পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম বিনিয়োগে মানতে হবে নয়া নিয়ম, না হলে বন্ধ হবে একাউন্ট।

পোস্ট অফিসে কোন স্কিমে কত শতাংশ সুদ মিলবে? তালিকা দেখুন।

সঞ্চয় করতে সকলেই বিনিয়োগ করে থাকেন। কেউবা স্বল্প সঞ্চয় স্কিমে পোস্ট অফিসে বিনিয়োগ করেন। আবার কেউ বিনিয়োগের জন্য অন্যান্য স্কিম বেছে নেন। বর্তমানে ব্যাংক বা পোস্ট অফিসে এই স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীর সংখ্যা নেহাতই কম নয়। অর্থবর্ষের প্রতি ত্রৈমাসিকে স্কিমগুলির সুদের হার পর্যালোচনা করা হয়। চলতি বছরে একাধিক স্বল্প সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে এবার মানতে হবে নয়া নিয়ম।

বর্তমানে অনেকেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এছাড়া পোস্ট অফিসের অন্যান্য স্কিমে বিনিয়োগ করে থাকেন। তবে এবার এই নিয়ম পরিবর্তন করা হল। কী সেই নিয়ম?
এবার থেকে স্কিমগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীর অবশ্যই PAN কার্ড এবং আধার কার্ড থাকতে হবে। পূর্বে বিনিয়োগের ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক ছিল না।
এই বছরের 1 এপ্রিল থেকে নয়া নিয়ম কার্যকর হয়েছে। এই স্কিমগুলিতে বিনিয়োগ আরও স্বচ্ছ এবং সহজ করার উদ্দেশ্যে নয়া নিয়ম আনা হয়েছে।

পশ্চিমবঙ্গের সকল পড়ুয়াদের জন্য সেরা 5 টি স্কলারশিপ, একবার আবেদন করলেই পেয়ে যাবেন সারা জীবনের পড়াশুনার খরচা।

অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে, সরকারের চালু করা স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে বিনিয়োগের জন্য আধার এবং PAN কার্ড বাধ্যতামূলক করা হবে। স্কিমগুলিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের আধার নম্বর দিতে হবে। এছাড়া নির্দিষ্ট সীমার বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই PAN কার্ড দেখাতে হবে। যদি আধার কার্ড না থাকে, একাউন্ট ওপেন করার 6 মাসের মধ্যে বিনিয়োগকারীকে আধার নম্বর জমা করতে হবে।
উল্লেখ্য, কোনো বিনিয়োগকারী আগামী 30 সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে আধারও প্যান কার্ড জমা না দিলে একাউন্ট আগামী 1 অক্টোবর, 2023 তারিখ থেকে বন্ধ হয়ে যাবে।

একাউন্ট ওপেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি-
১) আধার নম্বর বা আধার এনরোলমেন্ট স্লিপ,
২) প্যান নম্বর,
৩) পাসপোর্ট সাইজের ছবি,
৪) অন্যান্য।

5 টি স্বল্প সঞ্চয় স্কিমে বর্তমান সুদের হার-
১) পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)- বার্ষিক 7.4%,
২) পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (SCSS)- 8.2%,
৩) সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)- 8.0%,
৪) পোস্ট অফিস টাইম ডিপোজিট (POTD)- সর্বোচ্চ মেয়াদের জন্য 7.5%,
৫) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSS)- 7.7%.
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিরাট ঘোষণা, বহু দিনের দাবী পূরণ।

Leave a Comment