রাজ্য সরকারি কর্মীদের Leave Rules বা ছুটির আবেদন পত্রে নতুন নিয়ম ঘোষনা করলেন অর্থ দপ্তর। অনলাইন ছুটি আবেদনকেই স্বীকৃতি দিল অর্থ দপ্তর। হটাৎ কেন এই সিদ্ধান্ত? প্রত্যেক বিভাগের নয় একটি সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে। তবে পরে প্রত্যেক বিভাগের জন্যই এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এর কারণ সমন্ধে জানিয়েছেন অর্থ দপ্তর। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক।
WB Finance Department Order on Leave Rules
জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হবে। আর অফলাইনে আবেদন নয়, প্রযুক্তি এগিয়ে যেমন গিয়েছে প্রতেকটা কাজ অনলাইনে হচ্ছে সেটা গ্যাস বুকিং থেকে কারেন্টের বিল, কেনা কাটা থেকে শুরু করে রেল, প্লেনের টিকিট বুকিং। তাহলে এই যুগে দাড়িয়ে এখনো অফলাইনে ছুটির আবেদন পত্র ব্যাপারটা থাকার অর্থ হয়না।
অন্যদিকে আরও কিছু সমস্যার সৃষ্টি হয় এই অফলাইনে আবেদন পত্রের ক্ষেত্রে। তাই ছুটি (Leave Rules) সংক্রান্ত বিষয়ে আরও স্বচ্ছতা আনার জন্য এপ্রিল মাস থেকে সংশ্লিষ্ট দফতরের সরকারি কর্মীদের জন্য অনলাইনে আবেদন জানানো বাধ্যতামূলক করল রাজ্য অর্থ দফতর।
ইতিমধ্যেই ছুটির আবেদন জানানোর জন্য এইচআরএমএস পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে কর্মীরা জমা দিতে পারবেন ছুটির আবেদন। ঠিক কি কারণে অফলাইন আবেদন উঠে গিয়ে অনলাইন ছুটির আবেদন আনা হলো বলতে অর্থ দপ্তর কথা অনুযায়ী অফলাইনে আবেদন জমা দিলে কাগজের পর কাগজ থাকায় সেগুলো সময়মতো খুঁজে পাওয়া সমস্যা হয়ে যায়।
ছুটির (Leave Rules) দিন হিসাবে সমস্যা হয়। অন্যদিকে অনলাইনে আবেদন করলে সেই সমস্যা থাকবেনা। অনলাইনে একটা সাইটে কোনো ব্যক্তির ছুটির দিন পরপর থাকলে সেই ফোল্ডার ওপেন করলেই একবারে চোখ বুলিয়ে নেওয়া যাবে। আলাদা করে খুঁজতে হবেনা।
এছাড়া অফলাইনে আবেদন করলে ছুটির (Leave Rules) আবেদন সঠিক না থাকায় অনেকে ছুটি করেও বেতন ঠিকই হাতে পেয়ে যাচ্ছেন। এছাড়া কোনও সরকারি কর্মী অবসরের সময় সবথেকে বেশি ৩০০ দিনের ছুটির বেতন হাতে পান। এই ছুটি তাঁর জমা থাকা বাধ্যতামূলক। এদিকে ছুটির আবেদন পত্রের পাশাপাশি সরকারি কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা নিয়েও কিছু কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
কিছুদিন আগেই রাজ্য সরকার যে সমস্ত সরকারি কর্মী ৪২ হাজার টাকার মধ্যে মাসিক বেতন পান তাদের অ্যাডহক বোনাস ৭০০ টাকা বৃদ্ধি করেছে। আগে তারা পেতেন ৫৩০০ টাকা এখন থেকে পাবেন ৬০০০ টাকা। এছাড়া বাজেট পেশের সময় রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ DA বৃদ্ধি করেন। যেটা কার্যকর হবে ১ লা জানুয়ারি থেকে।
মূলত, লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য একের পর এক খুশির খবর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে অনলাইনে ছুটির (Leave Rules) আবেদন একে একে অন্য সরকারি বিভাগে সক্রিয় করা হবে বলে শোনা যাচ্ছে। তাই অফলাইন আবেদনের দিন শেষ।
পশ্চিমবঙ্গে বদলে গেল ছুটি নেওয়ার নিয়ম। রাজ্য সরকারি কর্মীদের অগ্রীম এইভাবে আবেদন করতে হবে।
এখন থেকেই ছুটির আবেদন জানালে সঠিক কারণ দেখিয়ে ছুটির (Leave Rules) আবেদন করতে হবে। অন্যদিকে অনলাইনে আবেদন জানালে কর্মীদেরও সুবিধা হবে। ছুটির আবেদনপত্র কষ্ট করে হাতে আর লিখতে হবেনা। ফলে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কর্মীরা। এমন গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজের চোখ রাখুন।
Written by Shampa Debnath.