Mustard Oil Price – এই মাস থেকে ব্যাপক হারে কমতে চলেছে সর্ষের তেলের দাম। জানুন নতুন রেট।
Mustard Oil Price – প্রতি লিটারে অনেকটা দাম কমলো সর্ষের তেলের, কিভাবে কিনতে হবে?
সর্ষের তেল ছাড়া রান্নাই হয় না। এমন পরিবারের সংখ্যা কম নয়। আর হবে না-ই বা কেন, সর্ষের তেলে (Mustard Oil Price) রান্না করা খাবারের যেমন গুণমান রয়েছে, তেমনই রান্নায় থাকে একটা ঝাঁঝও। তাছাড়া সন্ধ্যে হলেই চপ বানানো থেকে ঝালমুড়ি মাখা, সবেতেই ব্যবহার করা হয় এই তেল। কিন্তু সর্ব ক্ষেত্রে ব্যবহার হলেও বেশি বেশি করে কেনার উপায় নেই, বাঁধ সাধে এর দাম। তাই অগত্যা পরিমানমতো কিনতে হয়, কিংবা পরিমানের চেয়ে কম কিনতে হয়। তাই ব্যবহারও কম করতে হয়। বিশেষত, এই সমস্যার সম্মুখীন হতে হয় দেশের দারিদ্র সীমার নিচে থাকা সাধারণ মানুষদের। তবে এবার সুবিধা পাচ্ছেন আমজনতা। দামের দিক থেকে মিলবে ছাড়।
তবে কত টাকা ছাড় পাওয়া যাবে। বর্তমানে সর্ষের তেলের (Mustard Oil Price) দাম প্রায় 150 টাকার কাছাকাছি। তাই 1 লিটার তেল কিনতে বেশ অনেকটাই খরচ করতে হয়। তাই দামের দিক থেকে ছাড় দিতে নয়া সিদ্ধান্ত নিলো সরকার। যদিও সকলে পাবেন না এই সুবিধা। কারা পাবেন? কিভাবে সর্ষের তেল কিনলে এই ছাড় পাওয়া যাবে? বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে হবে।
বিশেষত, রেশন কার্ড হোল্ডারেরা পাবেন এই সুবিধা। এতদিন ধরে রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাচ্ছে খাদ্যসামগ্রী। এবার কম দামে পাওয়া যাবে সর্ষের তেলও।
ইউটিউবে কত ভিউতে কত টাকা আয় করা যায় জানেন? না জানলে জানুন।
কারা পাবেন এই সুবিধা?
পশ্চিমবঙ্গের মানুষেরা নন। বরং হিমাচলপ্রদেশের সরকার এই নিয়ে ঘোষণা করেছেন। সেই রাজ্যের রেশন কার্ড হোল্ডারেরা পাবেন এই সুবিধা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চলতি মাসে সেখানকার রেশন দোকানগুলিতে বিক্রি হওয়া সর্ষের তেলের দাম অনেকটাই কমে গিয়েছে। BPL কার্ডধারীদের ডিপোতে লিটার প্রতি 142 টাকায় সর্ষের তেল (Mustard Oil Price) কিনতে হত।
APL পরিবারগুলিকে লিটার প্রতি 147 টাকায় কিনতে হত সর্ষের তেল। আর আয়করদাতাদের সর্ষের তেল লিটার (Mustard Oil Price) প্রতি 160 টাকায় কিনতে হত। বর্তমানে APL এবং BPL কার্ড হোল্ডারদের সর্ষের তেল কিনতে লিটার প্রতি 110 টাকা খরচ করতে হবে। আর আয়করদাতাদের প্রতি লিটারে খরচ হবে 115 টাকা।
এই রাজ্যে প্রায় 19,74,790 জন মানুষের রেশন কার্ড রয়েছে। যেখানে 5,197 টি রেশন দোকানের মাধ্যমে উপভোক্তাদের রেশন সরবরাহ করা হযয়ে থাকে। হিমাচলপ্রদেশে কংগ্রেস সরকার গঠনের পর থেকেই DA, ওল্ড পেনশন স্কিম ইত্যাদি বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার রেশন কার্ড হোল্ডারদের জন্য সর্ষের তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিলো হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প, মিসড কল দিলেই পাবেন 5000 টাকা। কোন নম্বরে কল করবেন?
একদিকে কেন্দ্রীয় সরকার 1 বছরের জন্য বিনামূল্যে রেশন প্রদানের ঘোষণা করেছেন। পাশাপাশি এই রাজ্যের মানুষ সর্ষের তেল কিনতে লিটার প্রতি 37 টাকা কম খরচ করবেন। যার ফলে বড়োসড়ো স্বস্তি মিলল রাজ্যের মানুষের।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।