কেন্দ্রীয় সরকার দেশের জনগণের (LPG Subsidy) জন্য বিভিন্ন রকম প্রকল্প এনেছেন। তেমনই মহিলাদের জন্য বিশেষ একটি প্রকল্প হলো উজ্জ্বলা যোজনা। যেটা ২০১৬ সালে প্রথম শুরু হয়। দেশের মহিলাদের রান্নার সুবিধার জন্য গ্যাস সিলিন্ডার দেওয়া তার সাথে ভর্তুকি প্রদান। ২০২২ সালে এই উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্রাহকদের ২০০ টাকা ভর্তুকি প্রদান করা হতো। সেই ভর্তুকি ২০২৩ সালের আগস্ট মাস থেকে ৩০০ টাকা হয়েছে।
PM Ujjwala Yojona LPG Subsidy Status Check
অর্থাৎ সাধারণ গ্রাহকরা যেখানে ৯২৯ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার বুকিং করতেন সেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ৯২৯ টাকা দিলেও ৩০০ টাকা তাদের ব্যাংকে জমা পড়ত। বছরে ১২ টি সিলিন্ডার বাবদ ৩৬০০ টাকা পেয়ে যান উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। তবে সামনেই লোকসভা নির্বাচন।
আর তার আগে কেন্দ্রীয় সরকার আরো সুবিধা আনছেন সেই প্রকল্পগুলোতে। বর্তমানে সমস্ত গ্রাহকদের জন্যই ১০০ টাকা কমিয়ে গ্যাস সিলিন্ডার মূল্য ৮২৯ টাকা করা হয়েছে। ফলে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা মাত্র ৫২৯ টাকায় পেয়ে যাচ্ছেন গ্যাস সিলিন্ডার। অন্যদিকে ৩৬০০ টাকা করে পেয়ে যাচ্ছেন।
এদিকে সরকার থেকে এই LPG Subsidy বা এলপিজি ভর্তুকি এক বছর বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বছরে আরও ১৬৫০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। বছরের ১২ সিলিন্ডার পিছু ৩৬০০ টাকা দিয়ে থাকেন একেকজন গ্রাহককে। দেশে মোট ৩১.৩৬ কোটি গ্যাস সিলিন্ডার সংযোগ রয়েছে।
তার মধ্যে ৯.৬ কোটি গ্রাহক উজ্জ্বলা যোজনার আওতায় পড়েন। আপনি যদি এখনও উজ্জ্বলা যোজনার নিজের নাম অন্তর্ভুক্ত করেননি তাহলে আবেদন জানিয়ে এই প্রকল্পের সুবিধা নিন। এছাড়া যাদের নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে তাদের টাকা প্রতি মাসে ব্যাংকে জমা পড়ছে কিনা সেটা ঘরে বসেই চেক করে নিন।
চেক করার পদ্ধতি
আপনি এসএমএস এর মাধ্যমে LPG Subsidy Status চেক করুন। তারজন্য আপনাকে এস এম এস পাঠাতে হবে 14454 নম্বরে। এরপরই আপনার কাছে আসবে একটি এসএমএস। সেখানেই দেখতে পারবেন আপনার LPG Subsidy বা এলপিজি ভর্তুকির টাকা কবে ঢুকেছে।
1 বছরের জন্য রান্নার গ্যাসের দাম কমালো প্রধানমন্ত্রী। নারী দিবসে মা বোনেদের বিশেষ উপহার।
এছাড়া মোবাইল অ্যাপ অর্থাৎ UMANG অ্যাপ ব্যবহার করেও আপনি উজ্জ্বলা LPG Subsidy বা এলপিজি ভর্তুকি চেক করতে পারেন। এরজন্য আপনাকে UMANG অ্যাপটি ফোনে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। আধার নম্বর দিয়ে এই অ্যাপ রেজিষ্টার করতে হবে। এরপরই চেক করতে পারবেন। অন্য আরেকটি পদ্ধতি হল আপনাকে MyLPG পোর্টালে যেতে হবে।
আপনার 17-সংখ্যার LPG ID টি লিখুন। এরপর PAHAL (DBTL) ওয়েবসাইটে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা এলপিজি আইডি লিখুন। এরপরই দেখতে পারবেন ভর্তুকি স্ট্যাটাস। ঘরে বসেই এই তিন পদ্ধতিতে চেক করা ছাড়াও আপনি এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ভর্তুকি বিবরণ দেখার জন্য অনুরোধ করতে পারেন।
ট্রেনের টিকিটের খরচ কমলো।যাত্রীদের জন্য সুখবর। দাম কতটা কমলো? কিভাবে সুবিধা পাবেন?
সেখানে আপনার কনজিউমার আইডি দিয়েও চেক করে নিতে পারবেন সম্পূর্ণ বিবরণ। কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত স্কিম এখনো না পেয়ে থাকলে আবেদন করুন। তবে এই প্রকল্প শুধুমাত্র দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যই। তারাই একমাত্র আবেদন জানাতে পারবেন। এমন আরও সরকারি প্রকল্প সমন্ধে জানতে এই পেজের সাথে যুক্ত থাকুন ।
Written by Shampa Debnath