E Shram Card – প্রতিমাসে 3000 টাকা পেতে এখনি প্রধানমন্ত্রীর নতুন এই কার্ডের জন্য আবেদন করুন।

ভারতবর্ষে এখনো বেশিরভাগ মানুষ অসংগঠিত (E Shram Card) কর্মক্ষেত্রের সাথে যুক্ত। যে সকল ব্যক্তিরা সরকারি জব করেন তাদের অবসরের পর পেনশন পেয়ে থাকেন। যেটা তাদের বয়সকালে অনেকটাই সুবিধা হয় জীবনধারণ থেকে চিকিৎসার জন্য। এছাড়া বেসরকারি কাজেও এখন PF ও অন্যান্য সুবিধা থাকে। যারা ব্যাবসা করেন তাদের যথেষ্ট অর্থ উপার্জন করেন। এই সকল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন যেটা দিয়ে ভবিষ্যত সুরক্ষিত থাকবে।

Advertisement

How to Apply Online E Shram Card Get Instant 3000 RS

কিন্ত দেশে যে সকল ব্যক্তি অসংগঠিত কাজের যুক্ত তাদের যুবক বয়সে পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারলেও বয়সকালে অর্থ উপার্জন করার শক্তি থাকবেনা। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণত শ্রমিক বলে আমরা চিনে থাকি এদেশের ৪০ কোটির বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন অথচ এই বিপুল সংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছু নেই।

Advertisement

তাই এদের নিয়ে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প উদ্বোধন করেন যার নাম E Shram Card বা ই শ্রম প্রকল্প। এই কার্ডের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন। যেটা জমতে থাকলে বয়সকালে আপনার খাওয়া, চিকিৎসা খরচ চালাতে কোনো সমস্যা হবেনা।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের ২০ কোটি কোটি মানুষ এই E Shram Card বা ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২ কোটি মানুষ এর অন্তর্ভুক্ত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন। বাকিদেরও খুব দ্রুত এই পরিষেবার সাথে যুক্ত করা হবে (E Shram Card).

  • কার্ডের উদ্দেশ্য
  • বিশেষ সুবিধা
  • আবেদনের যোগ্যতা
  • প্রয়োজনীয় নথি
  • আবেদন পদ্ধতি

কার্ডের উদ্দেশ্য

দেশের এই বিপুল সংখ্যক শ্রমিকদের বৃদ্ধ বয়সে যখন উপার্জন করার শক্তি থাকবেনা তখন তারা পেনশন ও পাবে না। একপ্রকার বেকার হয়েই দিন কাটবে। তখন একজন ব্যক্তির সবচেয়ে বেশি দরকার শরীরের যত্ন নেওয়া। খাওয়া দাওয়া, চিকিৎসার খরচ চালানোর জন্য সরকার থেকে পেনশন এর মতন একটা টাকা প্রতিমাসে ব্যাংকে দিয়ে দেবে। যাতে তাদের বয়সকালে কোনো সমস্যায় পড়তে না হয়। এই E Shram Card বা ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই PMAY, PMJAY, PM Kisan সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন।

বিশেষ সুবিধা

  • ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন।
  • কর্মরত অবস্থায় কোনও কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।
  • মারা গেলে মারা গেলে পরিবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে।

পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় প্রকল্পের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে রাজ্যবাসী খুবই খুশি।

আবেদনের যোগ্যতা

  • আপনাকে অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে হবে এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে তবে ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে।
  • ১৬-৫৯ বছরের মধ্যে বয়স হলে তবেই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। ৬০ বছর পর থেকে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন।
  • যারা কর্মচারী ভবিষ্যৎ নীধি (EPF) ও ESI সুবিধা পান না তাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন।
Yuvashree Scheme বা যুবশ্রী প্রকল্প

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • পাসপোর্ট সাইজ ছবি

নববর্ষের আগেই নতুন প্রকল্প। 15 হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে।

আবেদন পদ্ধতি

  • অনলাইনেই আপনি আবেদন করতে পারবেন। তারজন্য eshram.gov.in পোর্টালে যেতে হবে।
  • রেজিষ্ট্রেশন করে যে ফ্রম আসবে সেটা ভালো ভাবে পূরণ করে নিতে হবে।
  • এরপর নথি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
  • বাড়িতে ছাড়াও আপনি নিকটবর্তী কোনো CSC সেন্টারে গিয়েও ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন।
  • শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর এমন এক প্রকল্প শ্রমিকদের বৃদ্ধ জীবনে অনেকটাই নিশ্চয়তা আনবে এই E Shram Card বা ই শ্রম কার্ড।

Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button