শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এইভাবে আবেদন করলেই টাকা পাবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সুখবর। উচ্চশিক্ষার জন্য পাবেন বড়োসড় সুযোগ। চলতি সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া। পাবেন আর্থিক সাহায্য। আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। প্রতি বছর সেই স্কলারশিপগুলির সুবিধা নিয়ে আসছেন হাজারো শিক্ষার্থী। সেই রকমই একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে? সেই অপেক্ষায় থাকেন প্রচুর আবেদনকারী। আজকে এই প্রতিবেদনে সেই সম্পর্কে জানানো হবে। আবেদনের মাধ্যমে কত টাকা বৃত্তি পাওয়া যাবে? আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে নিচে জানানো হল।

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় এবং তত্বাবধানে 2016 সালে চালু করা হয়েছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। যেটিকে ‘বিকাশ ভবন স্কলারশিপ’ ও বলা হয়। মাধ্যমিক পাশেই এই স্কলারশিপে আবেদন জানানো যাবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতাঃ
আবেদনের জন্য সরকারি স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর থাকতে হবে।
একাদশ শ্রেণী থেকে পিএইচ ডি লেভেল পর্যন্ত বৃত্তির টাকা পাওয়া যাবে।

পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম বিনিয়োগে মানতে হবে নয়া নিয়ম, না হলে বন্ধ হবে একাউন্ট।

বৃত্তির পরিমানঃ
উচ্চমাধ্যমিক স্তরে প্রতি মাসে পাওয়া যাবে 1,000 টাকা করে। অর্থাৎ বছরে মিলবে 12,000 টাকা।
অন্যান্য শর্তঃ
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার কম হতে হবে।

আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে?

চলতি মাস থেকে শুরু হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। সেইমতো গত 12 জুলাই থেকে শিক্ষার্থীরা আবেদন জানানোর সুযোগ পাচ্ছেন। আবেদনের শেষ তারিখ এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়নি।

এই স্কলারশিপে উচ্চমাধ্যমিক স্তরে আর্থিক সাহায্য পাওয়ার জন্য এখনই আবেদন জানাতে পারেবন আবেদনকারীরা। ফ্রেশ এপ্লিকান্ট এবং রিনুয়াল করার সুবিধা মিলছে। অর্থাৎ 2023 সালে যেসকল পড়ুয়ারা মাধ্যমিক পাশ করেছেন, তারা ফ্রেশ এপ্লিকেশন করবেন। যেসকল পড়ুয়ারা আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাদের রিনিউয়ালের জন্য আবেদন জানাতে হবে।

রিজার্ভ ব্যাংকের নিয়ম না মানায় পশ্চিমবঙ্গের তিনটি ব‍্যাঙ্ককে কড়া শাস্তি, গ্রাহকের টাকার কি হবে?

আবেদন পদ্ধতিঃ

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এরজন্য অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র সহযোগে অর্থাৎ ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://svmcm.wbhed.gov.in/

আরো বিশদে জানতে হলে লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন। পাশাপাশি হেল্পলাইন নম্বরে কল করেও জেনে নিতে পারবেন।
Helpline Number 1800 102 8014
শিক্ষা বা স্কলারশিপ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে বাংলার চোখ ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button