সেক্ষেত্রে নিজের মোবাইলের Write Message এ গিয়ে WB12, লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে 5676750 বা 58888 নম্বরে মেসেজটি পাঠাতে হবে। তাহলেই SMS -এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে।
অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার প্রক্রিয়া
অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য প্রথমেই গুগল প্লে স্টোর থেকে WBCHSE Results অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপটি খুললে আপনার সামনে যে পেজটি আসবে তাতে পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করলেই এই অ্যাপের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখুন। পড়ুয়ারা আজই জানুন। আর বেশি দেরি নেই!
এই পদ্ধতি গুলো হওয়ায় পড়ুয়াদের চিন্তা অনেকটাই কমে গেছে। স্কুলে গিয়ে দুরুদুরু বুকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক রেজাল্ট তথা HS Result জানতে হয়না। ক্যাফেতে গিয়েও লাইনে অপেক্ষা করতে হবেনা। বাড়িতে বসেই খুব সহজেই রেজাল্ট জানতে পারবেন। এই আরও খবর পেতে আমাদের সাথে থেকে আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.