Oasis Scholarship 2023 – ওয়েসিস স্কলারশিপে নতুন মেসেজ পেয়েছেন? আবেদন করলে দেখুন।

রাজ্য সরকারের তরফে বিভিন্ন Oasis Scholarship 2023 দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপ দেওয়ার মূলত উদ্দেশ্য হলো অনেক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক মেধাবী হওয়া সত্বেও অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেনা। তাদের এই মেধা যাতে বিফলে নষ্ট না হয়ে যায় তাই তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ স্কলারশিপের ব্যাবস্থা করা হয়।

Advertisement

Oasis Scholarship 2023 New Message Update.

Oasis Scholarship 2023 হলো রাজ্য ও কেন্দ্রের সংযুক্ত একটি স্কলারশিপ। দুটি ভাগে এই স্কলারশিপের টাকা পাওয়া যায়। যার ৪০ শতাংশ টাকা দেয় কেন্দ্র ও ৬০ শতাংশ টাকা দেয় রাজ্য। এই ওয়েসিস স্কলারশিপ কিভাবে আবেদন করবেন ও কি কি যোগ্যতা লাগবে সব জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। ইতিমধ্যেই ওয়েসিস স্কলারশিপ দপ্তরের তরফে আবেদনকারীদের উদ্দেশ্যে একটা মেসেজ আসছে তাদের ফোনে। কি সেই ম্যাসেজ ও আরও কিছু তথ্য নিম্নে আলোচনা করা হলো।

Advertisement

সম্প্রতি Oasis Scholarship 2023 ডাক্তার থেকে ছাত্রছাত্রীদের মোবাইলে একটি মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজটি মূলত একটি সতর্কবার্তা হিসাবে প্রেরণ করা হচ্ছে। এই মেসেজর মূল কথা হলো ইতিমধ্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই ছাত্র ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে সহজে এই স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবে।

ওয়েসিস স্কলারশিপের যোগ্যতা কি লাগবে

  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ যে কোনো পড়ুয়া।
  • মাধ্যমিকের নাম্বার থাকতে হবে ২৫ শতাংশ।
  • উচ্চমাধ্যমিক নাম্বার থাকতে হিবেস ৩৫ শতাংশ।
  • যে কোনো SC, ST, OBC ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য।
Madhyamik Pass (মাধ্যমিক পাশ)

Oasis Scholarship 2023 আবেদনের তারিখ, এখনো অবধি শেষ তারিখ দেওয়া হয়নি। তাই ছাত্রছাত্রীরা নিশ্চিন্ত ভাবেই আবেদন করতে পারেন। আবেদন করলেও স্ট্যাটাস চেক করে দেখতে হবে কবে থেকে টাকা পাচ্ছেন। অপরপক্ষে যে সকল ছাত্র ছাত্রীরা অলরেডি এই স্কলারশিপে আবেদন করে ফেলেছে তাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে কিনা জানতে অবশ্যই স্কলারশিপের স্ট্যাটাস চেক (Oasis Scholarship 2023 Status Check) করতে হবে।

পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদনের সহজ পদ্ধতি দেখুন।

স্ট্যাটাস দেখেই বোঝা যাবে কত দিনের মধ্যে টাকা পাওয়া যাবে। Oasis Scholarship 2023 অফিশিয়াল ওয়েবসাইট হলো – www.oasis.gov.in এই ওয়েবসাইটে গিয়ে লগইন করে অপশন অনুযায়ী সব বায়োডাটা আপডেট করে আবেদন করুন। আর অন্য কোনো তথ্য জানতেও এই ওয়েবসাইট ফলো করতে পারেন। এছাড়া হেল্পলাইন নম্বরে 8420023311 ফোন করতে পারেন। এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপের খবর জানতে নিয়মিত এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ। ফেল করলেও পাশ করার সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button