DA Case Update – পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে জরুরী খবর, সকলের জানা উচিত।

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ বা DA Case Update নিয়ে এক নতুন তথ্য সামনে আসছে। আবারও DA নিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠন ও সরকারের মধ্যে অসন্তোষ প্রকাশ, মুখ্যমন্ত্রীর মন্তব্যে কি শেষ হতে চলেছে DA নিয়ে মামলা নাকি সংগঠনকে আরও শক্তিশালী করার ইঙ্গিত? রাজ্য সরকারি কর্মচারীরা (WB Government Employees) কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতার দাবিতে বিগত এক বছর থেকেই অবস্থান বিক্ষোভ, মিছিল ও সেই সাথে সর্বশেষ মামলা দায়ের করেছিলেন। তারই পাল্টা মামলা করেন রাজ্য সরকার।

Advertisement

DA Case Update In West Bengal.

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রায় অনুযায়ী সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিলেও সরকার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করলে সেই মামলার শুনানির ডেট একের পর এক পিছিয়ে যাচ্ছে। যদিও পূজার আগে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে নভেম্বর মাস করা হয়েছিল। কিন্ত সেদিনও মামলার শুনানি হয়নি। ফের ডেট দেওয়া হয় ফেব্রুয়ারি মাসে। অগত্যা সরকারি কর্মচারীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না (DA Case Update).

Advertisement

এদিকে পূজার মধ্যেই কেন্দ্র আবারও মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে তাছাড়া কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike News) দেখে অন্যান্য অঙ্গ রাজ্য বিহার, উত্তর প্রদেশ, অসম, ঝাড়খণ্ড, রাজস্থান রাজ্যের সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করলে সেই সব রাজ্যের কর্মচারীদের মুখে হাসি ফুটেছে। কিন্ত পশ্চিমবঙ্গের সরকার এখনো কোনো মহার্ঘ্য ভাতা বৃদ্ধির (DA Case Update) কথা জানাননি। মুখ্যমন্ত্রীর একটাই কথা ছিল রাজকোষ পর্যাপ্ত অর্থ নেই এতটা করে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির।

কিন্ত এবার যেন একদম স্পষ্ট বক্তব্য জানিয়ে দিলেন। আর সেই বক্তব্য শুনে সরকারি কর্মচারীদের আশা যেটুকু ছিল তার বেশিরভাগটাই ক্ষীণ হয়ে এসছে। বুধবার সাংবাদিক বৈঠকে বিধানসভায় তিনি জানান কিছু কথা। তিনি বলেন DA বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়, পাশাপাশি কেউ যদি কেন্দ্রীয় হারে DA চান সেক্ষেত্রে তাঁরা কেন্দ্রের চাকরি করতে পারেন (DA Case Update).

এহেন স্পষ্ট এবং কড়া ভাষায় মন্তব্যের পরে সরকারি কর্মচারী সংগঠনও কিছুটা উত্তেজিত হয়ে যান। তারাও বলেন আমরা কষ্ট করে চাকরি পেয়েছি, কোথায় চাকরি করবো সেটা আমাদের ব্যাপার। এছাড়া সংগঠের সভাপতি দেবাশিস শীল মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘সংগঠন এতদিন পর্যন্ত DA র দাবি করছিল। কিন্তু, এখন আমরা চাই কেন্দ্রে যে সরকার (DA Case Update) ক্ষমতায় রয়েছে তারা রাজ্যে আসুক।

Primary TET Admit Card (প্রাথমিক টেট অ্যাডমিট কার্ড)

এই প্রথম সংগঠনের কেউ তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান সমন্ধে প্রকাশ্যে আনলো। মুখ্যমন্ত্রী যেমন স্পষ্ট বক্তব্য জানিয়ে দিয়েছেন তেমনি সরকারি কর্মচারীদের সংগঠনও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আগামীতে এই সরকারকে চাইছেন না। তারা তাদের পর্যাপ্ত DA তারা নিয়েই ছাড়বেন, ছুটি নয় তারা তাদের DA চান। DA Case Update নিয়ে এমনই স্পষ্ট বক্তব্য তারা জানিয়ে দিয়েছেন।

একই সঙ্গে ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেব প্রসাদ হালদার বলেন, ‘আদালত যা নির্দেশ দেবে সেটাই আসল। তাই মুখ্যমন্ত্রী কী বললেন তাতে কিছু যায় আসে না। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, AICPI (All India Consumer Price Index) অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করা রাজ্য সরকারি কর্মীদের DA Case Update নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে, তারা মুখ্যমন্ত্রীর মন্তব্যে কোনোভাবেই পিছিয়ে আসতে রাজি নয়। তারা লড়েছে, লড়ছে ও আগামীতে লড়বে যতদিন তাদের পর্যাপ্ত মহার্ঘ্য ভাতা সরকার বৃদ্ধি না করে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button