LPG Gas Price – 1 বছরের জন্য রান্নার গ্যাসের দাম কমালো প্রধানমন্ত্রী। নারী দিবসে মা বোনেদের বিশেষ উপহার।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana অন্তর্ভুক্ত গ্রাহকদের (LPG Gas Price) জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন যে, নারী দিবস উপলক্ষ্যে LPG Cylinder বা এলপিজি সিলিন্ডারে ১০০ টাকা ছাড় দেওয়া হবে। এই সিদ্ধান্তে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝাও কমবে আর মা বোনেদের হেসেল সামলানোও সহজ হবে। তাছাড়াও সামনেই লোকসভা ভোট। আর তার আগেই প্রধামন্ত্রীর একের পর এক খুশির খবর দিয়ে চলেছেন সাধারণ মানুষদের জন্য।

Advertisement

Womens Day Special PM Modi Reduce LPG Gas Price upto 100 RS

একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করার কথা চলছে তেমনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PM Ujjwala Yojana এর অন্তর্ভুক্ত গ্রাহক যারা আছেন তারা LPG Gas Price বা গ্যাস সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি পেতেন। সেই ভর্তুকি সময় আরও একবছর বাড়িয়ে দেওয়া হলো।

Advertisement

অর্থাৎ আরও একবছর এই ভর্তুকি (LPG Gas Price) চালিয়ে যাবেন কেন্দ্র সরকার। একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে গত বৃহস্পতিবার একটি মিটিং এর পর প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হন। আগামী ২০২৫ সালের ৩১ মার্চ অবধি এই মেয়াদ বাড়ানো হলো। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana এর আওতায় কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া শুরু করেন ২০১৬ সাল থেকে।

তারফলে দেশের দরিদ্র পরিবারে মহিলারা ডিপোজিট এলপিজি কানেকশন পেয়ে থাকেন। ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত সরকার গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দিতেন। ২০২৩ অক্টোবরের পর থেকে আরও ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। সারা বছরে ১২ টা গ্যাস সিলিন্ডার বাবদ মোট ১২০০ টাকা ভর্তুকি পেয়ে থাকেন গ্রাহকরা।

ভোটের আগেই আবার আরও একবছরের জন্য এই ভর্তুকি সময় বাড়ানো হলো ফলে সূত্রের দাবি অনুসারে, এই ১ বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana এর আওতায় ভর্তুকি দিতে সরকারের অতিরিক্ত ১২০০০ কোটি টাকা খরচ হতে পারে। তবে এই সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে প্রায় ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন।

এছাড়া জানা যাচ্ছে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত এইপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana এর আওতায় ৯.৬৭ কোটি এলপিজি কানেকশন দেওয়াও হয়ে গিয়েছে। এছাড়াও, গত বছর প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2023-24 থেকে 2025-26 আর্থিক বছর পর্যন্ত তিন বছরে আরও ৭৫ লাখ এলপিজি কানেকশন দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে।

1st মার্চ থেকে এই নিয়ম না মানলে আর পাবেন না ভর্তুকি। আরও অনেক সমস্যায় পড়বেন LPG গ্রাহকেরা।

এত সংখ্যক গ্রাহক যুক্ত হলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana এর আওতায় সুবিধাভোগীর সংখ্যা হবে ১০.৩৫ কোটি। বর্তমানে LPG Gas Price বা গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে চড়া। সাধারণ গ্রাহকদের জন্য কলকাতায় 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। যা কিনা উজ্জ্বলা যোজনার আওতাভুক্তরা পান মাত্র ৬২৯ টাকায়।

LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম

আবার দিল্লিতে গার্হস্থ্য LPG Gas Price বা এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৯০৩ টাকা। যেখানে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৬০৩ টাকা। চেন্নাইতে সাধারণ সিলিন্ডারের দাম রয়েছে ৯১৮.৫০ টাকা। ভর্তুকি গ্রাহকদের জন্য দাম ৬১৮ টাকা। যদিও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana আওতাভুক্ত ব্যক্তিদেরও ৯২৯ টাকা দিয়ে গ্যাস বুকিং করতে হয়।

নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমলো। আরো 1 বছর দাম কম থাকবে।

কিন্তু গ্যাস বুক হয়ে গেলে গ্রাহকের একাউন্টে ৩০০ টাকা করে প্রতিমাসে জমা হয়। এই একবছর আরও এই (LPG Gas Price)ভর্তুকির সুবিধার ঘোষনা শুনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বা PM Ujjwala Yojana এর গ্রাহকরা খুবই খুশি। অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ অবধি এই ভর্তুকি হারে গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকরা।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button