Nikon Scholarship – আবেদন করলেই পাবেন 1 লক্ষ টাকা এই স্কলারশিপে, আবেদনের পদ্ধতি দেখুন।
আমাদের দেশের গরীব বা মধ্যবিত্ত পড়ুয়াদের জন্য এই Nikon Scholarship নিয়ে আসা হয়েছে। নিকন স্কলারশিপ যা আপনিও পেতে পারেন, আবেদন করেছেন কি? বাড়ির থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য, কিভাবে করবেন আবেদন? পড়াশুনার জন্য স্কুল কলেজ থেকে অনেকসময়ই স্কলারশিপ দেওয়া হয়। তবে সেটা মেধার ভিত্তিতে। তাই যে সমস্ত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী মেধায় খুব ভালো হয় ও ভালো রেজাল্ট করে তাদের স্কলারশিপ দেওয়া হয়।
Nikon Scholarship 2023.
তেমনি নিকন স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২০২৪ (Nikon Scholarship Programe) শুরু হচ্ছে। সেখানে টেকনোলজি বা কারিগর বিদ্যায় পড়াশুনা করলেই তবে সে আবেদন করতে পারবে। ইমেজিং ও অপটিক্সের জগতে অনেকটাই প্রভাব রয়েছে নিকন ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠানের। অনেকেই আছেন যারা ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা করতে খুব পছন্দ করে ও সেই নিয়ে কাজ করতে ভালোবাসে।
আগে এই নিয়ে পড়লে ততটা ভবিষৎ গড়ার সুযোগ না থাকলেও এখন অনেক ভালো সুযোগ আছে ইমেজিং ও অপটিক্স নিয়ে। আর তেমনি বিশেষ সুযোগ দিচ্ছে বিশ্বমানের কর্পোরেট সংস্থা। যাতে ছাত্রছাত্রীরা আরও ফটোগ্রাফি নিয়ে পড়তে উদ্যোগী হয় ও ফটোগ্রাফি নিয়ে অনেকদূর এগিয়ে যেতে পারে তার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে নিকন সংস্থা। ঘরে বসেই Nikon Scholarship আবেদন করলে পেয়ে যাবেন ১ লক্ষ টাকা।
যেটা দিয়ে পড়াশুনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে পারবেন। আবেদনকারীর যোগ্যতা কি হতে হবে
সবাইতো এই আবেদন করলে সুযোগ পাবেন না। আসুন দেখে নেওয়া যাক কারা এই Nikon Scholarship পাওয়ার জন্য আবেদন যোগ্য হিসাবে বিবেচিত হবে। আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আবেদন করলে তবেই আপনারা এই টাকা পাবেন।
Nikon Scholarship আবেদনের পদ্ধতিঃ-
১) আবেদনকারীকে ৩ মাস বা তার বেশি সময়ের জন্য ফটোগ্রাফি সংক্রান্ত কোর্সে পড়তে হবে।
২) আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী পাশ করে তবেই এই ফটোগ্রাফি কোর্স করতে হবে
৩) প্রার্থীর পরিবারের বাৎসরিক আয় ৬ লক্ষের নিচে হতে হবে।
৪) কেবলমাত্র ভারতীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
এটি একটি বেসরকারী স্কলারশিপ। তাই আবেদন করলেই যে সে নির্বাচিত হবে তেমন নয়, মেধার ভিত্তিতে ও আরও কিছু নির্বাচিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে। আবেদনকারীকে বাৎসরিক ১ লক্ষ টাকা অবধি Nikon Scholarship বৃত্তি পেতে পারেন। আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। আবেদনের জন্য সঠিক নথি থাকা বাধ্যতামূলক। নইলে আপনারা এই আবেদন করতে পারবেন না।
- আবেদনকারীর পরিচয় পত্র।
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
- আয়ের প্রমানপত্র।
- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ।
- আবেদনকারীর ব্যাংক একাউন্টের বিবরণ।
- বর্তমান শিক্ষাবর্ষের রসিদ।
Nikon Scholarship কীভাবে আবেদন করবেনঃ-
১) সর্বপ্রথম আপনাকে Buddy4Study ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিষ্টার করে লগইন করতে হবে।
২) এরপর ‘নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2023-24’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আবেদনপত্র টি আপনার প্রয়োজনীয় বিবরণ দিন ও যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো আপলোড করুন।
৪) সব শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
অনলাইনে আবেদন করে আপনাকে বসে থাকতে হবে। এরপর নিকন সংস্থা থেকেই আপনার আবেদন গ্র্যান্ড হলে তারাই যোগাযোগ করে নেবেন। আরও বিস্তারিত জানতে Buddy4Study পেজ ফলো করুন। এছাড়া এমনই আরও অন্যান্য স্কলারশিপের (Nikon Scholarship) খোঁজ পেতে আমাদের পেজ ফলো করুন। সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa Debnath.
Forest Volunteer Recruitment – বনদপ্তরে কর্মী নিয়োগ! নিজের এলাকায় চাকরি হবে। জন্য