Salary Hike – একধাক্কায় NBSTC কর্মীদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার। কত টাকা বাড়ালো?

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার একের পর এক ধামাকাদার খবর (Salary Hike) নিয়ে আসছে জনসাধারণের জন্য। বিভিন্ন জনমুখী প্রকল্পের ভাতা বাড়ানো থেকে কিছু নতুন স্কিম, গ্যাসের দাম কমানো থেকে Salary Hike বা বেতন বৃদ্ধি করে সকল স্তরের মানুষকে খুশি করার একটা নিরলস প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।

NBSTC 293 Employees Salary Hike in 2024

কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকার সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে কিছুদিন আগেই। যদিও পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের সরকারি কর্মচারীদের DA এখনো অবধি সরকারি কর্মচারীদের মনের মতন বাড়ায়নি। সেক্ষেত্রে একটা চাপা আন্দোলনের আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী।

এদিকে রাজ্য সরকার ঘোষনা করলেন অস্থায়ী কর্মীদের Salary Hike বা বেতন বৃদ্ধি করা হবে। সেইজন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) কর্মীদের বেতন একধাক্কায় অনেকটাই বাড়ানো হলো। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে রাজ্য সরকার বিভিন্ন পেশার কর্মীদের বেতন বৃদ্ধি করছেন তারমধ্যে রয়েছে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার সহ বিভিন্ন কর্মী।

বাংলায় কেন্দ্রীয় হারে DA প্রাপ্তি! ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি।

সেইসাথে বিভিন্ন প্রকল্পের টাকাও বৃদ্ধি করেছেন। মূলত সর্বস্তরের মানুষকে খুশি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে লোকসভা ভোটকে উপলক্ষ্য করে। এমন অবস্থায় মুখে হাসি ফুটল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (NBSTC) কর্মীদের মুখে। জানা যাচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৯৩ জন কর্মীর Salary Hike বা বেতন বৃদ্ধি হতে চলেছে।

Civic Volunteer Salary - সিভিক ভলেন্টিয়ার বেতন

বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, প্রায় ৩০০ জন নিরাপত্তা রক্ষী এবং ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। প্রত্যেকের ১০০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এই বেতন বৃদ্ধি পাবেন তারা এপ্রিল মাস থেকেই। জানা যাচ্ছে এতদিন এই কর্মীরা ৭০০০ টাকা করে বেতন পেতেন। এপ্রিল মাস থেকে তারা ৮০০০ টাকা করে পাবেন। স্বভাবতই NBSTC কর্মীদের খুশি হওয়ার মতই এটা একটা বিষয়।

সরকারি কর্মীদের আবার 8% DA বৃদ্ধি। অবাক করা সিদ্ধান্ত নিল সরকার। কত টাকা বেতন বাড়বে?

যদিও লোকসভা নির্বাচন কে হাতিয়ার করে এই Salary Hike বা বেতন বৃদ্ধি সেটা সকল মানুষই আন্দাজ করতে পারে তবুও এই মূল্য বৃদ্ধির বাজারে না চাইতেই ১০০০ টাকা বেতন বৃদ্ধি অনেকটাই আর্থিক সহায়তা দেবে এই কর্মীদের। অনেকেই মনে করছেন এর ফলে আসন্ন নির্বাচনে বর্তমান সরকারের জয়লাভের এটাই একটা সূত্র হতেও পারে।
Written by Shampa Debnath.

Leave a Comment