দেখতে দেখতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলো। আর শেষ পরীক্ষার দিনই HS Result বা উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিন ঘোষণার হল। সমস্ত ছাত্রছাত্রীর মুখে পরীক্ষা শেষ হওয়ার আনন্দের সাথে কিছুটা স্কুল জীবনের শেষের আর তার সাথে স্কুল বন্ধুদের সাথে বিদায় জানানোর দুঃখ ও ছিল। তবে সেই সাথে কলেজ জীবনে পদার্পণ করার উৎসাহ। এদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা পরীক্ষার শেষ দিনই জানিয়ে দিলো পর্ষদ। ঠিক কবে প্রকাশ পাচ্ছে উচ্চমাধ্যমিক রেজাল্ট জেনে নিন।
WBCHSE HS Result 2024 Published Date
গত বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দুমাসের মধ্যেই রেজাল্ট তথা HS Result প্রকাশ করেছিল পর্ষদ। তবে এবারও কি তাই নাকি আরও আগে হতে চলেছে রেজাল্ট প্রকাশ। সবারই পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট নিয়ে একটা চিন্তা থেকেই থাকে। বিশেষ করে উচ্চমাধ্যমিক হলো স্কুল জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা।
এরপরেই প্রত্যেক ছাত্রছাত্রী তাদের লক্ষ্য অনুযায়ী শিক্ষার বিভিন্ন দিকে যায়। তাই এই HS Result বা রেজাল্টের ওপর অনেকটাই নির্ভর করে। পর্ষদ জানিয়েছে, মে মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে ঘোষনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
তবে নির্দিষ্ট কোনো দিন এখনো নির্ধারিত করা হয়নি তবে মে মাসের মধ্যেই HS Result বা রেজাল্ট প্রকাশ হবে এটা নিশ্চিত। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন আগের বছর দু মাসের মাথায় রেজাল্ট প্রকাশ করা হয়েছিলো। যথারীতি তিনমাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়। এবছর ৯০ দিনের আগেই রেজাল্ট প্রকাশ করা হবে।
মার্চ মাসে টানা 9 দিন ছুটি! বন্ধ থাকছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। ঠিক কি কারণে ছুটি এতদিন?
আর এবছর অনলাইনেই নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া হবে। অর্থাৎ পরীক্ষকরা খাতা দেখে নাম্বার পেজে পাঠাবেন না তার বদলে অনলাইনে পাঠাবেন। ফলে প্রক্রিয়া আরও দ্রুত হবে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের একটি বৈঠক হয় সেখানে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, ‘এমনিতে আমাদের বলা হয় যে ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
তবে আমরা আশা করছি যে এবার আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারব। কারণ এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়াটা অনলাইনে হবে। পুরো প্রক্রিয়াটা যেহেতু ডিজিটালি হচ্ছে, তাই আমরা আশা করছি যে যথেষ্ট তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের রেজাল্ট বা HS Result প্রকাশ করতে পারব।
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। এক ক্লিকেই জেনে নিন।
সংশ্লিষ্ট মহলের মতে এবার কাজ আরও দ্রুত সম্পন্ন হবে কারণ আগের বছরেই দুমাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়েছিল। গতবার ১৪ মার্চ থেকে উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ২৭ মার্চ। রেজাল্ট বা HS Result প্রকাশিত হয়েছিল ২৪ মে । এবছর অনলাইন প্রক্রিয়া কাজ হবার কারণে এবছর আরও দ্রুত কাজ হবে এব্যাপারে নিশ্চিত এবারও সংশ্লিষ্ট মহল।
অন্যদিকে লোকসভা ভোট মে মাস নাগাদ হবে। তাই লোকসভা ভোটের আগে না পরে সেটা এখনো ঠিক হয়নি। সময়মতো জানিয়ে দেওয়া হবে। ধরে নেওয়া যাক মে মাসেই ফলাফল প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার।
Written by Shampa Debnath.