Primary Tet – প্রাইমারি টেট নিয়ে নয়া কোন্দল! সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বঞ্চিত হতে চলেছেন 4000 প্রার্থী।
Primary Tet Recruitment.
প্রাথমিক শিক্ষক (Primary Tet) নিয়োগ নিয়ে অনেক বছর ধরেই একের পর এক মিটিং মিছিল সেইসাথে সুপ্রিম কোর্টে চলছে মামলা। যার রায় একেক সময় পরীক্ষার্থী দের বিপরীতেই যাচ্ছে। যদিও নিয়োগ নিয়ে কোনো সমাধান হচ্ছেনা তারমধ্যে আবার ডিসেম্বরে নতুন করে টেট পরীক্ষা হতে চলেছে। কোনো রকম প্রশিক্ষণ না নিয়েই ২০১৭ সালে অনেকে স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন। পরে কেন্দ্রীয় সরকার চাকরিরতদের জন্য ১৮ মাসের প্রশিক্ষণ কোর্স শুরু করেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (এনআইওএস)-এর মারফত ‘ওপেন এন্ড ডিস্ট্যান্স লার্নিং’ কোর্স করানো শুরু হয়। অনেক চাকরিপ্রার্থী (Primary Tet) সেখান থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেন। তাদের সম্পূর্ণ ধারণা ছিল তাদের কোনো রকম সমস্যা হবেনা। কিন্তু গত ২৮ নভেম্বর উত্তরাখণ্ডের একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানায়, নতুন কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ১৮ মাসের প্রশিক্ষণরতর
এদিকে যারা ডি এল এড প্রশিক্ষণ (Primary Tet) নিয়েছিলেন ১৮ মাসের তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবেন না এমনই জানা কাছে। তারা সেই প্রশিক্ষণ নিলেও সুপ্রিম কোর্ট থেকে রায় আসে তাদের নিয়োগ হবে না। নতুন করে আবার জটিলতার সূত্রপাত হলো নিয়োগ প্রক্রিয়া নিয়ে।
এর ফলে বঞ্চিত হতে পারেন ৪ হাজার পরীক্ষার্থী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রাথমিক শিক্ষা (Primary Tet) পর্ষদকে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তারা যেন ৪ঠা জানুয়ারিতে ফাইনাল শুনানির দিন স্পষ্ট করে দেয় এই ৪ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যত কি হবে?
স্কুলে স্কুলে মিড ডে মিলে শুরু হল ব্রেকফাস্ট প্রকল্প। পড়ুয়াদের সুখবর। শিক্ষকদের কি করণীয়।
তবে আইনজীবীরা মনে করছেন সর্বোচ্চ আদালত যখন একবার রায় দিয়ে দিয়েছেন সেটা আর পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না। তবে প্রশ্ন উঠছে এই পরীক্ষার্থীদের ভবিষ্যত কি হবে সেটাই দেখার, কারণ এভাবে অনেক পরীক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাক তবুও ৪ঠা জানুয়ারি নেক্সট শুনানি কি হতে চলেছে, সেই দিকেই তাকিয়ে আছেন ৪ হাজার পরীক্ষার্থী।
Written by Shampa Debnath.