LPG Gas – 1st মার্চ থেকে এই নিয়ম না মানলে আর পাবেন না ভর্তুকি। আরও অনেক সমস্যায় পড়বেন LPG গ্রাহকেরা।

এলপিজি গ্যাসের তথা LPG Gas সিলিন্ডারের গুরুত্ব এখন অনেক। দেশের প্রায় 80 কোটি মানুষের বাড়িতে এলপিজি গ্যাসের তথা LPG Gas রয়েছে। রান্নার ক্ষেত্রে এলপিজি গ্যাস ব্যবহার ছাড়া এর অন্য কোনো পরিবর্ত দ্রব্য হিসাবে দেশবাসী জেনো আর কিছুর কথা কল্পনাও করতে পারেনা। দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় এই দ্রব্যের ক্রয়ে নতুন নির্দেশ জারি করেছে সরকার। 1st মার্চ থেকে গ্যাস সিলিন্ডারের নিয়মে আসতে চলেছে কিছু বদল।

New Rules for LPG Gas Cylinder KYC Update

গত মাসে এলপিজি গ্যাসের তথা LPG Gas এর KYC এর জন্য সরকার একটি গাইডলাইন জারি করেছিল। যারা গ্যাস ব্যবহার করেন তাদেরকে আধার কার্ডের সাথে গ্যাস এর বইয়ের লিঙ্ক করাতে হবে। এই নিয়ম যারা নতুন গ্যাস লাইন নিয়েছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ তাদেরকেও গ্যাসের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে।

এক্ষেত্রে গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক করানোর প্রক্রিয়াকে আমরা know Your Customer বা KYC প্রসেস বলে থাকি। KYC না করালে কেন্দ্রীয় সরকারের থেকে আমরা গ্যাসের টাকা বাবদ যে ভর্তুকি পেতাম না বন্ধ করে দেবে সরকার। গ্যাসের ভর্তুকি বাবদ উজ্জলা যোজনার আয়তাভুক্ত ব্যক্তিদের প্রায় তিনশো টাকার কাছাকাছি দেয় সরকার।

তবে এই যোজনার আয়তাভুক্ত যারা নন তাদেরও ভর্তুকি বাবদ কিছু টাকা দেন সরকার তবে এক্ষেত্রে অনেকের অভিযোগ সেই টাকা পান না একাংশ। KYC করতে হলে আপনাকে ডকুমেন্টস সহ গ্যাস ডিলারের অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হত। এত সংখ্যক পরিবারের KYC করা তাও আবার আত অল্প সময়ে সেতাও ভীষণ চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল।

কিন্তু এখন সকলেই অনলাইনে গ্যাসের KYC করতে পারবেন। বাড়িতে বসেই মোবাইলে বা ল্যাপটপে জমা করতে পারেন e-KYC. অন্যদিকে গ্যাসের দাম বাড়ার ফলে দুস্থ পরিবারগুলি গ্যাস কিনতে অক্ষম হচ্ছে। এখন টেকনোলজির যুগে তাল মেলাতে হলে সব কিছুই দ্রততার সাথে সেরে ফেলতে হবে।

বাধ্যতামূলক হলো নীল আধার কার্ড! এই কার্ড থাকলেই পাবেন একাধিক সুবিধা। আবেদন পদ্ধতি জানুন।

এছাড়াও গ্যাস ছাড়া অন্যান্য তাপন জাতীয় পদার্থ সহ কাঠ পাওয়াও এখন দুর্লভ ব্যপার। তাই এলপিজি গ্যাসের তথা LPG Gas এর দাম কমাতে সরকার নতুন অভিনব পন্থার কথা ভাবছেন। সরকার একটি নতুন, হালকা এবং সস্তা এলপিজি গ্যাস সিলিন্ডার আনার পরিকল্পনা করছে।

Holidays - ছুটি

লোহা ধাতুটি ভীষণ ভারী হওয়ার ফলে গ্যাসের সিলিন্ডার আদান প্রদানেও কষ্ট। আবার লোহা ধাতুটি মূল্যবান হওয়ায় গ্যাসের দামও থাকছে আকাশ ছোঁয়া। সরকার লোহার সিলিন্ডারের পরিবর্তে মিশ্র ধাতুর সিলিন্ডার ব্যবহারে স্যুইচ করার পরিকল্পনা করছে। মিশ্র সিলিন্ডার লোহার সিলিন্ডারের তুলনায় অনেক হালকা, মজবুত এবং অনেক সস্তা হবে।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।

ফলে তখন বহু সংখ্যক মানুষ এলপিজি গ্যাস তথা LPG Gas সিলিন্ডার কিনতে পারবে। এছাড়াও সরকার দেশের সকল রাজ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করছে। আপনার যদি KYC না করা থাকে তাহলে গ্যাসের সুবিধা এবং ভর্তুকি পেতে আজই KYC প্রসেস সম্পন্ন করুন।

Leave a Comment