মোবাইলে PAYTM থাকলেই, ঘরে বসে রোজগারের সুযোগ, এই কাজ সবাই পারবে – Earn Money Online.

বাড়িতে বসে PAYTM দিচ্ছে মোবাইলের মাধ্যমে মোটা টাকা রোজগার (Earn Money Online) করার সুবর্ণ সুযোগ।
আমরা সকলে ভাল টাকা রোজগার করতে চাই। আজকে বাড়ি বসে রোজগার করার এক সুযোগ নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা সকলেই টাকা রোজগার করার জন্য কাজ করে থাকি। কেউ সরকারি চাকরি। কেউ প্রাইভেট আবার অনেকে ব্যবসা করে নিজেদের জীবন নির্বাহন করে থাকি।

Advertisement

PAYTM এর সঙ্গে রোজগার করতে এই পদ্ধতি গুলি মেনে চলুন।

কিন্তু এখনকার দিনে কাজ পাওয়া বা ব্যবসা করাটা খুব কঠিন হয়ে গেছে। এছাড়াও প্রত্যেকদিন বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই যদি নিজের বাড়িতে বসে কাজ করে টাকা রোজগার করতে পারলে তো সোনায় সোহাগা বলা যেতে পারে। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা তেমনই এক পরিকল্পনা নিয়ে হাজির হয়েছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

এখন আমরা রোজ লেনদেন এর ক্ষেত্রে নানা ই – ওয়ালেট ব্যবহার করে থাকি। যেমন- PAYTM, GOOGLE PAY, PHONE PE, MOBIKWIK, FREE CHARGE ইত্যাদি। কিন্তু আমরা এই সকল আপের মাধ্যমে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমান টাকা কিভাবে আয় করতে পারব সেটাই জানার। এখানে আমরা PAYTM অ্যাপ নিয়ে আলোচনা করতে চলেছি।

প্রথমে কাজের সম্পর্কে জেনে নিন, এই খানে আপনাকে PAYTM এর এজেন্ট হয়ে কাজ করতে হবে। এই খানে আপনাকে আপনার বাড়ির কাছাকাছি কোন এলাকাতে কাজ করতে দেওয়া হবে। আপনাকে বিভিন্ন দোকানে গিয়ে Quick Response Code লাগিয়ে রোজগার করতে পারবেন। এরই সাথে আপনি পে টি এম এর আরও অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে রোজগার করতে পারবেন।

শীতের মরশুমে মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, আর সারা বছর জমিয়ে ইনকাম করুন।

PAYTM এর সঙ্গে টাকা রোজগার করতে হলে আপনার কি যোগ্যতা থাকতে হবে জেনে নিনঃ-
• সর্ব প্রথম আপনার কাছে একটা ভাল স্মার্টফোন থাকতে হবে।
• আপনাকে ভাল ভাবে মোবাইল ও ইন্টারনেট এর কাজ জানতে হবে।
• আপনার এই কাজের জন্য বয়স ১৮ বছরের বেশি হতে হবে। এই বছরের কম কেউ আবেদন করতে পারবেন না।

• আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
এই কাজের জন্য আপনার প্রয়োজনীয় নথিপত্র লাগবে জেনে নিনঃ-
১. নিজের আধার কার্ড।
২. মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৩. আপনার শেষ শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
৪. আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে সেটা।

৫. নিজের মোবাইল নম্বর ও তার সাথে ই – মেল আই ডি।
সবার শেষে কিভাবে আবেদন করতে হবে জেনে নিনঃ-
প্রথমঃ- PAYTM এর ওয়েবসাইটে যেতে হবে।
দ্বিতীয়ঃ- এর পরে WWW.PAYTM.COM/PSA তে যেতে হবে।
তৃতীয়ঃ- আপনার সমস্ত খুঁটিনাটি এখানে দিয়ে দিতে হবে।

পোস্ট অফিস থেকে মাসে মাসে রোজগার করুন প্রচুর টাকা, জেনে নিন এই নিয়মগুলি।

চতুর্থঃ- নিজের নাম, বাবা – মায়ের নাম, যোগ্যতা, বয়স, ঠিকানা, মোবাইল নাম্বার, ই – মেল আই ডি দিতে হবে।
পঞ্চমঃ- এই সকলের পরে আপনার সাথে PAYTM নিজেদের থেকে যোগাযোগ করে নেবে।
এই ভাবে আপনি বাড়িতে বসে মাসে টাকা রোজগার করতে পারবেন। আই নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button