সমস্ত কর্মচারীদের Provident Fund একাউন্টে 7 লাখ টাকার সুবিধা দেবে সরকার।

Provident Fund এ সকল কর্মীদের জন্য 7 লক্ষ টাকা সহ অতিরিক্ত আরও সুযোগের ঘোষণা।অ্যাকাউন্ট থাকলে পাবেন ৭ লক্ষ টাকার বেশি সুবিধা। প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে সকল চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে তাই নয়। এছাড়াও সকলে ৭,০০,০০০ টাকার অতিরিক্ত সুযোগ পেতে পারেন। EPF (Employees Provident Fund) এর স্থাপনা ১৯৫২ সালে হয় দেশের সকল সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এর স্থাপনা করেছিল।

Advertisement

Provident Fund এর এই টাকা কীভাবে পাবেন?

এই পি এফ এর মাধ্যমে সকল গ্রাহকেরা ৭ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুযোগ পেয়ে থাকে। কিন্তু প্রায় দেশের ৯০% গ্রাহকরা এই বিষয় জানত না। এই নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি।
EPFO (Employees Provident Fund Organizations) এর বর্তমানে গ্রাহকের সংখ্যা ৬ কোটির বেশি। এই সকল গ্রাহক চাকরিজীবীদের একাংশ।

এই সকল গ্রাহকদের “Employees Deposit Linked Insurance Scheme” এর মাধ্যমে সকলকে যোগ্য হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই বিমা পাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম আছে সেটা হল- কোন কর্মী এই বিমার মাধ্যমে কত টাকা মৃত্যুর পরে পাবে সেটা তার শেষ মাসের মাইনের ওপর নির্ভর করছে।
EPF গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের লোক অর্থাৎ যে নমিনি থাকবে সে এই টাকা পেয়ে যাবে।

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাকলেই পাবেন সুদ সহ প্রচুর সুবিধা এই ব্যাঙ্কে।

এরই সঙ্গে Provident Fund এ জমা হওয়া অর্থও সেই নমিনি কে দিয়ে দেওয়া হবে। এর কারণ হল- প্রভিডেন্ট ফাণ্ডের সাথে নমিনির আই ডি অর্থাৎ EDLI (Employees Deposit Linked Insurance Scheme) নম্বর থাকে এরই জন্য গ্রাহকের মৃত্যুর পরে নমিনি টাকা পেয়ে থাকেন। ইপিএফও এর নিয়ম অনুসারে গ্রাহকের মৃত্যুর পরে উত্তরাধিকারীকে ৭ লক্ষ টাকা পর্যন্ত টাকা বিমা হিসাবে দেওয়া হয়ে থাকে।

এছাড়াও এই সুবিধা কম সে কম ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। এইখানে জেনে রাখা ভাল যে কর্মী যদি তার মৃত্যুর আগে টানা ১ বছর কর্মরত থাকেন সেই ক্ষেত্রে সরাসরি এই টাকা উত্তরাধিকারির ব্যাংকে চলে যায়। এই প্রকল্পের জন্য সুবিধা প্রাপ্ত চাকরিজীবীর যোগদান তার সারা মাসের বেতনের মাত্র ০.৫% হয়। এক কথায় বলতে গেলে গ্রাহককে এর জন্য নাম মাত্র যোগদান করতে হয়।

LIC এর এই 3 টি পলিসিতে সন্তানের উচ্চশিক্ষা থেকে বিবাহ, সবেতেই মিলবে দারুন সুবিধা, কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই খবর জানার পরে বোঝা যাচ্ছে PF শুধুমাত্র কোন কর্মচারীর ভবিষ্যতই নয় এর সঙ্গে তার অবর্তমানে পরিবারের সকলের জন্যও এক নতুন সুযোগ নিয়ে হাজির হয়েছে। তাই এই সম্পর্কে সকল গ্রাহকের সচেতন থাকা জরুরি। কিন্তু এমনটা একদমি নয় যে, কেউ এই প্রকল্পের কথা না জানলে সে EPFO র এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। আগের থেকে জানা থাকলে খুব আগেই এই সুযোগ আপনারা গ্রহণ করতে পারবেন। এই প্রকল্প নিয়ে আপনাদের কি মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button