RBI – পুজোর আগে বড় দুঃসংবাদ! লাইসেন্স বাতিল হতে চলেছে এই 2টি জনপ্রিয় ব্যাংকের, সমস্যায় পড়বেন লাখ লাখ গ্রাহক।

RBI – দুটি ব্যাংকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বাতিল লাইসেন্স।

বাংলার জনপ্রিয় ব্যাংকগুলোর (RBI) মধ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করে ICICI ও কোটাক মহেন্দ্র ব্যাংক। অনেক ব্যক্তি এই দুটো ব্যাংকে টাকা জমান। কারণ এই দুটো ব্যাংক সমন্ধে কোনও অভিযোগ বা প্রতারণার দায় এখনো ওঠেনি। তাই প্রত্যেক ব্যক্তি নিশ্চিন্তে এই দুটো ব্যাংকে টাকা রাখেন। কিন্ত সম্প্রতি এই দুটো ব্যাংকের বিরুদ্ধে RBI ক্ষুন্ন হয়েছেন। ব্যাংকগুলো RBI এর নিয়ম না মানায় জরিমানা করা হয়েছে।

প্রত্যেকটি ব্যাংককে পরিচালনা করে আর বি আই (RBI). কোনো ব্যাংকের ভুল ত্রুটি, নিয়ম অমান্য করলে সেক্ষেত্রে আর বি আই সেই ব্যাংকে আর্থিক জরিমানা করেন সেই সাথে অনেক সময় ব্যাংক কিছুদিনের জন্য সাসপেন্ড ও করেন। এখানে তেমনি কিছু ঘটনা ঘটেছে যার ফলস্বরূপ এই দুটো ব্যাংকের নাম আর বি আই এর খাতায় উঠে এসেছে।

পুজোর ছুটির আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নিয়ে নয়া সিদ্ধান্ত। সব ওলট পালট হয়ে গেল।

প্রথমেই আসি ICICI ব্যাংকের সমন্ধেঃ
এই ব্যাংকের বিরুদ্ধে আর বি আই জানিয়েছেন ICICI ব্যাঙ্কের জরিমানার পরিমাণ ১২ কোটি ১৯ লক্ষ টাকা। মূলত যে কারণগুলোর জন্য বিপাকে পড়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেগুলো হল, প্রতারকদের শনাক্ত করতে না পারা, এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে পালন না করা। তাই ১২ কোটি ১৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।তবে ঋণ গ্রহীতাদের কোনো চিন্তার কারণ নেই। বা এই ব্যাংকের গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হবেনা। এই জরিমানা শুধু ব্যাংকের বিরুদ্ধে।

কোটাক মহেন্দ্র ব্যাংকঃ
আইসিআইসিআই ব্যাঙ্কের তুলনায় বেসরকারি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানা তুলনামূলক কম করা হয়েছে। তবে এই ব্যাংকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় একটু বেশিই। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের জরিমানার অঙ্ক ৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

ঋণ সংক্রান্ত নিয়ম না মানা, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের জন্য জরিমানা দিতে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে। এক্ষেত্রেও ব্যাংকের গ্রাহকদের কোনো সমস্যায় পড়তে হবেনা। তাই গ্রাহকদের চিন্তার কারণ নেই।

যে কোনো ব্যাংক এমন কিছু ভুল ত্রুটি করলে সেটা আর বি আই এর স্ক্যানারে চলে আসে। তখনই আর বি আই স্টেপ নেয় সেই ভুল করা ব্যাংকগুলোর বিরুদ্ধে। আর দিয়ে হয় ব্যাংকগুলোকে আর্থিক জরিমানা। আর্থিক জরিমানার অঙ্কটাও খুব একটা কম হয়না। তেমনি ICICI ও কোটাক মহেন্দ্র ব্যাংককেও দিতে হবে বিপুল অঙ্কের জরিমানা।
Written by Shampa Debnath

সেভিংস একাউন্ট এখন অতীত। সেভিংস প্লাস একাউন্ট খুলুন আর পেয়ে যান প্রচুর সুবিধা।

Leave a Comment